বই:প্রোডাক্টিভ মুসলিম লেখক:মোহাম্মদ ফারিস বই রিভিউ

বই:প্রোডাক্টিভ মুসলিম

লেখক:মোহাম্মদ ফারিস

ভাষান্তর:মিরাজ রহমান,হামিদ সিরাজী

প্রকাশনায়:গার্ডিয়ান পাবলিকেশন্স

প্রচ্ছদ মূল্য:২৫০ টাকা।

কিছু বই এমন হয়,যা পাঠকের চিন্তাধারা বদলে দেয়।'প্রোডাক্টিভ মুসলিম' বইটি ঠিক এমনই।



বইটিতে লেখক ফুটিয়ে তুলেছেন ইসলামিক জীবনব্যবস্থার সাথে প্রোডাক্টিভিটির যোগসূত্র।আমাদের নিত্যদিনের ইবাদত যেভাবে একটি প্রোডাক্টিভ জীবন গড়ে তুলতে পারে,তা যে সিস্টেমেটিক পদ্ধতিতে লেখক তুলে ধরেছেন,তা সত্যিই অসাধারণ!


যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে একটি প্রোডাক্টিভ জীবন গড়ে তুলতে চান,তাদের জন্য এই বইটি হতে পারে খুব ভালো একটি গাইডলাইন।


বইটি পড়তে গিয়ে যে বাক্যগুলো আমাকে মুগ্ধ করেছে,ভাবিয়ে তুলেছে,তার কিছু নিচে তুলে ধরার চেষ্টা করলাম-


      ★"আল্লাহ তায়ালা আপনাকে কেবল একজন মালিকের দাসত্ব করার আহ্বান জানিয়ে পৃথিবীর অন্যান্য সকল দাসত্বের শেকল খুলে দিয়েছেন;আপনাকে একটা স্বাধীন জীবনের মুখোমুখি করেছেন।"

        

      ★"আপনি যত বেশি আল্লাহর বান্দা হওয়ার বিষয়টি নিবিড়ভাবে চিন্তা করে দেখবেন,ঠিক তত বেশি একটি সত্যিকারের প্রোডাক্টিভ জীবনযাপন করার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন।"

        

      ★"মুসলমানদের কাছে চূড়ান্ত শেষ মানেই পরকাল।"

      

      ★"ইসলাম কেবল দুনিয়ার প্রতি ভালোবাসা সেই স্তরে নিতে নিরুৎসাহিত করে,যেখানে গেলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার ব্যাপারটা গৌণ হয়ে যায়।"

        

      ★"আপনার নিজেকে প্রতিনিয়ত জিজ্ঞেস করতে হবে-আমার এই পদক্ষেপটি কিংবা এই কাজ বা কথাটি আল্লাহকে সন্তুষ্ট করবে তো?"

        

      ★"আপনার জীবনকে অন্যদিকে নয়;বরং সালাতকে কেন্দ্র করে আবর্তিত হতে দিন।"

       

      ★"আপনার নিয়ত ও কর্মের পরিচর্যা নিন,আর ফলাফল আল্লাহর হাতে ন্যস্ত করুন।"

        

       ★"খারাপ চিন্তার সাথে যুদ্ধ করার সেরা উপায়টি হলো-মনকে ভালো চিন্তায় নিবদ্ধ রাখা।"


বইটির লেখক এবং বইটি পাঠকের হাতে পৌঁছে দিতে যারা অবদান রেখেছেন,আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁদের জীবনে উত্তম বারাকাহ দান করুক।


.

বই:প্রোডাক্টিভ মুসলিম


লেখক:মোহাম্মদ ফারিস


ভাষান্তর:মিরাজ রহমান,হামিদ সিরাজী


প্রকাশনায়:গার্ডিয়ান পাবলিকেশন্স


প্রচ্ছদ মূল্য:২৫০ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ