ছোটদের স্পোকেন ইংলিশ লেখক:- উম্মে মাইসুন

Post ID 00001
প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুব ছোট্ট একটি মিষ্টি মেয়ের লেখা। ছোটদের স্পোকেন ইংলিশ। এবং বইটি লিখেছেন উম্মে মাইসুন নামে একজন খুদে ব্লগার। বইটি সে তার দাদু, নানা ও নানু কে উৎসর্গ করে লিখেছে।


এ সম্পর্কে ছোট্ট ধারণা__
  • বইয়ের নাম:- Chotoder Spoken English
  • বইটি লিখেছেন:- Umme Maisun
  • বইটির প্রকাশনা:- Adarsha
  • বইয়ের কোয়ালিটি:- Paperback
  • প্রথম প্রকাশ:- 1st Published, 2021
  • Country Banglades
  • Language English

বইটিতে কি কি থাকছে?
হ্যাঁ এখন আমরা দেখব এই বইটি আপনি কেন পড়বেন এবং বইটি পড়লে আপনার বাচ্চারা কি কি শিখতে পারবে এই বইটি থেকে।

১/প্রথমত এই বইটি পড়লে একটি বাচ্চা ইংরেজিতে নিজের পরিচয় দিতে পারবে।

২/ইংরেজি অক্ষর গুলো সঠিকভাবে উচ্চারণ করতে শিখবে। এবং আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা অনেকে অনার্স মাস্টার্স শেষ করে ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করতে পারিনা। তার মানে একটু বাচ্চান যখন তার ছোট বয়সেই ইংরেজি অক্ষর গুলো সঠিকভাবে উচ্চারণ করতে শিখবে তাহলে বড় হওয়ার পর তার আর প্রোনানসিয়েশন নিয়ে ভুগতে হবে না।

৩/তৃতীয় এবং চতুর্থ যে বিষয়গুলো জানতে পারবে তাহলো, ঘুম থেকে জেগে সে কিভাবে কথা বলা যায় এবং স্কুলে যাওয়া ও আসার সময় কিভাবে ইংরেজিতে খুব সাবলীল ভাবে কথা বলতে হয় সেই জিনিস গুলো শিখতে পারবে।

৪/ইংরেজিতে সাত দিন থেকে 12 মাসের নাম থাকবে। Example is that, Saturday, Sunday, Monday, and January, February, March etc.

৫/এই জায়গাটাতে শিখবে, ইংরেজিতে সবগুলো ফলের নাম এবং কোন প্রাণীর কী নাম? সঠিকভাবে কিভাবে উচ্চারণ করতে হয়? এই বিষয়গুলো। ছাড়াও শাকসবজির বিষয়গুলোতে থাকছেই।

৬/আত্মীয়দেরকে কিভাবে অভিবাদন করতে হয়। কার সাথে কিভাবে কথা বলতে হয় তাকে কি নামে ডাকতে হয় অর্থাৎ আত্মীয়-স্বজনদের সাথে বাপ পাড়া প্রতিবেশীদের সাথে আমাদের আচার-আচরণ কিভাবে হবে সেই বিষয়গুলো ইংরেজিতে খুব সহজেই জানতে পারবে।

৭/জন্মদিনের আসা হয় প্রতিনিধিদের সঙ্গে কিভাবে সাবলীল ভাবে কথা বলবে এবং সেটা সম্পূর্ণ ইংরেজিতে।

৮/এই জায়গাটাতে খুব মজার একটি বিষয় না বললেই নয় এবং সেটি হল Google assistant, আপনারা জানেন যে বর্তমান যুগ হলো প্রযুক্তি এবং প্রতিযোগিতার যুগ। এখানে আপনি বা আপনার বাচ্চা কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাথে কথা বলবে তাকে প্রশ্ন করবে তার সাথে গল্প করবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ্য করা আছে।

যেমন আমি যখন গুগোল কে প্রশ্ন করি, hey Google, এর প্রতি উত্তরে গুগোল আমাকে বলবে। হ্যালো আমি গুগল আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? তখন আমি যদি গুগলকে বলি যে হে গুগোল আমার আম্মুকে কল দাও তখন সে আমার আঙ্গুলের টাচ স্ক্রিনে পড়ার আগেই সে আমার আম্মুর নাম্বারটি বের করে তাকে কল দিয়ে দিবে। অর্থাৎ আপনার আম্মুকে কল দেয়ার জন্য আপনার ফোনের অল ইন এ গিয়ে আম্মুর নাম্বার বের করে ডায়াল করতে হবে না।
সুতরাং বুঝতেই পারতেছেন এ বিষয়টি খুবই এক্সাইটেড।

৯/ বৃষ্টির শব্দ দিয়ে কিভাবে একটি বাক্য তৈরি করতে হয় সেই বিষয়গুলো থাকবে এবং ইংরেজি দক্ষতা বাড়াতে চারটি উপায় এই বইতে বলা আছে সুতরাং বুঝতেই পারছেন এই দুইটি আপনার বাচ্চাটির জন্য কতটা উপযোগী।

১০/এবং যাদের কিনা ON, At এবং In কোথায় কিভাবে বসবে কোনটির ব্যবহার কিভাবে? এগুলো নিয়ে আর কখনো কনফিউশন  থাকবে না।

১১/ সবশেষে কার্টুন এর মাধ্যমে বিভেদের ইংরেজি দক্ষতা বাড়ানো যায় সেই বিষয়টি নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে।
তাই এই অধ্যায়ের নাম দেয়া হয়েছে,
কার্টুনে বাড়বে ইংরেজি দক্ষতা।

মাইসুন যেভাবে ইংরেজি শিখলো_
উম্মে মাইসুন তার বইয়ে উল্লেখ করেছে যে, একটা সময় সে কোন ইংরেজি জানতো না। তারপর হঠাৎ তার বাবা কাজের জন্য বাসায় ইন্টারনেট সংযোগ আনে। ওয়াইফাই চালু করে। তারপর সে ইউটিউবে ঢুকে বিভিন্ন খেলনার ভিডিও দেখতে এবং সেগুলো ছিল ইংরেজিতে। দেখতে দেখতে এক সময় তার প্রায় ইংরেজি শব্দ মুখস্থ হয়ে গিয়েছিল।

এছাড়াও তার দুটি খালাতো ভাই ও বোন আমেরিকাতে থাকে তারা প্রতিবছর বাংলাদেশে আসে। সে যখন তাঁর কাজিনদের সাথে খেলাধুলা করতে যেত তখন তাদের প্রায় কথা বুঝতে পারত না তাই তাই খেলাটাও কতটা যমতো না। একসময় এই বিষয়টা তার মনে জেদ চেপে বসা এবং সে ইংরেজি শেখা শুরু করে। এভাবেই শুরু হয়েছিল উম্মে মাইসুন এর ইংরেজি শেখা।

বইটির লেখিকা সম্পর্কে__
বইটি লেখিকার সম্পর্কে যদি জানতে চান তাহলে ছোট্ট করে বলা যায়,
তার নাম উম্মে মাইসুম। ছোটবেলা থেকেই  ইংরেজী প্রতি অনেক আকর্ষণ ছিল তার তাই সে ফেসবুক এবং ইউটিউব এ ছোটদের ইংরেজি সহজে ইংরেজি শেখার কৌশল নিয়ে ভিডিও তৈরি করে।
সে একজন চতুর্থ শ্রেণীর ছাত্রী, একজন ভিডিও ব্লগার এবং ইউটিউবার, তার এ পর্যন্ত 62 টি ভিডিও পাবলিস্ট হয়েছে এবং সেগুলো প্রায় 1 কোটি 60 লাখের বেশি মানুষ দেখেছে।
ফেসবুকে তার পরিচয় Maisun Worlds নামে।

বিশেষ দ্রষ্টব্য:- বইটির pre-order চলছে আপনারা কি বুঝেন ক্রয় করতে চাইলে রকমারি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ