বইঃ সৌভাগ্যের দুয়ার
মূল: ড. আয়েজ বিন আব্দুল্লাহ আল-কারনি
অনুবাদ: মাহমুদ আহমদ
পৃষ্ঠা সংখ্যা: ১২৮
মূদ্রিত মূল্য: ২০০৳
চেতনা প্রকাশন - Chetona Prokashon
এই বইটি হবে আপনার জন্য সুগন্ধি ফুলের মত। যা বহন করতে সহজ এবং ঘ্রাণও উত্তম
আজ আপনি সূর্যের যে বিকিরণ দেখছেন, দিবসের সৌন্দর্য দেখছেন, এটাই আপনার দিন। সুতরাং এ দিনের পরিধিতেই আপনি বেঁচে থাকুন।
এদিনটিকে আপনি সার্থক করে তুলুন। যেন আপনি আজই জন্মেছেন, আজই আপনার মৃত্যু ঘটবে।
আপনি ফেলে আসা অতীতের ভাবনা আর অনাগত ভবিষ্যতের ভীতিকর আলোছায়ার মাঝে পড়ে বর্তমানকে গতিহীন করবেন না। আজকের দিনটিই হোক আপনার ভাবনা, চিন্তা, সংহতি, কর্ম ও পরিশ্রমের সেরা দিন। আজই আপনি সেরা কাজগুলো করুন। অতএব আজ আপনি বিনয়াবনত হয়ে নামাজ পড়ুন।
দুনিয়ার সব ভাবনা মাথায় নিয়ে ঘুরবেন না তুচ্ছ ভাবনা যেন আপনাকে পিষ্ট না করে।
আল্লাহ প্রদত্ত নেয়ামত নিয়ে সন্তুষ্ট থাকুন, পৃথিবীতে অন্য কোন কিছুর প্রয়োজন হবে না আপনার। জান্নাতের কথা স্মরণ করুন।
একজীবনে সুখী হতে এবং জান্নাতিদের সঙ্গি হতে, যা যা পরামর্শ দরকার, সব আছে এই পুস্তকে।
চাইলে আপনি গ্রন্থটি বারবার পড়তে পারেন। বাক্যগুলোকে বারবার পুনরাবৃত্তি করতে পারেন। বাক্যগুলোর নিচে রেখা টেনেও রাখতে পারেন। আপনি এই বইয়ের বক্তব্য কর্মে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট থাকুন। বইটি আপনার পরিবারে, মসজিদের মিম্বারে ও উপদেশের মজলিসগুলোতে পাঠ করে শোনাতে পারেন। আপনি এটা অফিসে কোনো ড্রয়ারে বা শয়ন কক্ষে বালিসের পাশে রেখে দিতে পারেন।
বইঃ সৌভাগ্যের দুয়ার
মূল: ড. আয়েজ বিন আব্দুল্লাহ আল-কারনি
অনুবাদ: মাহমুদ আহমদ
পৃষ্ঠা সংখ্যা: ১২৮
মূদ্রিত মূল্য: ২০০৳
চেতনা প্রকাশন - Chetona Prokashon
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....