বই: শেষ প্রহরের ডাক। বইটি কেন আপনার পড়া উচিত? review

Post ID 111554

বইঃ শেষ প্রহরের ডাক
মূল: ইমাম ইবনু আবিদ দুনিয়া রহ.
অনুবাদ: মাহদী আবদুল হালিম
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
মূদ্রিত মূল্য: ৩২৫
প্রকাশনায়: চেতনা প্রকাশন - Chetona Prokashon

অনেক দিক থেকেই বইটির গুরুত্ব অপরিসীম। বিশেষ কয়েকটি দিক নিচে উল্লেখ করছি: 


🔖রাসুল সা. সাহাবায়ে কেরাম রা. তাবেয়িন ও তাবে-তাবেয়িন থেকে উলামায়ে আসলাফের সবার কাছেই তাহাজ্জুদ নামাজের অত্যধিক গুরুত্ব ছিল। তাদের প্রত্যেকেই আমলের দিক থেকে একে অন্যকে ছাড়িয়ে গিয়েছেন, নফল ইবাদতের বেলায়ই তাদের এত গুরুত্ব ছিল যখন, তখন ফরজ ও ওয়াজিবের বেলায় তারা কতটুকু যত্নশীল ছিলেন, সেসব কথাই এখানে বলা হয়েছে। 

** এই বইটি পড়তে শুরু করার মুহূর্ত থেকে শয়তানি ওয়াসওয়াসায় নষ্ট নামাজের জন্য আপনার অনুশোচনা হতে থাকবে। আপনি তাহাজ্জুদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন, সেই সঙ্গে ফরজ নামাজ ও অন্য সব ইবাদতের ব্যাপারেও অধিক যত্নবান হয়ে উঠবেন। ইনশাআল্লাহ। 

* এই বইয়ে সবচে বেশি যে কাজটি হয়েছে তা হচ্ছে, তাহাজ্জুদের কল্যাণময়তার দিক বর্ণনা করে এর প্রতি প্রেরণাদায়ক বুযুর্গদের ঘটনাবলি ও অবস্থাদির চিত্র তুলে ধরা হয়েছে। 

* তাহাজ্জুদ নামাজে যেমন উৎসাহিত করা হয়েছে, তথাপি সীমাতিরিক্ত নফল আমল-ইবাদত পালন করে মূল ইবাদতের ক্ষেত্রে অলসতা প্রদর্শন করার ব্যাপারে সতর্কতামূলক ঘটনা ও বর্ণনা এসেছে। 

তাহাজ্জুদে বুজুর্গ মনীষীদের অনুসৃত পদ্ধতির কথা আলোচনা করা হয়েছে। যা থেকে ভারসাম্যপূর্ণ ইবাদতের পথ ও পন্থা জানা যাবে। 

review writer:- Sufiyan Ahmed💓


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ