1️⃣
বই : হোয়ার দ্য ক্রডাড্স সিং
লেখক : ডিলিয়া ওয়েনস
অনুবাদ : রূপম আদিত্য, এম এস আই সোহান
প্রচ্ছদ : রায়হান মাহমুদ, এম এস আই সোহান
প্রকাশকাল : ১৬/৬/২০২১
মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা
নর্থ ক্যারোলাইনার উপকূলে ছোট্ট একটা জেলে গ্রাম বার্কলি কোভ। এ গ্রামের কাছেই রয়েছে বিশাল এক উপকূলীয় বিল, প্রাকৃতিক জীববৈচিত্র্য ভরা আর রহস্যে ছাওয়া। এই রহস্যেরই একটি হলো 'বিলকন্যা' কায়া।
শিশুকালেই স্বজন-পরিত্যক্ত কায়া বেড়ে উঠেছে প্রকৃতির কোলে, জলাভূমির পশুপাখির মাঝে। প্রকৃতি তাকে যতটা ভালবেসেছে, ততটাই আঘাত করেছে মানুষ। গাঁয়ের লোকজন তাকে তাচ্ছিল্য আর সন্দেহের চোখে দেখেই অভ্যস্ত। তাই গ্রামের সবচেয়ে বড়লোক পরিবারের বখাটে ছেলে চেজ অ্যানড্রুজ বিলের মাঝে রহস্যময়ভাবে মারা গেলে গোটা গ্রামের সন্দেহ এসে পড়ে কায়ার ওপরেই।
কিন্তু কায়া শুধুই অশিক্ষিত, ভবঘুরে এক বিলের বাসিন্দা নয়। প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সে নিজেকে গড়ে তুলেছে অনন্যসাধারণ এক প্রকৃতিবিজ্ঞানী হিসেবে। সবাই একে একে তাকে ত্যাগ করে গেলেও সে কখনও দমে যায়নি, কখনও হাল ছাড়েনি। গোটা গল্পটি তাই আমাদের শেষ পর্যন্ত কায়াকে দেখায় অন্য এক আলোতে; যেখানে প্রাকৃতিক বুনো জগত আর আধুনিক মানুষের জগৎ মুখোমুখি হয়েছে। রহস্য, বন্যতা, সভ্যতা, নিঃসঙ্গতা, বেঁচে থাকার লড়াই এবং সঙ্গী খোঁজার বাসনা- সবই উঠে এসেছে ডিলিয়া ওয়েনসের এ বইটিতে।
2️⃣
বই : ডাইভারজেন্ট divergence most popular book review with upcoming pdf.
লেখক : ভেরোনিকা রথ
অনুবাদ : শোভন নবী
প্রকাশনা :নয়া উদ্যোগ
প্রচ্ছদ : লর্ড জুলিয়ান
প্রকাশকাল : ১৬/৬/২০২১
মুদ্রিত মূল্য : ৪৫০টাকা
ডিস্টোপিয়ান এক শিকাগো শহর যেখানে নাগরিকরা পাঁচটি গোত্রে বিভক্ত। পরোপকারী অ্যাবনেগেশন, সাহসী ডন্টলেস, জ্ঞানপিপাসু ইরুডাইট, সত্যবাদী ক্যান্ডর আর শান্তিপ্রিয় অ্যামিটি। এই শহরেরই অ্যাবনেগেশন গোত্রের এক কিশোরী বিয়াট্রিস প্রায়র। বয়স ষোল হতেই সামাজিক নিয়মানুসারে তাকে পাচটি গোত্রের একটা বেছে নিতে হবে। বাছাই পরীক্ষা দিতে গিয়ে জানতে পারল সে একজন ডাইভারজেন্ট। যা হবার একটাই শাস্তি, মৃত্যু। সে বেছে নিল ডন্টলেসকে। শুরু হল কঠোর প্রবেশিকা প্রশিক্ষণ। নিজেকে খুঁজতে গিয়ে আরও হারিয়ে ফেলতে শুরু করল সে। জীবনে প্রেম এল। একদিকে গোত্রগুলোর মধ্যে ডাইভারজেন্টদের ধরার জন্য অনুসন্ধান চালানো হচ্ছে আরেকদিকে শহরে দানা বাধছে সরকারের বিরুদ্ধে অসন্তোষ। বিয়াট্রিস কি প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন করে ডন্টলেসের সদস্য হতে পারবে? আসন্ন বিপদ থেকে কি সে নিজেকে আর তার প্রিয়জনদের রক্ষা করতে পারবে? আর এই ডাইভারজেন্ট কি বা কারা? কেন ওদের হত্যা করতে খুঁজে বেড়াচ্ছে গোত্রের নেতারা? বিয়াট্রিস ধরা পড়বে না তো?
3️⃣
বই : ট্রু গ্রিট
লেখক : চার্লস পোর্টিস
অনুবাদ : খালেদ নকীব
প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন
প্রকাশক : নয়া উদ্যোগ পাবলিকেশন্স
প্রকাশকাল : ১৬/৬/২০২১
মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা
নিজের কর্মচারী টম চেনির হাতে খুন হয়েছে ফ্র্যাঙ্ক রস।আকস্মিক এই দুর্ঘটনায় শোকে মুহ্যমান মিসেস রস।ভাইবোনদুটোও খুব ছোট। বাধ্য হয়ে বাবার লাশ আনতে আরকানসাসে হাজির হল চোদ্দ বছরের কিশোরী ম্যাটি রস। বিস্মিত হল আইনের উদাসীনতায়।বাধ্য হয়ে হায়ার করল কুখ্যাত রুস্টার কগবার্নকে।যার অভিধানে ভয়-ডর বলে কোন শব্দ নেই। মঞ্চে হাজির হল আরও একজন-লেবাফ, সেও খুঁজছে সিনেটরের খুনি টম চেনি ওরফে চেমসফোর্ডকে। তলে তলে ঘোঁট পাকালো লেবাফ আর রুস্টার।
তবে হাল ছাড়ার পাত্রী না ম্যাটি রস। পিছু নিল দুই ম্যানহান্টারের।
4️⃣
বই : দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস
book:-the licence of the lambs.
লেখক : টমাস হ্যারিস
অনুবাদ : আমিনা মীম, এম এস আই সোহান
প্রচ্ছদ : লর্ড জুলিয়ান
মুদ্রিত মূল্যঃ৪০০ টাকা
প্রকাশনী : নয়া উদ্যোগ
প্রকাশকাল : ১৬/৬/২০২১
“শিয়াল যখন খরগোশের চিৎকার শুনতে পায়, তখন সে ছুটে আসে, কিন্তু সাহায্য করার উদ্দেশ্যে নয়।”
একের পর এক বীভৎসভাবে খুন হয়েছে পাঁচজন যুবতী। খুনি এক অজ্ঞাতনামা সিরিয়াল কিলার, ছদ্মনাম বাফালো বিল। দক্ষতার সাথে এফবিআইকে ফাঁকি দিয়ে খুনের ধারা অব্যাহত রেখে চলেছে। এরই মাঝে এফবিআই এজেন্ট, জ্যাক ক্রফোর্ড ইন্টারভিউয়ের ছলে বিলের তথ্য নেবার জন্য শিক্ষানবিশ ক্লারিস স্টারলিংকে পাঠায় ডক্টর হানিবাল লেকটারের কাছে। প্রচণ্ড প্রতিভাধর ও দুর্বোধ্য এই নরখাদক সাইকিয়াট্রিস্ট ৯ খুনের দায়ে বন্দি। কোনো এক অজানা কারণে সে স্টারলিংয়ের প্রতি আগ্রহী হয়ে পড়ে। সম্মত হয় স্টারলিংয়ের ব্যক্তিগত তথ্যের বিনিময়ে বাফালো বিলের পরিচয় উদঘাটন করতে।
কিন্তু লেকটারের আসল উদ্দেশ্য ঠাহর করা প্রায় অসম্ভব। সে কি আসলেই বিলকে ধরতে সাহায্য করবে? না-কি নিজের স্বার্থই চরিতার্থ করার কোনো ভয়ানক জাল বুনছে? বাফালো বিলকে ধরতে মরিয়া ক্লারিস কি লেকটারেরই মারাত্মক ফাঁদে আটকে যাবে? না-কি সেখান থেকেই সে খুঁজে পাবে নিজের অতীত থেকে মুক্তির পথ?
বি.দ্র. প্রি-অর্ডার করতে পারবেন রকমারি, বিবিধ, বুক স্ট্রিট, বাংলাবাজার বুকস,
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....