বইঃ সন্তান প্রতিপালন ও শিশুদের বুদ্ধির গল্প
লেখকঃ মাওলানা খালেদ, মাওলানা ইসহাক
প্রকাশনঃ মাকতাবাতু সাঈদ
মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা।
বইঃ সন্তান প্রতিপালন ও শিশুদের বুদ্ধির গল্প |
মায়ের জন্য অবশ্য পালনীয় একটি দায়িত্ব হলো,নিজের মেয়ের সাথে বান্ধবীর মতো চলাফেরা করা।
সুতরাং ঘরের কাজ, সাজসজ্জা, ঘরে অবস্থান, এমনকি অভিন্ন পোশাক পরিধান করার ক্ষেত্রেও মেয়েকে সাথে রাখবেন।
প্রত্যেক মা-বাবাই সন্তানের আনুগত্য কামনা করেন।তারা চান, সন্তান যেন তাদেরকে সম্মান করে,তাদের সঙ্গে সুন্দর আচরণ করে। এটা চাওয়াটা খুবই স্বাভাবিক।তবে পিতা-মাতার ভাবা উচিত,সন্তানের অধিকার তারা কতটুকু আদায় করছেন।সন্তানের যাবতীয় অধিকার যথাযথভাবে আদায় না করে সন্তানের কাছ থেকে কিছু আশা করা যায় না।
মাতা-পিতা হলেন সন্তানের প্রথম অভিভাবক,প্রথম শিক্ষক।পরিবার হলো তার প্রথম বিদ্যালয়।এ বিদ্যালয় থেকে যদি সে ভাল কিছু শিক্ষা গ্রহণ করে তাহলে তার ভবিষ্যত উজ্জল এবং সুন্দর হবে। তাই এ ক্ষেত্রে পিতা-মাতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।পিতা-মাতার অবহেলায় অধিকাংশ সন্তান অকালে ঝড়ে পড়ে, বিনষ্ট হয়ে যায়।
সঠিক দেখভালের অভাবে শিশুরা একাকীত্ব অনুভব করে।তাই শিশু বয়সেই তাদের চিন্তাভাবনা এবং মন-মানসিকতা খারাপ দিকে মোঢ় নিতে থাকে। এক সময় ভবিষ্যতের আলোর বাতি নিভে যায়।সন্তানের সুন্দর জীবন গঠনে তাই মা-বাবার সচেতনতা ও আন্তরিকতার বিকল্প নেই।
আমরা যাদি আমাদের সন্তানদের উত্তম শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে সেই সন্তান আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে,যা আমাদের মৃত্যুর পর কাজে আসবে। আরবি সাহিত্যের উল্লেখযোগ্য আরেকটি বই হলো কালিলা দিমনা।শিশুদের বুদ্ধির গল্প বইটি এই বইটি থেকে সংকলন করা হয়েছে।
গল্পগুলো সংক্ষেপে লেখা হয়েছে যাতে শিশুরা গল্পগুলো ভালোভাবে বুঝে আনন্দ লাভ করতে পারে।পশু-পাখির ভাষায় গল্পগুলো এমনভাবে লিখা হয়েছে যাতে সকল বিষয়ের শিক্ষা রয়েছে।ইনশাআল্লাহ বইটি পড়লে শিশুদের বুদ্ধি অনেক প্রসারিত হবে।
বইঃ সন্তান প্রতিপালন ও শিশুদের বুদ্ধির গল্প
লেখকঃ মাওলানা খালেদ, মাওলানা ইসহাক
প্রকাশনঃ মাকতাবাতু সাঈদ
মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....