বই : বিড়াল সাধক
লেখক : Tamzid Rahman
প্রচ্ছদ : সানজিদা স্বর্ণা
প্রকাশনী : কুহক - Kuhok কমিক্স এন্ড পাবলিকেশন
জনরা : বডি হরর, অকাল্ট থ্রিলার
প্রকাশকাল : আগস্ট, ২০২১
পৃষ্ঠা : ১৩৩ [ক্রাউন সাইজ, হার্ড বাইন্ডিং]
মলাট মূল্য : ২৮০ টাকা
SAZIB (review all credit)
ফ্ল্যাপ থেকে :
বিড়ালের সাথে জাদুবিদ্যা আর অতিপ্রাকৃতের সম্পর্ক সেই সুপ্রাচীন কাল থেকেই প্রসিদ্ধ। প্রাচীন মিশরিয়রা বিড়ালকে মনে করত ইহজগত আর পরজগতের মধ্যকার প্রতিনিধি। আমাদের চেনা জগতের জাগতিক পর্দার আড়ালে লুকোনো অতিপ্রাকৃত জগতও তাদের চোখে ধরা দেয়।
আঁধারের পর্দার আড়ালে থাকা মায়াবী জগতের রহস্যঘেরা অবয়ব তাদের সামনে মূর্ত হয়ে ওঠে। বাতাসে মিশে থাকা অশরীরী কণ্ঠস্বর তাদের কানে কানে বলে যায় সহস্রাব্দ প্রাচীন গুপ্তধনের ঠিকানা, কোথায় লুকোনো আছে অমরত্বের চাবি, কি করলে পাওয়া যাবে সমস্ত মানবজাতিকে নিজের দাসে পরিণত করার ক্ষমতা… আর এই সবই একজন মানুষের পক্ষেও অর্জন করা সম্ভব।
যদিও সে যাত্রা অতি ভয়ানক। ব্যর্থ হলে আছে ভয়াবহ যন্ত্রণাময় মৃত্যুর ভয়। তবু মল্লিক সাহেব সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বিড়াল সাধনা করবেন। এবার সফল না হলে তাঁর জীবনের সমস্ত অর্জন শেষ হয়ে যাবে। তাঁর পরিবারটা ধ্বংস হয়ে যাবে। মল্লিক সাহেব নিশ্চিত নন পথের শেষে তাঁর জন্য কি অপেক্ষা করছে। তবুও তিনি এই ভয়াবহ কঠিন, বিপজ্জনক অনিশ্চয়তার পথে পা বাড়িয়েছেন, তাঁর সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নেই…
.
পাঠ প্রতিক্রিয়া :
লেখক তামজীদ রহমানের প্রথম বই "বিড়াল সাধক"
উপন্যাসিকাটির মুল চরিত্র মল্লিক সাহেব, ভালো একটা কোম্পানির ভালো পদে চাকরি করতেন। প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও কোনদিন দুই নাম্বারি করেননি। কয়েকজন সহকর্মী মিলে কোম্পানি তহবিল থেকে দেড় কোটি টাকা সরিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছেন।
দুই মাসের সময় দেয়া হয়েছে, এরমধ্যে টাকা ফিরিয়ে দিতে না পারলে কোম্পানি আইনি ব্যবস্থা নেবে। পরিশেষে মল্লিক সাহেব অলৌকিক কিছু ঘটানোর সিদ্ধান্ত নেন। অতিপ্রাকৃত ক্ষমতার ব্যবহার করা ছাড়া তাঁর সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আর এভাবেই চলে আসে "বিড়াল সাধক"। আধা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া রাত্রিসাধনার বই দেখে শুরু হলো তার বিড়াল সাধনার চর্চা।
মল্লিক সাহেবের বিড়াল সাধনার প্রতিটি স্তর আমাকে এক অদ্ভুত রকমের অনুভূতি দিচ্ছিল। গ্রামীণ পরিবেশ, নদীর পাড়, কখনো ঘন জঙ্গলময় পথ। হঠাৎ আবার দেখা হয়ে গেল দাদি-নানির মুখে শোনা পরিচিত অশরীরী অপূর্ব সুন্দরীর সাথে। আমিও চলে গিয়েছিলাম গা হিম করা অন্য এক জগতে।
লেখক এই গল্পে সরল বাক্য ব্যবহারের মাধ্যমে আশেপাশের পরিবেশ খুব সুন্দর করে তুলে ধরেছেন। গল্পের বুনন বেশ ভালো ছিল, তাড়াহুড়ো নেই, কোনো প্লটহোল নেই, সব মিলিয়ে উপভোগ্যই ছিল। আর মাত্রা-অতিরিক্ত তেমন কোন বর্ননা বা ঘটনা ছিল না।
.
পছন্দের লাইন :
আসলে মানুষ যখন অসহায় আর হতাশ হয়ে যায় তখন তার প্রতি দুর্বল মানুষগুলোরই সব ক্ষোভের আঘাত সামাল দিতে হয়।
.
বইয়ের প্রোডাকশন :
বইয়ের প্রচ্ছদ টি অসাধারণ হয়েছে, গল্পের বেশ কিছু উপাদানকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। টুকিটাকি বানান ভুল ছিল। বইয়ের পেইজ সেটাপ, জ্যাকেট কভারে সমস্যা ছিল। যদিও প্রকাশনী থেকে বলা হয়েছে পরবর্তী সংস্করণে এসব বিষয় ঠিক করে দেওয়া হবে।
.
লেখক, প্রকাশনী, প্রকাশক সবার জন্য শুভ কামনা রইল। :D সর্বোপরি সবার সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুক... 🎭
.
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....