বই- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)(review)
ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব। হৃদ্যতা ও ভালোবাসা। আমাদের যাপিত জীবনের চেনা কিছু শব্দ। পরিচিত কিছু বন্ধন। যে বন্ধনগুলো মিলে গড়ে ওঠেছে জীবনের বলয়। এর মাঝেই ফিরছি অহর্নিশ। চেতনে অবচেতনে গড়ে ওঠছে আমাদের বন্ধুত্ব। গড়ে ওঠছে হৃদ্যতা। ভালোবাসা। সজ্জন কুজন-সবার সঙ্গে। ফলে যা হবার, হচ্ছে তাই। ভাগ্যচক্রে দ্বীপান্বিত হচ্ছে কারো চেতনালোক, কেউবা হারিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। ভ্রান্তির সাগরে।
.
.
জীবনে চলার পথে নানাজনের সাথে পরিচয় হয়। কারো সাথে পরিচয় ক্ষণিকের আবার কারো সাথে জন্ম থেকে মৃত্যু অবধি। মানুষের মেধা-মনন, চিন্তা-চেতনা, বোধ-উপলব্ধি বিনির্মাণে রয়েছে পরিচয় ও বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই ইসলাম এ ব্যাপারে যথাযথ গুরুত্বারোপ করেছে। ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের আছে কিছু নীতিমালা আছে কিছু দিকনির্দেশনা।
তাছাড়া এ প্রসঙ্গে সাহাবি ও মণীষীদের জীবনের মুগ্ধকর বহু ছবি ছড়িয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। যাদের পথনির্দেশের আলোকবর্তিকা আমাদের চলার পথকে করবে মসৃণ ও কুসুমাস্তীর্ন। এসব নিয়েই দ্যা বন্ড অফ ফেইথ। বইটি পাঠকের সামনে একজন মুসলিমের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুসজ্জিত রূপ তুলে ধরবে-এই আমাদের বিশ্বাস।
সততা এটি ছিল রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে বড় গুণগুলোর একটি। আমাদের কর্তব্য হলো, এ গুণটিকে আমাদের জীবনে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করা।
কতই না ভালো হবে যখন একজন মুমিন সত্যবাদী হবে! সে কখনো মিথ্যে বলবে না, আর সে কেনই বা মিথ্যে বলবে, অথচ সে জানে, আল্লাহ তায়ালা মিথ্যাবাদীকে পছন্দ করেন না। তাকে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি দেবেন।
বই : দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)
লেখক : মুসআদ হুসাইন মুহাম্মাদ
প্রকাশনী : আয়ান প্রকাশন
বিষয় : ঈমান, আকীদা, বিশ্বাস
প্রচ্ছদ মূল্য : ২২০ ৳
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....