বইঃ দূরবীন
লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
✍️অনুপমা শারমীন অনন্যা (all review credit)
রেটিংঃ ৪/৫
প্রচ্ছদটি বেশ আকর্ষণীয়, তাইনা? কেমন যেনো একটু রহস্যময় রহস্যময় লেগেছিল শুরুর দিকটায়। কিন্তু লেখক তাঁর সুনিপুণ হাতে যেভাবে অতীত এবং বর্তমানকে এক সুতোয় বেঁধেছেন তা নান্দনিক।
ইতিহাসের পুনরাবৃত্তি কী এভাবেই ঘটে তবে? হেমকান্তু, কৃষ্ণকান্ত এবং ধ্রুব; এই তিন পুরুষের মাঝে যে বিস্তর আবেগ এবং অব্যক্ত অনুরাগ তা বারবার চোখ ভিজিয়েছে। কিংবা রঙ্গময়ী আর রেমি, দুজনইতো হেলাফেলায় থেকেও তাদের ভালোবাসার পাশ থেকে সরে যায়নি; শেষ দিকটায় রেমি যেন সেই রঙ্গময়ীর রূপেই ফিরে এসেছে কৃষ্ণকান্তের কাছে, একটু ভিন্নরূপে। আর হেমকান্ত এবং কৃষ্ণকান্তের পরিণতির হেতু এক থাকলেও সম্পূর্ণ বিপরীত।
একজনের সমাপ্তি যেমন নিখাঁদ ভালোবাসায়, আরেকজনের তীব্র ঘৃণায়। বইটি শেষ করে এখনো কেমন যেন একটা ঘোরে আছি। ঘৃণার রূপ বরাবরই আত্মবিধ্বংসী। ধ্রুব কী পারত না? শুধু একটিবারের জন্য! শেষে কী ধ্রুব বিকশিত হতে পেরেছিল নাকি দ্বিধান্বিত হয়ে আরো খেই হারিয়ে ফেলেছিল? পাঠকের কল্পনাতেই যেন লেখক সমাপ্তির রেশ রেখে গেছেন। অপূর্ব!
"মায়ামোহ মানুষের জন্মগত অভিশাপ। সহজে কাটে না। আপন না পেলে পরকে আঁকড়ে ধরে।"
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....