বইঃ প্রদীপ্ত কুটির
লেখকঃ আরিফুল ইসলাম
প্রকাশনীঃ সমর্পণ
মূল্যঃ ১৯২ টাকা
রিভিউঃ সুমাইয়া ইসলাম তিশাম (all credit to go)
মোবাইলে কিছু ইসলামি বই খুজছিলাম, হঠাৎ সামনে পেলাম একটি, প্রচ্ছেদ দেখে অনেক পছন্দ হলো,সব গুলো কুটির ঘুমন্ত একটা কুটির থেকে আলো দেখা যায়,বইটির নাম প্রদীপ্ত কুটির।
বইটি কিনে পড়া শুরু করলাম… বইটিতে প্রধান চরিত্র দুইটি মাহির এবং লাফিজা নামের দুই ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট,গল্পের শুরুতে লাফিজা তার বাবাকে কনভিন্স করছে মাহির নামের তার চেয়ে বয়সে ছোট একটি ছেলের জন্য তার জন্য যে বিয়ের প্রস্তাব এসেছে তা গ্রহণ করতে।আলহামদুলিল্লাহ সে সক্ষম হয়, তার পর থেকে শুরু হয় তাদের সংসার জীবন….
অনেকের কাছে বইটি রোমান্টিক মনে হলেও আমার কাছে মনে হয়েছে রিমাইন্ডার। বইটিতে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে এক টিউশন করা ছেলে আর এক মেয়ে কিভাবে নিজেদের জীবনকে আল্লাহ ও রাসুলের দেখানো পথে চলছে এবং প্রতিদিন প্রতিক্ষণে কিভাবে একে অপরের জন্য পরামর্শক হচ্ছে তা লেখক খুব ভালো ভাবেই ফুটিয়ে তুলেছে মাশাল্লাহ।
বইটিকে পারিবারিক বই ও বলা চলে, মেহমানকে সম্মান মতো আপ্যায়ন এর গল্প যেমন পাবেন, পাবেন বৃষ্টির দিনে একে অপরকে স্মরণ করিয়ে দেওয়া বৃষ্টির দোয়া, পাবেন এক বড় আপুর জন্মদিনের দাওয়াত এর বনাম এক অমায়িক দাওয়া,পাবেন শুক্রবারের এক গুচ্ছ সুন্নত, পাবেন অনিন্দ্রার ঔষধ হিসেবে কুরআনের আয়াত,পাবেন আহলিয়াকে নিয়ে ভ্রমণের একটি অভিজ্ঞতা, পাবেন মাহিরের জীবনের ছোট বেলার কিছু শিক্ষা, পাবেন পরিবারের জন্য কিছু কিনা যে এক ধরনের সদকার শিক্ষা,পাবেন ফজরের পর এমন আলম যা কবুল হজ্জের সমান, পাবেন কষ্ট যে নিয়ামত তার সবক আরো কত কি!
পরিশেষে বলতে চাই আমরা হয়ত অনেক হাদিস জানি কিন্তু গল্প হিসেবে বলা হাদিস গুলোই আমাদের হয়ত বেশি মনে থাকে যা এই বইটি থেকে আমার হয়,বর্তমানে অনেক লাফিজা আর অনেক মাহির আছে যারা হালাল বন্ধনে আবদ্ধ হতে চায় কিন্তু পারে না কারন এই সমাজে লাফিজা আর মাহিরের অভাব নেই অভাব আছে মাহির আর লাফিজার মতো পরিবার এর, তাদের বাবা মায়ের মতো মা বাবা।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....