বইঃ ওরিয়েন্টালিজম প্রথম পাঠ। (book review)

Post ID 111578
বইঃ ওরিয়েন্টালিজম প্রথম পাঠ। 
মূলঃ ড. মুস্তফা সিবাঈ।   
ভূমিকা ও ভাবান্তরঃ কামরুল হাসান নকীব। 
প্রচ্ছদঃ আবদুল্লাহ মারুফ রুসাফী। 
মুদ্রিতমূল্যঃ ১২০ টাকা মাত্র। 
প্রকাশনায়ঃ মুভমেন্ট পাবলিকেশন্স
✍️review credit:-💞Turfa Firoja
 

ওরিয়েন্টালিজম ইসলাম ও মুসলিম সম্পর্কিত যাবতীয় জ্ঞানপরিসরকে নিয়ন্ত্রণ করে। 
পৃথিবীতে পশ্চিমের সাম্রাজ্য ও ক্ষমতার বলয়কে মজবুত করার একটি প্রকল্প হলো প্রাচ্যতত্ত্ব বা ওরিয়েন্টালিজম। সারা পৃথিবীজুড়ে মুসলিম —
অমুসলিম সকলেই এই তত্ত্বের মাধ্যমে পশ্চিমের মানসিক দাসে পরিনত হয়েছে। পৃথিবী পশ্চিম নয়তো পশ্চিমেতর। এই দুইয়ের বাইরে প্রাচ্যের কোনো সত্য ও তথ্যকে বিকৃত করে সারা পৃথিবীতে প্রাচ্যকে অবান্তর অাস্তিত্বের অধিকারী বানানো হয়েছে। 

ওরিয়েন্টালিজম ইসলাম ও মুসলিম সম্পর্কিত যাবতীয় জ্ঞানপরিসরকে নিয়ন্ত্রণ করে। একজন মুসলিম ইসলামকে কেমন করে দেখবে সেটাও সে নিয়ন্ত্রণ করে। একজন অমুসলিম ইসলাম নিয়ে কি ভাববে, সেটা নিয়ন্ত্রণের দায়িত্বও তার কাঁধেই। পশ্চিম শব্দটি তাই এখন আর কোনো অঞ্চলভিত্তিক ভৌগোলিক পরিচয় প্রদান করে না। এখন এটি একটি আদর্শিক পরিচয়। এই আধিপত্যবাদী নারকীয় আদর্শকে বুঝতে হলে ওরিয়েন্টালিজম কে জানা আবশ্যক। বর্তমান পৃথিবীকে বোঝা তখন আমাদের জন্য সহজ হবে। কারণ প্রাচ্যতত্ত্বের হাত ধরেই পরবর্তী পৃথিবীতে জম্ম নিয়েছে বিপুল বিপর্য। ইসলামোফোবিয়া তার একটি। 

ড. মুস্তফা সিবাঈ ওরিয়েন্টালিজমের এই সুক্ষ্ম ও বহুমাত্রিক পরিচয়কে আমাদের জন্য তুলে ধরেছেন সহজ ও সাবলীল বর্ণনায়। মোচন করেছেন আমাদের জ্ঞান ও জগতের অবারিত অন্ধকার। 

বইটিতে আলোকপাত করা হয়েছে, প্রাচ্যতত্ত্ব ও তার ইতিহাস, পরিধি। প্রাচ্যতত্ত্বের উদ্দেশ্য, অপেক্ষাকৃত বিধ্বংসী আধুনিক প্রাচ্যতাত্ত্বিকদের  নাম ও তাদের উল্লেখযোগ্য রচনাবলি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। 

ইতিহাস, জানা, অজানা তথ্য নিয়ে, সিবাঈ’র এই বই বাংলা ভাষায় এক অনন্য ও অপরিহার্য সংযোজন।      

নিজে ওরিয়েন্টালিজম সম্পর্কে জানুন অপরকে জানান।   


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ