বইঃ ফরেস্ট গাম্প (মুভি থেকে অনূদিত উপন্যাস)
মূলঃ উইনস্টোন গ্রুম
চিত্রনাট্যঃ এরিক রথ
রূপান্তরঃ বদরুল মিল্লাত
মুদ্রিত মূল্যঃ ২৭০৳
প্রকাশনীঃ নহলী প্রকাশনী।
"আমার সময় হয়ে গেছে, ফরেস্ট। তবে তুমি মোটেও ঘাবড়াবে না এবং কোনো কিছুকেই ভয় পাবে না৷ মৃত্যু জীবনেরই একটা অংশ। আমাদের সবাইকেই একদিন মরতে হবে। মৃত্যুই আমাদের গন্তব্য। আমার সৌভাগ্য যে তোমার মা হওয়াটাও আমার ভাগ্যে লেখা ছিল৷ তোমাকে ঠিকভাবে বড় করে তুলতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।"
"তুমি সবকিছুই একেবারে ঠিকভাবে করেছ, মা।"
মিসেস গাম্প ক্ষীণ একটা হাসি মুখে নিয়ে বললেন, "আমার বিশ্বাস, একজন মানুষ তার ভাগ্য নিজেই তৈরি করে। ঈশ্বর তাকে যা দিয়েছেন, সেটার শ্রেষ্ঠ ব্যবহারের মাধ্যমেই একজন তার গন্তব্য ঠিক করে থাকে। এবং আমি জানি তুমি তোমার গন্তব্য ঠিকই খুঁজে পাবে, ফরেস্ট!"
"আমার গন্তব্য কোথায়, মা?"
"সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। জীবন একটা চকলেটের বাক্সের মতো, অথচ তুমি যখন একটা নেবে, তুমি জানবে না তোমার ভাগ্যে কোন চকলেটটা পড়বে।" মা সেই আগের মতোই তার স্বভাবসুলভ ভঙ্গিতে কঠিন বিষয় সহজভাবে ব্যাখ্যা করে দিলেন।
"আমি তেমাকে খুব মিস করব, ফরেস্ট!" বলে তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন।
পরের মঙ্গলবারে তিনি মারা গেলেন।
......
বইঃ ফরেস্ট গাম্প (মুভি থেকে অনূদিত উপন্যাস)
মূলঃ উইনস্টোন গ্রুম
চিত্রনাট্যঃ এরিক রথ
রূপান্তরঃ বদরুল মিল্লাত
মুদ্রিত মূল্যঃ ২৭০৳
প্রকাশনীঃ নহলী প্রকাশনী
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....