বই: হাজার গানে♪হৃদয়ের স্বরলিপি। সম্পাদক : Tauhidul Islam book review

Post ID 111406
বই: হাজার গানে♪হৃদয়ের স্বরলিপি।
সম্পাদক : Tauhidul Islam।
মূল্য: ৬৫০/- 
পৃষ্ঠা সংখ্যা : ৫৫৭
প্রচ্ছদ : হাশেম আলী।
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স।
প্রথম প্রকাশ : ১৮ ই মে ২০১৯ ইং।

বইটি সম্পাদনা করেছেন শিল্পী তাওহীদুল ইসলাম। বগুড়ার সন্তান তাওহীদুল ইসলাম পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। "হাজার গানে হৃদয়ের স্বরলিপি" বইটি তার চতুর্থ সংগীত সংকলন।

বইটির সংক্ষিপ্ত বর্ণনা :"হাজার গানে হৃদয়ের স্বরলিপি" বইটি শিল্পী তাওহীদুল ইসলাম সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশে সংকলন করেছেন। অগনিত গান থেকে বাছাই করা সেরা গানগুলো বইটিতে স্থান পেয়েছে। এমন অসংখ্য গান আছে যা হারিয়ে যেতে বসেছে। কেননা, ইসলামী গান নিয়ে কোনো সংকলন বা গবেষণা হয়নি। সেই চিন্তা ও দায়িত্ববোধ থেকেই বইটি সংকলন করেছেন।
 সুন্দর ও নির্ভুল ভাবে গানের কথাগুলো বইটিতে তুরে ধরা হয়েছে। গানের শেষে নিচের দিকে গানের গীতিকার, সুরকার, শিল্পী এমনকি অ্যালবামের নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া বইটিতে গানগুলো হামদ, নাত,মুনাজাত, দেশের গান সহ বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। 

বইটির বিশেষত্ব : বইটিতে লেখা অধিকাংশ গানের নিচে QR CODE তৈরি করে দেয়া হয়েছে। যা তথ্য প্রযুক্তির এ যুগে যখন ইচ্ছা স্মার্ট ফোনে QR CODE  স্ক্যানার করে ইউটিউবে গিয়ে গান শুনতে পারবেন।

পাঠ প্রতিক্রিয়া : বইটি পাঠের মাধ্যমে পাঠক গানগুলো হৃদয়ের গভীরে গেঁথে নিতে পারবে। হৃদয়ে জাগরিত হবে আল্লাহ,রাসূল (সঃ),মা, দেশ, মাটি ও মানুষের প্রতি প্রেম-ভালবাসার ধারা।

কামরুল হাসান
২৭ শে জুন ২০২০ ইং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ