বই:যেসব হারামকে অনেকেই তুচ্ছ মনে করে। লেখক:শাইখ সালেহ আল-মুনাজ্জিদ। review

Post ID 111497
বই:যেসব হারামকে অনেকেই তুচ্ছ মনে করে। 
লেখক:শাইখ সালেহ আল-মুনাজ্জিদ।
বিষয় :জুমার আযান এর পরে কেনাবেচা করা। 


হে ঈমানদারগণ! জুমার দিবসে যখন নামাজের জন্য আহ্বান করা হয়,তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা ছেড়ে দাও ।এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জ্ঞান রাখ ।"......সূরা জুমআ: 09

অত্র আয়াত দৃষ্টে আলেমগণ আযান থেকে শুরু করে ফরজ নামাজ শেষ না হওয়া পর্যন্ত কেনাবেচা ও অন্যান্য সকল কাজকর্ম হারাম বলে উল্লেখ করেছেন। অনেক দোকানদারকে দেখা যায় তারা আজানের সময় ও নিজেদের দোকানে কিংবা মসজিদের সামনে কেনাবেচা চালিয়ে যেতে থাকে ।যারা এ সময় কেনাকাটায় অংশ নেয় তারাও তাদের সাথে পাপে শরীক হয় ।এমনকি তখন একটি মেসওয়াক কেনাবেচা করলেও ক্রেতা-বিক্রেতা উভয়েই তাতে গুনাহগার হবে ।আলেমগনের জোরালো মতানুসারে এসময় কেনাবেচা বাতিল বলে গণ্য হবে ।অনেক হোটেল, বেকারি ,ফ্যাক্টরি, কল-কারখানা ইত্যাদির লোকেরা জুমার নামাজের সময় তাদের শ্রমিকদের কাজ চালিয়ে যেতে বাধ্য করে ।তাতে বাহ্যত তাদের কিছু লাভ দেখা গেলেও প্রকৃতপক্ষে ক্ষতিই বৃদ্ধি পায় ।

এ ক্ষেত্রে শ্রমিকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিম্নোক্ত উক্তি মোতাবেক আমল করা কর্তব্য ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন -
"আল্লাহর অবাধ্যতায় কোন মানুষের আনুগত্য করা যাবে না ।"
          মুসনাদে_আহমদ ও সহীহ ইবনে হিব্বান 

আল্লাহ আমাদেরকে উক্ত আমল করার তৌফিক দান করুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ