বই: দুই জান্নাত লেখকঃ ড. খালিদ আবু শাদি (review with upcoming pdf)

Post ID 111566
বই: দুই জান্নাত
লেখকঃ ড. খালিদ আবু শাদি
মুদ্রিত মূল্যঃ ২৪৫ টাকা 
পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৬.
প্রকাশনাঃ মুহাম্মদ পাবলিকেশন
review credit:-💕Riyad Hasan

আশা ও ভয় মুমিনের দুটি ডানা। এই দুটি ডানায় ভর করে মুমিন আখেরাতের দিগদিগন্তে ওড়াওড়ি করে। মুমিনের অন্তর ধাবিত হয় সুন্দরের দিকে; প্রতিটি সুন্দর অনুপম কাজের দিকে। তারই ওপর ভর করে সে পাড়ি দেয় দুর্গম ও বন্ধুর পথ।  কোন প্রবৃত্তি বা গাফেলতি তার চলার পথে প্রতিবন্ধক হতে পারে না। তার মাঝে এবং তার লক্ষ্যের মাঝে কোন প্রবৃত্তি বাধা সৃষ্টি করতে পারে না।  তো এখানে একটি প্রশ্ন বারবার উঁকি ঝুঁকি__ দেয়„ এ_ দুটির মধ্যে কোনটি উত্তম?  আশা নাকি ভয়?

ইমাম গাজালী রহিমাহুল্লাহ এই প্রশ্নের চমৎকার উত্তর দিয়েছেন তার পাণ্ডিত্যপূর্ণ ভাষায়। তিনি বলেন খওফ ও রজা, ভয় ও আশা___ এ দুয়ের মাঝে কোনটি উত্তম? এটি একটি অর্থহীন ও অবান্তর প্রশ্ন। এর উদাহরণ হল যেমন কেউ প্রশ্ন করল রুটি উত্তম নাকি পানি উত্তম?  বলাবাহুল্য এর উত্তরে এটা বলা হবে যে, ক্ষুধার্তের জন্য রুটি উত্তম আর তৃষ্ণার্তের জন্য পানি উত্তম। যদি কারো ক্ষুধা ও পিপাসা দুটি পায়, তাহলে উভয়ের মধ্যে দুটি প্রবল হবে, সেটিকে প্রধান্য দিতে হবে। অর্থাৎ ক্ষুধা প্রবল হলে রুটি উত্তম তৃষ্ণা প্রবল হলে পানি উত্তম। আর উভয়টি সমান হলে রুটি ও পানি একসাথে লাগবে। 

বই: দুই জান্নাত
লেখকঃ ড. খালিদ আবু শাদি
মুদ্রিত মূল্যঃ ২৪৫ টাকা 
পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৬.
প্রকাশনাঃ মুহাম্মদ পাবলিকেশন

Comments

Popular posts from this blog

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah