'কাশগড়-কতো না অশ্রুজল' বইটি উইঘুর মুসলিমদের উপর চাইনিজ নিষ্টুরতার কাহিনী নিয়ে। যে নিষ্টুরতা ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ডকে। একুশ শতকের সবচেয়ে ভয়াবহ এবং উপেক্ষিত গণহত্যার শিকার মানুষদের অশ্রু, রক্ত, জীবন আর মৃত্যুর কাহিনী নিয়ে লেখা এই বই।
👉 বইটি পড়লেই আপনি বুঝতে পারবেন, কনসেনট্রেশন ক্যাম্পে বন্দী ত্রিশ লক্ষ মানুষ কতোটা অমানুষিক নির্যাতনের মধ্য দিয়ে তাদের প্রতিটি সেকেন্ড অতিবাহিত করছে।
👉 বইটি পড়লেই আপনি বুঝতে পারবেন,
বোর্ডিং স্কুল নামক কারাগারে পাচঁ লক্ষ শিশু তাদের ছোট্ট হৃদয়ে কতোটা কষ্ট বুকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে।
👉 বইটি পড়লেই আপনি বুঝতে পারবেন,
আব্দুওলীকে (পুরুষ) যখন ২০ জন হান পুরুষ মিলে গণধর্ষণ করে তখন কতোটা কষ্ট সহ্য করেছিলো সে।
👉 বইটি পড়লেই আপনি উপলব্ধি করতে পারবেন,
বাবা-মা হারিয়ে দুই বছরের ছোট্ট শিশু রহমাতুল্লাহ শিরবাকি যখন বরফে জমে মারা যাচ্ছিলো তখন কী চলছিলো ওর মনে? প্রতিরাতে, প্রতিটি মূহূর্তে মাকে মিস করে কতোটা কেঁদেছিলো সে?
👉 বইটি পড়লেই আপনি শুনতে পারবেন,
বুকের ডান দিকে গুলি করার পর জীবন্ত উইঘুরদের শরীর থেকে কিডনি, ফুসফুস, কর্নিয়া, লিভার, হৃৎপিণ্ড কেটে নেওয়ার সময় তাদের হার্টবিটের আওয়াজ।
👉 বইটি পড়লেই আপনি শুনতে পারবেন,
চীনা শুয়োরগুলোর হাতে ধর্ষিত হওয়ার সময় আপনার বোনের বুকফাটা নীরব অার্তচিৎকার।
👉 বইটি পড়লেই আপনি বুঝতে পারবেন,
পূর্ব তুর্কিস্তান যেন পৃথিবীর বুকে উঠে আসা এক টুকরো নরক।
👉 বইটি পড়লেই আপনি বুঝতে পারবেন,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা জাহান্নাম অনর্থক সৃষ্টি করেননি।
👉 বইটি পড়লেই আপনি বুঝতে পারবেন,
আজ যদি রাসূলুল্লাহ ﷺ দেখতেন তার উম্মাহর এই অবস্থা, তাহলে কতোটা কষ্ট পেতেন তিনি।
👉 বইটি পড়লেই আপনি জানতে পারবেন,
সৌদি আরব, মিশর--মুসলিম ভ্রাতৃত্বের দাবি উপেক্ষা করে তাদের দেশে পড়তে আসা উইঘুর ছাত্রদের গ্রেফতার করে চীনের হাতে তুলে দিয়েছে। তুরস্ক অভূতপূর্ব পদ্ধতিতে তৃতীয় দেশের মাধ্যমে উইঘুরদের চীনাদের হাতে তুলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছে। আরও জানতে পারবেন, কথিত 'ইসলামি প্রজাতন্ত্র' পাকিস্তানও একেবারেই উদাসীন উইঘুরদের ব্যাপারে।
👉 বইটি পড়লেই আপনি বুঝতে পারবেন,
মানবতা রক্ষার বুলি আউড়ে বেড়ানো জাতিসংঘের সৃষ্টিই হয়েছে মূলত কুফফারদের স্বার্থ উদ্ধারের জন্যেই। মানবাধিকার সংঘটন, জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়--এদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই।
মানবতা, জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়-- এরা মুসলিমদের কখনো কোনো কাজে আসেনি, আসবেও না।
পুরোটাই এক বিরাট তামাশা!
এক অসুস্থ পাতানো খেলা!
মানবতা আজ মরে গেছে!
মরে গিয়ে পচে গেছে!
ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না। বিচার ও জবাবদিহিতার সেই ভয়ংকর দিনে, অাত্মপক্ষ সমর্থনের কোন সুযোগও হয়তো আমাদের থাকবে না।
এই নৃশংসতা এবং সামগ্রিক নিষ্টুরতাকে কাগজের কারাগারে বন্দী করা সহজসাধ্য কাজ ছিল না। মহান আল্লাহ এনামুল হোসাইন ও আসিফ আদনান ভাইয়ের, উম্মাহর জন্য এই খেদমতকে কবুল করে নিন। তাদে
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....