কিছু বিষাদ উপাখ্যান
মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে ল্যান্ডফোনে অচেনা কন্ঠ, প্রাক্তনের প্রস্থানের খবর। সমুদ্রের কাছে হঠাৎ দেখা এক অচেনা পুরুষ, পরিচয়-প্রেম তারপর এক বিবর্ণ দ্বীপের নিঃসঙ্গতায় তাকে হারিয়ে ফেলা। দূর থেকে দেখা পুরনো বন্ধুর সম্পর্কের পরিণতি। মুরাকামির মূল গল্পের ছায়ায় উঠে এসেছে এমনি কিছু বিষাদের গল্প। উপনিবেশের মুখোশে ঢাকা পড়ে থাকা ঘৃণা, দ্বেষ আর অবিশ্বাস, অরওয়েল-এর অনুভব থেকে তারই কিছু উপাখ্যান। কাফ্কা-র কাছ থেকে কোন এক শহুরে কিশোরীর গ্রামের স্বল্প জীবন, অচেনা মানুষের চোখ, আর চেনা হয়ে ওঠা সম্পর্ক ফেলে বিষাদময় প্রত্যাবর্তন। টিউশনিজীবী মধ্যবিত্তের চিরায়ত টানাপোড়েন আর পিতার বুকে পাথরের মতো ভারী হয়ে থাকা সন্তানের মৃত্যুর গল্প, চেকভের চোখে। ও হেনরি-র হাত ধরে জীবিকার যান্ত্রিক জীবন, নিজেকে বয়ে বয়ে ক্লান্ত এক তরুণীর ঝরা পাতার মতো প্রত্যাশিত নিয়তির প্রহর গোনার গল্প। সেই সাথে প্রিয়তমাকে সন্ধানের এক বিষাদময় সমাপ্তি এবং এক রহস্যময় দরোজার অনুসন্ধানে গিয়ে ক্রমেই রহস্য, প্রেম আর বিষাদগ্রস্ততায় ডুবে যাওয়া। চারপাশের এইসব শূন্যতা আর বিষাদের উপাখ্যান।
অনুবাদ গল্প সংকলন
প্রকাশক : পেন্সিল পাবলিকেশন্স
মূল্য : ২০৪ টাকা (১৫% ছাড়ে)
প্রচ্ছদ : মনন মোর্শেদ
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....