বই : বিপদ যখন নিয়ামাত ২
মূল : ড. ইয়াদ কুনাইবী
অনুবাদ : আবদুল্লাহ আল মাসউদ
মূল্য : ২৬৭ টাকা
আমাদের উচিত আল্লাহর কাছে দুআ করা, যেন তিনি আমাদেরকে বিপদ থেকে বের করে আনেন। আল্লাহর দেওয়া বিপদরূপী এই আসমানি চিকিৎসাকে আমরা সেই শিশুর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করব, যে জানে তার বাবা আসলে তার কল্যাণকামী। এমনটা করতে পারলে আল্লাহর প্রতি আপনার সুধারণা জন্মাবে।
আর আপনি দৃঢ়বিশ্বাস করবেন যে, আল্লাহ তাআলা আপনার জন্য যা যা নির্বাচন করেছেন, সবই কল্যাণকর। আপনি নিজের জন্য যা চাচ্ছেন, তা কল্যাণকর নাও হতে পারে। এমন হলে একমুহূর্তের জন্যও আল্লাহর প্রতি আপনার কোনো মন্দ ধারণা তৈরি হবে না। বরং বিপদের মুহূর্তে আপনি আল্লাহর কাছে ছুটে যাবেন এবং তাকে ভালোবাসবেন।
এই ব্যাপারটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আপনি ব্যথা পান এটা আল্লাহ তাআলা চান না। বরং তিনি চান আপনি যেন পবিত্র হয়ে যান। কারণ গুনাহের ঝুঁকি এবং অন্তরের কলুষতার বিপদ কত বেশি, সে সম্পর্কে তিনি খুব ভালোভাবেই অবগত।
সারকথা, বিপদে পড়লে মনে করবেন—আল্লাহ আপনাকে পবিত্র করতে চাচ্ছেন। আপনি অবশ্যই আশা করবেন, যাতে বিপদ দ্রুত কেটে যায়। তবে যদি তা দীর্ঘায়িত হয় তা হলে আল্লাহর প্রতি সুধারণা রাখুন এবং তাকে আরও বেশি করে ভালোবাসুন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....