boi:- Ghore Boshe Spoken English (ঘরে বসে স্পকেন ইংলিশ) Review With PDF Download

বইয়ের নামঃ ঘরে বসে Spoken English (pdf download)
লেখকের নামঃ মুনজেরিন শহিদ।
আব্দুল কাদের রাব্বি।
প্রতিষ্ঠানঃ সরকারী কমার্স কলেজ,চট্টগ্রাম।
CA Reference: Nurul Amin Ovi 

boi:- Ghore Boshe Spoken English (ঘরে বসে স্পকেন ইংলিশ) Review With PDF Download
photo credit:- 10minuteschool


বই রিভিউ________________________________
ইংরেজি ভাষাটা বর্তমানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।আমরা সবাই জানি এটা একটা আন্তর্জাতিক ভাষা।তাই আমাদের মাতৃভাষার সাথে সাথে ইংরেজিতে দক্ষ হওয়াটাও কিন্তু অনেক জরুরি। 

এই বইটিতে বলা আছে কিভাবে  আমরা ঘরে বসেই ইংরেজিতে কথা বলা শুরু করতে পারব।ইংরেজিতে কথা বলতে আমাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে যা দূর করার কিছু টিপস এই বইটিতে সুন্দরভাবে দেওয়া আছে।

এই বইটিতে ৬০ টি এমন ফর্মুলা আছে যেগুলো প্রয়োগ করলেই আমরা ইংরেজিতে সহজেই কথা বলতে পারব।আমাদের অনেকের ধারণা গ্রামার শেখা ছাড়া ইংরেজিতে কথা বলা যাবে না কিন্তু এই বইয়ে গ্রামার শেখা ছাড়াই ইংরেজিতে কথা বলার কৌশল দেওয়া আছে।এই বইটি পড়ে আমরা যেসব ট্রিকস শিখব সেগুলোর মধ্যে কয়েকটির নাম নচে দিয়ে দিলাম- 

👉গ্রামার শেখা ছাড়াই ইংরেজি শেখার উপায়
👉প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যয় করে ইংরেজিতে দক্ষ হবার উপায়
👉যে হ্যাকসগুলো শিখলে ইংরেজিতে কথা বলার জড়তা কেটে যাবে দ্রুতই 
👉যেভাবে স্মার্টলি বাড়িতে বসেই স্পোকেন ইংলিশ চর্চা করবেন

যারা ঘড়ে বসে ইংরেজি ভাষা রপ্ত করতে চান তারা এই বইটি পড়তে পারেন।


(✍️ This article is collected from Facebook 📚 (All Credit To Go Real Hero The Author of this Article 📖) 🙏 Please Try to buy this book hardcopy  anyway.)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ