বইঃ: ছোটদের প্রিয় রাসূল সা. (সিরিজ ৬ টি বই)
লেখক : তানভীর হায়দার
প্রকাশনী : Somorpon Prokashon
বইয়ের ধরণ : ছোটদের সীরাত
বাইন্ডিং : পেপারব্যাক
কালার : ৪ কালার
কা’বা থেকে দুই মাইল দূরে একটি নির্জন গুহা ছিল। গুহাটির নাম হেরা। নবি ﷺ প্রায়ই সেখানে যেতেন। একাকী আল্লাহর ইবাদাত করতেন।
.
একবার রমাদান মাসে হেরাগুহায় এক অবাক-করা ঘটনা ঘটল। হঠাৎ এক অচেনা লোক এসে বললেন, ‘পড়ুন!’ নবিজি ﷺ বললেন, ‘আমি তো পড়তে জানি না।’
.
একথা শুনে লোকটি নবিজি ﷺ কে বুকে জড়িয়ে ধরলেন। খুব জোরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, ‘পড়ুন!’ নবিজি ﷺ আবার বললেন, ‘আমি তো পড়তে জানি না।’
.
পরপর তিনবার একই ঘটনা ঘটল। শেষবার ছেড়ে দিয়ে বললেন, ‘পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।’
.
অপরিচিত লোকটি কয়েকটি আয়াত পাঠ করলেন। এগুলো ছিল সূরা আলাকের প্রথম ৫টি আয়াত। নবিজি ﷺ-ও তাঁর সাথে তিলাওয়াত করছিলেন। হঠাৎ লোকটি অদৃশ্য হয়ে গেল! কীভাবে কী ঘটল, নবিজি ﷺ কিছুই বুঝতে পারছিলেন না। তখন তাঁর বুক ধুকধুক করছিল।
.
নবিজি ﷺ ভয় পেয়ে দ্রুত বাড়ি ফিরে এলেন। এসে তাঁর স্ত্রী খাদীজাকে বললেন, ‘আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও! আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও!’
.
খাদীজা (রদিয়াল্লাহু আনহা) ছিলেন একজন পুণ্যবতী নারী। তিনি নবিজি ﷺ-কে আশ্বস্ত করলেন, ‘আল্লাহ আপনার কোনও ক্ষতি করবেন না’। এরপর তিনি নবিজি ﷺ-কে ওয়ারাকা ইবনু নাওফালের কাছে নিয়ে গেলেন।
.
ওয়ারাকা ছিলেন খাদীজা (রদিয়াল্লাহু আনহা)-এর চাচাতো ভাই। তিনি ছিলেন তাওরাত ও ইনজীল কিতাবের আলিম। নবিজি ﷺ তার কাছে পুরো ঘটনা খুলে বললেন।
.
নবিজি ﷺ-র কথা শুনে ওয়ারাকা বললেন, ‘তিনি তো সেই জিবরীল ফেরেশতা যাকে মূসা (আলাইহিস সালাম)-এর কাছে পাঠানো হতো। হায়! আমি যদি যুবক হতাম। হায়! আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার জাতি তোমাকে তাড়িয়ে দেবে!’
.
নবিজি ﷺ খুবই অবাক হলেন। তিনি প্রশ্ন করলেন, মক্কাবাসীরা আমাকে তাড়িয়ে দেবে?
.
ওয়ারাকা বললেন, ‘হ্যাঁ! তোমাকে তাড়িয়ে দিবে। আগে যিনিই তোমার মতো ওহি পেয়েছেন, তার সাথেই শত্রুতা করা হয়েছে। আমি জীবিত থাকলে অবশ্যই তোমাকে সাহায্য করব।’
.
কিন্তু এর কিছুদিন পরেই ওয়ারাকা ইনতিকাল করেন। তখন নবিজি ﷺ-র বয়স ছিল চল্লিশ বছর।
.
'ছোটদের প্রিয় রাসূল' সিরিজের 'দ্বীনের দাওয়াত হলো শুরু' বই থেকে...
.
সিরিজ : ছোটদের প্রিয় রাসূল সা. (৬ টি বই)
লেখক : তানভীর হায়দার
প্রকাশনী : Somorpon Prokashon
বইয়ের ধরণ : ছোটদের সীরাত
বাইন্ডিং : পেপারব্যাক
কালার : ৪ কালার
মুদ্রিত মূল্য: ৮৫০ টাকা
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....