[ইলম ও আমলের সমন্বয়]
-
নতুন বই সংগ্রহ করা আমার অনেকটা নেশার মত।তাই যখনই দেখি কোন নতুন বই প্রকাশিত হতে যাচ্ছে তা প্রি-অর্ডার করে রাখি।গত মাসে বেশ কয়েকটি বই প্রি-অর্ডার করি।মাকতাবাতুস সুন্নাহ'র "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবিদের চোখে আমলি যিন্দেগি" সমকানীনের ইমাম সিরিজসহ আরো বেশ কয়েকটি বই।
তবে প্রি-অর্ডারের সময়ই "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবিদের চোখে আমলি যিন্দেগি" এই বইটির প্রতি আগ্রহ ছিলো বেশামাল।
এর কারণ হলো,বইটির লেখক হিজরি পঞ্চম শতাব্দীর বিখ্যাত আলিম ইমাম আবু বকর খতিব আল-বাগদাদি রাহিমাহুল্লাহ।তিনি ইহকাল ত্যাগ করেন ৪৬৩ হিজরিতে।বহু আগের মানুষ তিনি।
তিনি ঐতিহাসিক "তারিখে বাগদাদ"সহ আরো বহু কালজয়ী গ্রন্থ রচনা করেছেন।তাঁর লেখা প্রতিটি বই বিশাল বিশাল।শুধু তারিখে বাগদাদই কেউ অধ্যায়ন শুরু করলে কয়েক বছর লাগবে তা শেষ করতে।যাই হোক ইমাম আবু বকর খতিব আল-বাগদাদির পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।
ইলমের জগতে পুরো বিশ্বে তিনি এক আলোর মিনার।এমন কোন গবেষক পাওয়া যাবে না যিনি খতিব আলবাগদাদির কিতাব পড়া ছাড়া গবেষক হয়েছেন।তাই যখন দেখলাম "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবিদের চোখে আমলি যিন্দেগি" বইটির লেখক খতিব আলবাগদাদি তখন বইটির হাতে পাওয়ার অপেক্ষাটা ছিলো অসহ্যকর।
কিছুতেই সহ্য করতে পারছিলাম অপেক্ষা।মাকতাবাতুস সুন্নাহ'র অফিসিয়াল ফোন নাম্বারে দুইদিন পরপরই ফোন করে জানতে চাইতাম ভাই বইটি কবে আসছে?
-
মূল কথায় আসি,বইটি হাতে পাই গত ০৪/০৭/২০২০ঈ.তারিখে।হাতে পেয়েই বইটি প্রথমে বুকে জড়িয়ে ধরি।এতো বড় একজন লেখকের বই আমার হাতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না।বাংলাদেশে এই প্রথম ইমাম খতিব আলবাগদাদির কোন বই বাংলায় অনুবাদ হয়েছে।প্যাকেটটি খোলতেই বইটির বাহ্যিকতা আমার হৃদয় ছুয়েছে। বড় করে লেখা "খতিব আলবাগদাদি রাহিমাহুল্লাহ"।
মখমল ছোঁয়ায় বইটির ভিতরের পেইজ খুলি।ভিন্ন এক অনুভূতি নিয়ে।কয়েকটি পৃষ্ঠা উল্টাতেই নজরে আসে লেখকের ভূমিকা।ভূমিকটি পড়লাম মনযোগ দিয়ে।ভূমিকটি পড়ে ভিতরে একটি ভয় কাজ করতে শুরু করলো।সত্যি আমি যা জানি তা অনুযায়ী কি আদৌ আমল করি?
তাহলে আমার এ ইলম তো হাশরের মাঠে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে।আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবেন তুমি তোমার অর্জিত ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? তখন আমার জবাব কি হবে?
-
হৃদয়ে এই ভয়টি নিয়েই ইমাম খতিব আলবাগদাদির ভূমিকাটি শেষ করে মূল বই পড়তে শুরু করি।বইটির কিছু অংশ পড়ার পর আমি সত্যিই বোধ হারিয়ে ফেলি।কুরআন-হাদিস,সাহাবি,তাবেঈ,ইমাম, ফকিহ ও মুজতাহিদগণের কাছে আমলি যিন্দেগির গুরুত্ব আসলে কতটা তীব্র ছিলো।আর আমাদের কাছে এখন আমলি যিন্দেগির কোন গুরুত্বই নেই বললে চলে।
-
বইটিতে ইমাম খতিব আলবাগদাদিব কুরআন-হাদিস,সাহাবি,তাবেঈ, ইমাম,ফকিহ ও মুজতাহিদগণের কাছে আমলি যিন্দেগির কতটা গুরুত্ব ছিলো তা চমৎমকারভাবে ফুটিয়ে তুলেছেন।আমি মনে করি বাংলাদের প্রতিটি ঘরে ঘরে বইটি তালিম হওয়া প্রয়োজন।কারণ আমরা বর্তমানে সবাই কিছু না কিছু জানি।কিন্তু আমলের বেলায়ই সবার দুর্বলতা।অথচ ইলম অর্জনের চাহিদাই হল আমল।
-
এমন একটি সময়ের সেরা বই পাঠককে উপহার দেওয়ার জন্য মাকতাবাতুস সুন্নাহ কর্তৃপক্ষকে অসংখ্য শুলরিয়া।আশা করছি আপনারা এমন আরো বহু বই আমাদেরকে উপহার দিবেন।আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমলি যিন্দেগির তাওফিক দান করুন।আমিন।
-
মুদ্রিতমূল্য ৫৯৮ ৳
৫০% ছাড়ে বিক্রয়মূল্য ২৯৫ ৳
-
প্রকাশনী
মাকতাবাতুস সুন্নাহ Maktabatus sunnah.
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....