বই: সুখের চিলেকোঠা, যে কারণে বইটি আপনার পড়া উচিত! (book review)

Post ID 111575
বই: সুখের চিলেকোঠা 
লেখক: জাহিদুল ইসলাম 
জনরা: ইসলামিক অনুপ্রেরণা মূলক গল্প 
প্রকাশনী: আল হাদী প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
মুদ্রিত মূল্য: ৩৪০৳
review credit:-💞Atif Adnan.


লেখক পরিচিতি,
জাহিদ বিন গোলাম মোস্তফা। জন্ম ঢাকা জেলার দোহার থানায় ১৯৯৮ ঈসাব্দের ১৫ আগস্ট। অধ্যয়ন করছেন স্নাতকোত্তর হাদিস বিভাগ (তাকমিল); জামিয়া আশরাফিয়া আমলা পাড়া, নারায়ণগঞ্জ।

বইয়ের সার সংক্ষেপ;
প্রতিটি বিষয় সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য প্রয়োজন হয় কিছু বিধিনিষেধ ও নিয়মকানুনের।
আরো প্রয়োজন হয় নির্ধারিত একটি কাঠামোর। 
সেই কাঠামো যা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয়। যেগুলোর বিবরণ দেওয়া হয়েছে কুরআন শরিফে । আর সেগুলো আলম করে শিখিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 

অনেক সময়ই আমরা রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিখিয়ে দেওয়া সেই সুন্নাতগুলোর কথা ভুলে যাই। পাশে থেকে কেউ যখন আমলগুলোর কথা মনে করিয়ে দেয় তখন অনেকটা আগ্রহ-উৎসাহের সাথেই সেগুলো আদায় করি।

সুখের চিলেকোঠা; এমনি এক ছোট্ট কাগুজে ঘর, যাকে সাজানো হয়েছে এক ভিন্নধর্মী দাম্পত্য জীবনের গল্প দিয়ে।
যে দম্পতি আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের অর্ধেক পূরণের লক্ষ্যে একে-অপরকে ছোট-বড় আমল ও সুন্নাতগুলো মনে করিয়ে দেওয়ার মাধ্যমে নিজেদের ছোট্ট চিলেকোঠাকে জান্নাতী এক নীড় বানানোর প্রচেষ্টায় লেগে থাকেন।
যাদের বন্ধনের সূচনা হয় উমরার সফরে আল্লাহর ঘর বাইতুল্লায়।
আশিকের বোন মাহিরা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করলেও পর্দার ব্যাপারে সে বেশ সচেতন। 
মাহিরাকে দেখে প্রভাবিত হয়ে দ্বীনের পথে আসে অদের ক্যাম্পাসের অধরা নামে এক জুনিয়র। শুরু হয় অধরার জীবনে নতুন সংগ্রাম। পরিবার, টিচার, ফ্রেন্ডের কটুকথা ও অনেক বাঁধা, ঝড় পেরিয়ে সে স্থীর থাকে দ্বীনের পথে। 

গল্পের বাঁকে বাঁকে রোপণ করা হয়েছে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, কুরআনে বর্ণিত আয়াত ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু বিষয়। যা গল্পের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। 
এছাড়াও বস্তুবাদী সমাজের বিপরীতে ইসলামের সাম্য-অধিকার, মর্যাদা ও সৌন্দর্য লেখনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

পাঠ অনুভূতি:
বইটি পড়া শেষে অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে। জানতে পেরেছি অনেক কিছু। এখন ইচ্ছে করছে গল্পের চরিত্র আশিকের মতো হতে। 

বইটি কেনো পড়বেন? 
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো যা রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলম করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা অনেকেই তা জানি না। বইটিতে গল্পের ছলে সেগুলো উপস্থাপন করা হয়েছে। ইসলামি পটভুমি উপর নির্মিত এই বইয়ের লেখনী ছিল অসাধারণ। কুরআন -হাদিসের আয়াতগুলো লেখনীকে আরো পূর্ণ করেছে। সহজে দৈনন্দিনের আমলগুলো জানার জন্য প্র‍্যাক্টিসিং মুসলিম হিসেবে সকলেরই বইটি পড়া উচিৎ বলে মনে করি।

ভালোলাগা:
গল্পটা সত্যিই ভিন্নধর্মী। আশিকের ইচ্ছে+স্বপ্ন মক্কায় গিয়ে বাইতুল্লায় বিয়ে করা। গল্পের এই প্লটটা সবথেকে বেশি ভালো লেগেছে ও মুগ্ধ করেছে। আর গল্পের উপস্থাপন ছিল দারুণ, সহজ সাবলীল শব্দে। 
 সচারাচর এমন গল্প কখনো পড়িনি। শুনিও নি।
সবার এমন ইচ্ছে থাকুক। বাস্তবায়ন করার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীন। 

মন্দ লাগা:
খারাপ লাগা বলতে তেমন কিছু পাইনি। লেখকের প্রথম বই হিসেবে অসাধারণ লিখেছেন। লেখনীর মাধ্যমে লেখক নিজের সুন্দর মনোভাব ফুটিয়ে তুলেছেন। বইটিতে বানানরীতি একটু এদিক-সেদিক হয়েছে। এটা হয়তো সম্পাদনা বা প্রুফ রিডারের বেখেয়ালির জন্য। তবে গল্পগ্রন্থ হিসেবে এই বিষয় টা হয়তো ধর্তব্য নয়।

বই থেকে ভালোলাগার কবিতা।

ইচ্ছে করে

                                  আমার 
ইচ্ছে করে তার আলতো ছোঁয়ায় সকালের ঘুম ভাঙতে,
তার হাতে পাঞ্জাবি পরে ফজরের জামাতে যেতে।

                                  আমার 
ইচ্ছে করে ফজরের পর তার কণ্ঠে তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে হারিয়ে যেতে।
খুব ইচ্ছে করে তার হাতের কফি পানে ধন্য হতে,
তার হাতে হাত রেখে সকালটা'কে পাড়ি দিতে।

                                 আমার
ইচ্ছে করে তার স্পর্শে ধ্যান ভাঙতে,
ইচ্ছে করে তার হাসি দেখে তৃপ্ত হতে।
ইচ্ছে করে তার খুনশুটিতে তিষ্ট হয়ে জড়িয়ে ধরে তার সব
মান-অভিমান ভেঙে দিতে।

                                  আমার 
ইচ্ছে করে তার কষ্টগুলো মুছে দিতে।
ইচ্ছে করে তার মুখের স্নিগ্ধ হাসির কারণ হতে।
ইচ্ছে করে দিন শেষে তার মুখে হাসি ফুটাতে, 
ইচ্ছে করে তার পাগলামিতে পাগল হতে।

                                 আমার 
ইচ্ছে করে তার চোখে চোখ রেখে চাঁদ দেখতে,
ইচ্ছে করে চাঁদটি এনে তার কপালে পরিয়ে দিতে।
যেতে ইচ্ছে করে তাকে সাথে নিয়ে কাবার পানে তাওয়াফেতে।
হাতে হাত রেখে যাবো মোরা জান্নাতে।

লেখকের উদ্দেশ্যে...
সুখের চিলেকোঠা, অসাধারণ লেখনী। এক কথায় উপস্থাপন ভঙ্গি ছিল দারুণ। আপনার পরবর্তী বইয়ের অপেক্ষায়। আশা করি সেটা আরো ভালো ও পাঠক সমাজের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। 

বই হোক সবার নিত্যদিনের সঙ্গী। যে বই সুস্থ মনমানসিকতা গঠনে সহায়ক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ