বইঃ দ্যা এলকেমিস্ট সিক্রেট।
লেখকঃ স্কট ম্যারিয়ানি।
প্রকাশনীঃ রোদেলা।
হিস্টোরিক্যাল থ্রিলারের প্রতি বরাবর আমার আগ্রহ বেশি। সেটা যদি হয় এমন একটা বিষয় নিয়ে যেটা আধুনিক যুগে এসেও মানুষদের অনুসন্ধ্যানের কারণ তাহলে তো কথায় নেই। যাহক এবার মূল কথায় আসি।
সার সংক্ষেপঃ প্রাক্তন মিলিটারি কর্মী বেন হোপ একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। তার কাজ হিসেবে সে বেছে নিয়েছে কিডন্যাপ হওয়া মানুষদের মুক্তিপণে৷ অতীতের বিষাদের বাণে জর্জরিত বেনের জীবন৷ একাকীত্ব আর বিষাদের মাঝে তার এই কাজটা যেন তাকে বাচিয়ে রেখেছে।
হঠাত করে তার কাছে হাজির ফেয়ারফ্যাক্স নামক এক ধনীর সহচর্য। ফেয়ারফ্যাক্সের কাছে আসতেই বেন জানতে পারলো তাকে এমন এক মানুষকে বের করতে হবে যে কি না ১৯২৬ সালে শেষ দেখা দিয়েছে। এবং সে কালে তার বয়স ছিল আশি। হকচকিয়ে উঠে বেন। কাজটা নিতে অস্বিকার করে বেন কিন্তু ফেয়ারফ্যাক্সের নাত্নী রুথের কাহিনি শুনে রাজী হয় বেন।
অপরদিকে হাজারো বছরের পুরনো এক সংগঠন "গ্লাডিয়াস ডোমিনি" জেগে উঠে। লেগে পড়ে বেনের পিছনে। ঘটনা ক্রমে জড়িয়ে পড়ে রবার্টা রাইডার নামে এক বায়োলজিস্ট। দুজনেই ম্যানহান্টের শিকার। দুজন কী পারবে নিজেদের বাচিয়ে হাজার বছরের পুরনো রহস্যকে ভেদ করতে?
পাঠ প্রতিক্রিয়াঃ বইটা এক কথায় অসাধারণ। টান টান উত্তেজনাপূর্ণ। জানতে পারবেন গ্লাডিয়াস ডোমিনির রক্তক্ষয়ী কাহিনি। মুখোশের আড়ালে চার্চের সত্যিকার রূপ। জানতে পারবেন রহস্য মানব ফুলকানেলির কথা। আর এলিক্সির অফ লাইফের কথা তো আছে।
রেটিং ৪.৬/৫
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....