বইঃ এসো নিজেকে পরিবর্তন করি
সংকলন: শারমিন জান্নাত
সম্পাদনায়ঃ আরিফ মাহমুদ
প্রকাশনীঃ আর রিহাব পাবলিকেশন্স
মুদ্রিত মুল্যঃ ২৫০ টাকা
পৃষ্ঠাঃ ১২৮

প্রাককথনঃ
পরিবর্তন! সকলের পরিচিত ও কাঙ্ক্ষিত একটা শব্দ। আমরা সকলেই বিভিন্ন ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করতে চাই।কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে সেটা আর হয়ে ওঠে না।এক্ষেত্রে আর রিহাব পাবলিকেশন্স দারুন একটা কাজ করেছে। আমরা যারা আখিরাতের সফলতার জন্য নিজেকে পরিবর্তন করতে চাই, তাদের জন্য অসাধারণ গাইডলাইন হবে 'এসো নিজেকে পরিবর্তন করি' বইটি ইনশাআল্লাহ।

নিজের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি বিষয়ে আলোকপাত করা হয়েছে বইটিতে। প্রতিটি বিষয় মাশাআল্লাহ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। উত্তম চরিত্র গঠনের উপায়, বিনয়,ধৈর্য্য, তাক্বওয়া,সত্যবাদিতা, দানশীলতা, লজ্জাশীলতা,উলাময়ে কেরামকে সম্মান করা,সুধারনা সহ বেশকিছু বিষয় রয়েছে বইটিতে। শেষের অংশে বিভিন্ন আমলের ফজিলত বর্ণনা করে এগুলো করতে উৎসাহ প্রদান করা হয়েছে।

আপনি নিজেকে পরিবর্তন করতে চাইলেও পারছেন না। সঠিক জ্ঞানের অভাবে বারবার বাধাগ্রস্ত হচ্ছেন, এমতাবস্থায় বইটি আপনার অতি প্রয়োজন।
তাছাড়া প্রত্যেক মুসলিম নর-নারীর জন্যই বইটি রেকোমেন্ডেড।

পুরো বইটিই মাশাআল্লাহ ভালো।তবে আরিফ মাহমুদ ভাইয়ের সম্পাদকীয় অংশটা অসাধারণ লেগেছে। সংক্ষিপ্ত পরিসরে এখানে নিজেকে পরিবর্তনের জন্য করণীয় কাজের সারনির্যাস তুলে ধরা হয়েছে। ২১,৯০,১৮০ দিনের চ্যালেঞ্জের কথাও আছে এখানে।

সংকলক একজন নতুন লেখিকা। তবে তিনি ইতিমধ্যেই পাঠকমহলে পরিচিত হয়ে উঠেছেন। সম্প্রতি তার 'ঈমান বিধ্বংসী ভয়ংকর ফিতনা' বইটি ব্যপক সমাদৃত হয়।বইতে সংকলক সম্পর্কে কোনো তথ্য না থাকায় এর বেশি কিছু জানানো সম্ভব হলো না।


সত্যি বলতে বইটি পড়ে আমি অনেক উপকৃত হয়েছি।বিশেষত চরিত্র গঠনের উপায় ও আমলের ফজিলতগুলো জেনে এবং সম্পাদকীয় অংশ থেকে। আল্লাহ তা'য়ালা সংকলক,সম্পাদক ও সংশ্লিষ্ট সকলকে খইরুল জাঝা প্রদান করুন।

বইঃ এসো নিজেকে পরিবর্তন করি
সংকলন:শারমিন জান্নাত
সম্পাদনায়ঃ আরিফ মাহমুদ
প্রকাশনীঃ আর রিহাব পাবলিকেশন্স
মুদ্রিত মুল্যঃ ২৫০ টাকা
পৃষ্ঠাঃ ১২৮

0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....