বই- তবে তাকাও নিজের দিকে
লেখক- লুৎফর হাসান
প্রকাশনী- কিংবদন্তী পাবলিকেশন
তুমি নাগালের সেই ড্রেনের জল দেখেই পুলকিত, যেখানে ওয়াক করে দলা দলা থুতু ফেতলে পারো অনায়াসে।
নিয়ে গেলাম পাতাভরতি গাছের অদ্ভূত সবুজ অরন্যে, তোমার গা ছনছম করে উঠলো।
কতগুলো পাখি গাইলো অনিন্দ্য গান, তুমি শুনলে না।
কতগুলো সুগন্ধি ফুল ঘ্রাণ ছড়ালো, টের পেলে না। তোমার মন পড়ে রইলো অন্য বাড়ির বারান্দায়, যেখানে হয়তো খাঁচায় ঝুলছে রুগ্ন টিয়ে, টবে ফুটে আছে মৃতপ্রায় নয়নতারা।
লেখক সম্পর্কে________________
লুৎফর হাসান এর জন্ম নবগ্রাম, গোপালপুর, টাঙ্গাইল এ । জন্ম তারিখ – ১৬ ফেব্রুয়ারি। গানের সঙ্গে লুৎফর হাসানের সর্ম্পক বেশ আগে থেকেই। অন্যদিকে গীতিকার হিসেবে যাত্রা শুরু হয়েছিল একই সময়ে , তবে, শ্রোতারা তাকে ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের মাধ্যমেই আবিস্কার করেন । একই শিরোনামে ২০১১ সালে প্রকাশিত অ্যালবামটির মাধ্যমে গায়ক লুৎফরের আত্মপ্রকাশ । তবে গানের বাইরে আরেক সত্তা লিখে যাচ্ছে নিয়মিত ভাবে। লেখালিখি নিয়ে ভাবনার কথা জানতে চাইলে বলেন " লিখে যেতে চাই অবিরাম ' এখনো পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্য ২ টি। বর্তমানে একটি মিউজিক কোম্পানির হেড অব অপারেশন্স হিসেবে দায়িত্বে আছেন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....