বই- বাঙালি বিজ্ঞানীর গল্প
(সেরা বাংলার, সেরা বিজ্ঞানী)
লেখক- হিমাদ্রি শর্মা
প্রকাশনী থেকে ১ম প্রুফ ও ২য় প্রুফ দেখা শেষ করে ৩য় প্রুফ অর্থাৎ লেখক প্রুফের জন্য আমার কাছে পান্ডুলিপিটা পাঠানো হয়েছিল। সর্বোচ্চ গুরুত্বসহকারে অতিরিক্ত সময় নিয়ে ফাইনাল প্রুফ দেখার কাজটা শেষ করলাম।
আমি নিজে গত এক মাসে কম করে হলেও ৭/৮ বার পুরো পান্ডুলিপি উল্টিয়ে পাল্টিয়ে দেখেছি। প্রতিবারই ছোটোখাটো কিছু ভুল বের হয়েছে। সেগুলো সংশোধন করেছি। কিছু লেখা যেমন বাদ দিয়েছি, একইসাথে নতুন কিছু লাইন সংযোজন করেছি।
সবকিছু মিলিয়ে ‘বাঙালি বিজ্ঞানীর গল্প’ গ্রন্থটিতে বানান বিভ্রান্তে পড়তে হবে না পাঠকদের— এ বিশ্বাসটুকু আমি লালন করি নিজের মধ্যে। তারপরও যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটা হয় আমার দৃষ্টি এড়ায়নি অথবা আমার জানার অপর্যাপ্ততা! আমার বিশ্বাস, আমার পাঠকেরা সে ত্রুটিগুলো সম্পর্কে আমাকে অবগত করবেন।
প্রচ্ছদ কবে আসবে?
→ কাজ প্রায় শেষের দিকে। শ্রীঘ্রই উন্মোচন করবো।
প্রি-অর্ডার কবে শুরু হবে?
→ জানুয়ারির প্রারম্ভেই বইটি প্রি-অর্ডারে চলে আসবে। টানা ১৫-২০ দিন প্রি-অর্ডারে থাকার পর ৪/৫ দিনের মধ্যে বইটি পাঠকের দ্বারে পৌঁছে দেওয়া হবে। তাছাড়া অমর একুশে গ্রন্থমেলা-২০২২ এ প্রকাশনীর স্টলে তো বইটি থাকছেই। থাকবে সিলেট বইমেলার প্রাঙ্গণেও। উপরন্তু পাঠকেরা চাইলে দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করতে নিতে পারবেন।
বাঘমামা, শেয়ালমামা, ভূত-পেত্নীর গল্প তো অনেক শোনা হয়েছে, এইবার না হয় কিছু বাঙালি বিজ্ঞানীর গল্প শোনা যাক; শোনানো যাক তাদের সাম্রাজ্যের গল্প। ‘বাঙালি বিজ্ঞানীর গল্প’ আপনাদের সেই প্রত্যাশাটুকু ভালোভাবেই পূরণ করবে- দায়িত্ব নিয়েই বলছি।
→বই- বাঙালি বিজ্ঞানীর গল্প
(সেরা বাংলার, সেরা বিজ্ঞানী)
→লেখক- হিমাদ্রি শর্মা
→ক্যাটাগরি- বাঙালি বিজ্ঞানী
→প্রকাশনী- অধ্যয়ন
জয় হোক বাঙালির। জয় হোক বিজ্ঞানের। বিজ্ঞান সাম্রাজ্যে সবাইকে স্বাগতম!!
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....