বইঃ দ্যা পিরামিড, লেখক ইসমাইল কাদেরী, অনুবাদ:- রাফিক হারিরি

হ্যালো ফ্রেন্ডস..! কেমন আছেন সবাই? আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে "পিরামিড"পিরামিড নাম কি শোনেননি এমন বৃদ্ধ থেকে ইয়াং জেনারেশন মানুষ খুব কমই আছে বলে আমি মনে করি। বিশেষ করে যারা সৌদি আরব বা আরব আমিরাতের খোঁজ-খবর রাখেন তারা তো অবশ্যই জানেন। কিন্তু এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানেন খুব কম মানুষই অবগত আছেন। এ পিরামিড কিভাবে আসলো? কারা তৈরি করল এবং কেন করল এর পিছনে রয়েছে বিশাল ইতিহাস। যাই হোক এক নজরে দ্য পিরামিড (ম্যান বুকার পুরস্কার) বইটির সংক্ষিপ্ত প্রোফাইল দেখে নেয়া যাক... বই:- দ্য পিরামিড (ম্যান বুকার পুরস্কার) লেখক:- ইসমাইল কাদারে, অনুবাদ করেছেন:- রাফিক হারিরি। প্রকাশনা:- রোদেলা প্রকাশনী। পৃষ্ঠাসংখ্যা:- ১২৭ প্রথম প্রকাশিত:- ২০০৯. বইয়ের ক্যাটাগরি:- উপন্যাস। ইসমাইল কাদেরে, তার অনবদ্য এই উপন্যাসটি আলবেনিয়ান ভাষায় রচনা করেছেন। এবং সেখানে তিনি আলবেনিয়ান ভাষা ব্যতীত একটি বিদেশি শব্দও ব্যবহার করেননি। তার মাধ্যমে আলবেনিয়ান ভাষাকে তিনি সমৃদ্ধ করেছেন। যার কারণে "নিউইয়র্ক টাইমস" তাদের পত্রিকায় উল্লেখ করেন, সমসাময়িক সন্দেহাতীতভাবে একটি স্বৈরশাসনকে প্রত...