বইঃ সবার জন্য জোতিবিদ্যা
বইঃ সবার জন্য জোতিবিদ্যা। লেখক :- সৈয়দা লামমীম আহাদ জ্যোতির্বিদ্যা " ☞এই বইটা আমি কেন পড়বো? ⇨আপনি যদি জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়তে চান এটা সম্পর্কে জানতে চান তবে বইটা আপনার জন্য৷ ☞বইটায় কি আছে যে জ্যোতির্বিদ্যা জানার জন্য এই বইটা আমায় পড়তে হবে? →বইটায় সাধারণ জ্যোতির্বিদ্যায় যে সকল টপিক রয়েছে তা কভার করা হয়েছে। বইটা ৪ পর্বে বিভক্ত। ★পর্ব-১ এ রয়েছে ৫ টি অধ্যায় এবং এদের নাম যথাক্রমে রাতের আকাশ, জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস, রেডিও তরঙ্গে পর্যবেক্ষণ, মহাকাশ যান, জ্যোতিষাঙ্ক। রাতের আকাশ অধ্যায়ে রাতের আকাশের বর্ণনা রয়েছে। এরপরের অধ্যায়ে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস, তারপরের দুটো অধ্যায়ে রেডিও তরঙ্গ পর্যবেক্ষণ এবং মহাকাশযান নিয়ে লেখা। তারপরের অধ্যায় অর্থাৎ ৫ম অধ্যায় আমার পার্সোনালি ফেবারেট। এই অধ্যায়ে রাতের আকাশের মাপঝোক নিয়ে আলোচনা করা হয়েছে। কিছুদিন পরপর পুরো বই পড়া না হলেও এই অংশটা পড়া হয়। ★পর্ব-২ এ ৪টা অধ্যায় আমাদের সৌরজগত রিলেটেড টপিক নিয়ে। ★পর্ব-৩ এ ৪ টা অধ্যায় রয়েছে। নাম যথাক্রমে আলোর খেলা, তারকালোক, নক্ষত্রের জন্মমৃত্যু, কৃষ্ণবিবর। আলোর খেলা অধ্যায়ে তরঙ্গ, বর্ণালি, কৃষ্ণ ব...