বইঃ মালামিহু ফিত তাজউইদ মালামিহু ফিত তাজউইদ (তাজউইদের ইতিহাস, ঐতিহ্য, ক্রমবিকাশ ও বিস্তারিত আহকাম ) book review with upcoming pdf

Post ID 111554
বইঃ মালামিহু ফিত তাজউইদ
লেখকঃ আব্দুল্লাহ ইবনে জাফর।
তাজউইদের ইতিহাস, ঐতিহ্য, ক্রমবিকাশ, ও বিস্তারিত আহকাম।

আজ পর্যন্ত কোনো বই এর প্রকাশনীর জন্য এতটা অপেক্ষা করিনি আমি। ইনবাত এডুকেশনের "তাজইউদ শর্ট কোর্স" টা করার সময় উস্তায বলেছিলেন সামনে লং কোর্স আছে আর উস্তাযের একটা বইও বের হবে তাজউইদ নিয়ে। সেই থেকে শুরু হলো অপেক্ষা। এরপর শুনলাম "একুশে বইমেলা ২০২১" এ প্রকাশিত হতে যাচ্ছে বইটি। তখন ভাবলাম আমার অপেক্ষার প্রহর বুঝি এবার শেষ হলো। কিন্তু তাও প্রকাশিত হতে হতে এতদিন। যেদিন জানানো হলো প্রি অর্ডার নেওয়া হচ্ছে অতি উৎসাহে দুইবার অর্ডার করে ফেলি। পরে ইনবাত পাবলিকেশন থেকে কল করে কনফার্ম হয়েছেন ওনারা যে আমার আসলে কয়টা বই চাই। এত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বইটি আমার হাতে ভাবতেই কেমন জানি খুশিতে অন্যরকম লাগছে।

বাইরে থেকে বইয়ের লুক টা এককথায় অসাধারণ হয়েছে। আশা করি যে কেউ এই ব্যাপার এ একমত পোষণ করবে।

তারপর বইটি খুলতেই ভেতরে প্রথমেই "কে অনুপ্রেরণা জোগালো?" অংশটুকু পড়ে চোখ আর মন ওখানেই আটকে যায়। তাদের জন্য দোয়া আর নিজের এমন কারো অনুপ্রেরণাকারী হওয়ার একটা তীব্র ইচ্ছা ভর করে। (আল্লাহ কবুল করুন)

এরপর বইয়ের ভেতরে ঢুকে সংকলকের কথাসহ একটানা কয়েকটি দারস পড়ে ফেললাম। মা শা আল্লাহ অসম্ভব সুন্দর। তাজউইদ শাস্ত্রের ইতিহাস মুসলিম হিসেবে আমাদের জন্য জানা আবশ্যক মনে হয়েছে।এইটুকু বেসিক ধারণা থাকা বা রাখা প্রত্যেক মুসলমান এর দায়িত্বের মধ্যেই পড়ে বলে মনে করছি। আর সবচেয়ে বড় কথা এর আগে তাজউইদ শিখেছি মুখে মুখে। অনেককিছুই বাদ পড়ে যেত পড়ার শেষে। অথবা ভুলে যেতাম শেষ পর্যন্ত।  এখন সবকিছু আমার কাছে অত্যন্ত সুন্দর ভাবে নোট করা আছে ভাবতেই ভালো লাগছে। ভিতরের মাখরাজের কালার করা ছবিগুলো মাখরাজ শুধুমাত্র মুখস্থের বদলে বুঝে শুনে সঠিক জায়গা থেকে সঠিক উচ্চারণে সর্বোচ্চ সহায়ক হবে বলে মনে করছি। 

তাছাড়া আমাদের দেশে মক্তবগুলোতে আমাদেরকে মাখরাজটা মোটামুটি আয়ত্ত করালেও সিফাত নিয়ে গুরুত্ব কমই দিয়ে থাকে (নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি)। সেই সিফাতের বিস্তারিত বর্ণনা টা অনেক বেশি সুন্দর করে বইটিতে উপস্থাপন করা হয়েছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত প্রশংসনীয় পার্ট লেগেছে বাইটির (আমার কাছে ব্যক্তিগতভাবে)। বইয়ের গুণাবলিগুলো বলে তো শেষ করতে পারব না আমি।

এক কথায় বলতে গেলে অসাধারণ একটা প্যাকেজ বইটি৷ একজন বাঙালী  মুসলিম, যে পরবর্তীতে আল্লাহর কালাম তার বান্দাদেরকে শিখানোর ইচ্ছা রাখে সওয়াবের আশায় তার জন্য অবশ্যই বইটি নিজের সংগ্রহে রাখা বাধ্যতামূলক ই বলব। কারণ এত সুন্দর করে ইতিহাস থেকে শুরু করে প্রতিটি আহকামের বর্ণনাসহ বাংলা ভাষায় এমন দ্বিতীয় আরেকটি বই আছে বলে মনে হয় না। আল্লাহ এই বইটির সাথে জড়িত সকলকেই দুনিয়া ও আখিরাতে এর উত্তম প্রতিদান দান করুন। আমিন।

মালামিহু ফিত তাজউইদ (তাজউইদের ইতিহাস, ঐতিহ্য, ক্রমবিকাশ ও বিস্তারিত আহকাম) 

review credit:-💞 Rabeya Akter.
customize by :- boipaw.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ