Kitab :- Sunane Abu Dawood All Part PDF সুনানে আবু দাউদ সকল খন্ড PDF Download

 সুনানে আবু দাউদ (আরবি: سنن أبي داود‎, প্রতিবর্ণী. Sunan Abī Dāwūd‎) ইসলামের পবিত্রতম ছয়টি হাদিস গ্রন্থের মধ্যে একটি, যা কুতুব আল-সিত্তাহ নামেও পরিচিত। এটি মূলত হাদিসের সংকলনমূলক গ্রন্থ যা আবু দাউদ সংকলন করেন। তার সম্পূর্ণ নাম আবু দাউদ সুলায়মান ইবনুল আশ'আস আস-সিজিস্তানী।

__ উইকিপিডিয়া,

নবী করিম সা:-এর সিরাতে তাইয়্যেবার একটি বৈশিষ্ট্য ছিল, আড়ম্বরহীনতা। 

তিনি পানাহার, পোশাক-পরিচ্ছদসহ কোনো কিছুতেই আড়ম্বর করা কখনো পছন্দ করতেন না। তিনি সহজ-সরল জীবনযাপনেই অভ্যস্ত ছিলেন। যখন যে খাদ্য মিলত, তিনি তাই খেতেন; যখন যা পেতেন তাই পরিধান করতেন। তবে তিনি খুব পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুরুচিসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। 

সদাসর্বদা অনাড়ম্বর ও সহজ-সরল জীবনযাপন করার জন্য তিনি তাঁর কন্যা হজরত ফাতিমা রা:-এর ঘরের দরজা পর্যন্ত গিয়ে ফিরে আসেন। এর কারণ হজরত আলী রা: জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো সুসজ্জিত ঘরে প্রবেশ করা নবী-রাসূলের জন্য শোভনীয় নয়’ (সুনানে আবু দাউদ)।


image

              ডাউনলোড করুন – প্রথম খন্ড

image

         ডাউনলোড করুণ – দ্বিতীয় খন্ড

image

     ডাউনলোড করুন – তৃতীয় খন্ড

image

         ডাউনলোড করুন – চতুর্থ খন্ড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ