বই:জান্নাতের চাবি মূল: শাইখ আব্দুল মালিক আল কাসিম review

Post ID 1114527
বই:জান্নাতের চাবি
মূল: শাইখ আব্দুল মালিক আল কাসিম
অনুবাদ ও সম্পাদনায়: হাসান মাসরুর
প্রকাশনী: রুহামা পাবলিকেশন
মূল্য: ৬৭ টাকা
পৃষ্ঠা: ৫৪ পৃষ্ঠা
রেটিং: ⭐⭐⭐⭐⭐

নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যে ব্যাক্তি নামাজ পড়ে না, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নামাজের মাধ্যমেই মুমিন ও কাফেরের মাঝে পার্থক্য করা যায়। 

ইসলামের নামাজের এতো গুরুত্ব থাকা সত্বেও মুসলিম দাবিদারদের অনেকেই নামাজ পড়ে না। কেউ হয়তো দিনে দু'ওয়াক্ত কিংবা এক ওয়াক্ত নামাজ আদায় করে। অনেকে হয়তো জুমা অথবা দুই ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ আদায় করে না। আবার যারা নামাজ পড়ে তাদের অনেকেই নামাজের প্রতি যত্নশীল না।

অথচ, আমাদের সালাফ নামাজের প্রতি কেমন যত্নশীল ছিলেন! জামাত ছাড়া নামাজ পড়া তাদের কল্পনায়ও স্থান পেতো না।

ইসলামের নাজের প্রতি গুরুত্ব ও তাৎপর্য, নামাজের প্রতি সালাফদের ভালোবাসা ইত্যাদি অতীব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে লেখক এই বইয়ে।

এই বইয়ে সাহাবীদের নামাজের প্রতি অগাধ ভালোবাসার অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে। যা আপনি পড়লে সত্যি বিস্মিত হবেন।

🌹এই বইয়ের ভালো লাগার কোনো লাইন নেই। কারণ পুরো বই-ই ভালো লাগার মতো। আর আমি এই বইয়ে কোনো খারাপ দিক দেখেনি।

🌹ব্যাক্তিগত মতামত: আমার মতে সবার বইটি পড়া উচিৎ। কারণ আপনি যদি নিয়মিত নামাজ না পড়েন, তাহলে ইন শা আল্লাহ্ বইটি পড়ার পর আপনি নিয়মিত নামাজ পড়ার প্রতি যত্নশীল হবেন। আর যারা নিয়মিত পড়ে তাদেরও পড়া উচিৎ। কারণ আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু খুশুখুজু সহ নামাজ আদায় করি না। ইন শা আল্লাহ্ বইটি পড়ার পর আপনি খুশুখুজু সহ নামাজ আদায় করার চেষ্টা করবেন।

অবশেষে আমার একটা অনুরোধ,,, বইটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন।

(বিঃদ্রঃ ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর লিখায় কোনো ভুল থাকলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ রইলো।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ