বইয়ের নাম : পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ লেখক : আহমদ ছফা ll রিভিউ

Post ID 111453

বইয়ের নাম          : পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ
লেখক                 : আহমদ ছফা
প্রকাশক              : হাওলাদার 
জনরা                  : উপন‍্যাস
পৃষ্ঠা সংখ্যা          : ১০৮
মুদ্রিত মূল‍্য          : ২০০৳
ফরম‍্যাট              : হার্ডকভার
পার্সোনাল রেটিং : ৮.৫/১০
   

পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বইটি পড়ে আমার প্রথমেই যেটি মনে হয়েছে তা হলো এই বইটি তাদের কাছে বেশি গ্রহণযোগ্য কিংবা ভালো অনুভূত হবে যারা বৃক্ষ অথবা পক্ষীপ্রেমী।
    
    বইটি উত্তম পুরুষের জবানীতে লেখা। যেখানে লেখক তার জীবনের কিছু বিচ্ছিন্ন ঘটনাকে তুলে ধরছেন। 
    
    লেখক বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে ভাড়া ছিলেন। যেখানেই তিনি থাকতেন না কেন চিহ্ন হিসেবে কোন না কোন গাছ লাগাতেন।
    
    পত্রিকা অফিসের ঝামেলার জন‍্য যখন তিনি ডিপ্রেশনে ছিলেন তখন একটি আধমরা বেগুন গাছের সঙ্গে তার পরিচয় ঘটে, যা তাকে নতুন করে বাঁচতে উদ‍্যমী করে তোলে। তখন থেকেই শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ভলিবল খেলার মাঠে তার চাষাবাদ। সেই চাষাবাদের গল্প করেছেন লেখক, যার শেষ কোথায় গিয়ে হয় তা জানতে বইটি পড়তে হবে।
    
    লেখক কিছু করতে চাইছিলেন যা তার মানবাত্মাকে প্রশান্তি এনে দিতে পারে। তারই জের ধরে মোস্তফাকে সঙ্গে নিয়ে শুরু করেছিলেন বস্তির শিশুদের পড়ালেখা করানো।

    এখানেই শেষ নয়! তিনি যে শুধু এসব করেই সময় কাটিয়েছেন তা নয়। তিনি পাখি নিয়েও মোটামুটি বিস্তর গবেষণা করে ফেলেছিলেন। তার পালকপুত্র শালিক সে সুযোগ করে দিয়েছিল।

  শেষ কথায় বলবো, তার লেখার সঙ্গে পরিচয় থাকলে জানবেন তার লেখার হাত কেমন। সাধারণ বাক‍্যকেও অসাধারণ করে তোলার ক্ষমতা তিনি রাখেন। যখন থেকে বইটি ধরেছি শেষ না করে উঠতে পারছিলাম না। এত ভালো লেগেছিল। আমি বইটিকে মাস্ট রিড ক‍্যাটাগরিতে ফেলবো।
  

©Nur-A-Jannat

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ