boi:- Hawaii Mithai(হাওয়াই মিঠাই লেখক:মৌরি মরিয়ম)

বইয়ের নাম:হাওয়াই মিঠাই
লেখক:মৌরি মরিয়ম
রিভিউ লেখক: মাসুদ হাসান
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২০
প্রচ্ছদ:চারু পিন্টু এবং লেখিকা
প্রকাশনী: অন্যধারা
প্রকাশক: মো. মনির হোসেন পিন্টু
মুদ্রিত মূল্য:৩৪০ টাকা
পৃষ্ঠা সংখ্যা:১৭৫

নামকরণ: হাওয়াই মিঠাই নামটা দেখে প্রথমে বুঝতে পারি নাই আসলে কেন লেখিকা এই নাম টা পছন্দ করল? উপন্যাস পড়ার পর বুঝতে সক্ষম হই কেন লেখিকা এই নাম টা পছন্দ করল। বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়ার সাথে সাথে মনে হয়েছে লেখিকা উপন্যাসের নাম হাওয়াই মিঠাই করেছে যা এই উপন্যাসের জন্য একদম উপযুক্ত নাম তাই উপন্যাসটি পড়া শুরু না করলে হয় তো এর নামকরণে যথার্থ বুঝতে পারা যাবে না।
প্রচ্ছদ : বইয়ের প্রচ্ছদ নিয়ে আমার কিছু বলার নাই, কারন সত্যি প্রচ্ছদ টা মন কেড়ে যাওয়ার মতো। প্রচ্ছদের মধ্যে যেন বই টার গোপন রহস্য উঠে এসেছে, যেটার মাধ্যমে পাঠকে রা বই টা পড়তে আগ্রহ প্রকাশ করবে। একজন লেখক কত কিছু চিন্তা করে তার বইয়ের প্রচ্ছদ করেছেন। যেমন টা হাওয়াই মিঠাই এর প্রচ্ছদ, যা দেখলেই বুঝা যায়।
বইটির বৈশিষ্ট্য: বই টি রোমান্টিক ধাঁচের একটা স্বয়ংসম্পূর্ণ উপন্যাস। যেখানে হাসি, কান্না, মান-অভিমান , প্রেম ভালোবাসা, পারিবারিক বন্ধন সব মিলে একটা মশলাদার কাহিনি, যা পড়লে সবার মধ্যে আলাদা ভালো লাগার অনুভুতি তৈরি হয় যা অনন্তকাল বেঁচে থাকবে পাঠকের হৃদয়ে। আর একটা দিক সুন্দর ভাবে তুলে ধরেছেন সেটা হলো অতীতের কাহিনি আর বর্তামান কাহিনির সংমিশ্রণ। যার জন্য উপন্যাস টি আলাদা ভাবে মন কেড়েছে।
শিক্ষা মূলক দিক: বই টি তে অনেক শিক্ষা মূলক কথা আছে যা উপন্যাসের নায়ক তার নায়িকা কে বলেছে। যেটা বাস্তব জীবনে হয় তো সবার কাজে লাগবে। উপন্যাস টি পড়লে হয় তো আপনারাও সে সব জানতে পারবেন।
মন্দ লাগা: মন্দ লাগার মত কোন কিছু বই টিতে খুঁজে পাইনি।
কাহিনী সারসংক্ষেপ : উপন্যাস টি শুরু হয় মীরা নামের একটা প্লে গার্ল এবং গুন্ডি টাইপ মেয়ে কে নিয়ে। যে অনেক প্রেম করে এবং ভার্সিটি ক্যাম্পাসে গুন্ডামী করে বেড়ায়। ভার্সিটির ত্রাস হিসেবে পরিচিত। মীরা নাম শুনলেই সবাই ভয়ে অস্থির। মীরা হলো এই উপন্যাসের প্রাধান চরিত্র। যাকে নিয়ে এই উপন্যাস টি লেখা। কিন্তু মীরা তো এমন ছিলো না। মীরা ছিলো আতেল টাইপ এবং বোকা একটা মেয়ে। যে পড়াশুনা ছাড়া কোন কিছুই বুঝতো না কিন্তু হঠাৎ তার বান্ধবী ত্রিষার মাধ্যমে রং নাম্বারে পরিচয় একটা ছেলের সাথে। ছেলেটির নাম রাফি। ছেলে টি হলো, অনেক তো বললাম বাকি টা আপনারা উপন্যাস টি পড়লে বুঝবেন। আমি যদি সব বলি তাহলে তো আর আপনারা মজা পাবেন না।
সেই চিরো চেনা প্রেম। আট দশটা প্রেমের মত তাদের প্রেমও শুরু হয় পরিবারের অজান্তে। তার পর হঠাৎ কোন কারন ছাড়া বিচ্ছেদ। কিন্তু কেন?? দীর্ঘ বিচ্ছেদ, মীরার পাগলামো, তার বদলে যাওয়া রাফির জন্য দীর্ঘ প্রতিক্ষা। সব জানতে পারবেন উপন্যাস টা পড়লে।
"কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুম-চয়নে।
সব পথ এসে মিলে গেল শেষে
তোমার দুখানি নয়নে।"
কবি গুরুর রচিত এই কয়েকটা লাইন হয় তো মীরার জীবনে প্রতিফলিত হয় রাফির সাথে বিচ্ছেদের বেলায়, তবু সে হাল ছেড়ে দেয় নি, কারো কথা কানে তোলে নি কারন মীরার কথা হলো,
তোমরা যতই বলো সে দিয়েছে আমায় ফাঁকি
আমি কিন্তু তার‌ই অপেক্ষায়,
কিছুটা ভালোবাসা যে এখনো আছে বাকি...
হুম ভালোবাসা বাকি ছিলো মীরার তাই হয় তো তার প্রতিক্ষার অবশান ঘটছিলো। কিন্তু কি হইছিলো সব টা জানতে অবশ্যই পড়তে হবে উপন্যাস টি
লেখিকা কে নিয়ে কথা:লেখিকা উপন্যাস টি তে যতটা সম্ভব বাস্তবতার ছোঁয়া দিতে চেয়েছেন।যার জন্য লেখিকা অনেক সাধনা ও পরিশ্রম করেছেন। যা আমরা হাওয়াই মিঠাই পাঠ করে বুঝতে পেরেছি। লেখিকা অনেক পরিশ্রমের মাধ্যমে ২০১৭ সালে উপন্যাসটি লিখা শুরু করে ফেসবুকে ধারাবাহিক ভাবে পোষ্ট করতেন কিন্তু কিছু পর্ব লেখার পর লেখিকা লেখা বন্ধ করে দেন। পাঠকদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটায়ে তিন বছর পর ২০২০ সালে তিনি আবার নতুন করে লিখা শুরু করলেন এবং পাঠকের জন্য বই আকারে প্রকাশ করলেন।
ভালো মানের একজন পাঠক প্রিয় লেখিকা মৌরি মরিয়ম। তাকে নিয়ে লিখতে গেলে হয় তো পাতার পর পাতা যাবে তবুও লেখা শেষ হবে না। তাকে নিয়ে লেখার মত যোগ্যতা হয় তো নাই আমার তবু বলব তিনি একজন ভালো লেখিকা।
পাঠ প্রতিক্রিয়া :রোমান্টিক জিনিস টা আমাকে বরাবরে মুগ্ধ করে। আপনার কোন বই এখন পর্যন্ত পড়া হয় নাই। ছোট বোন আনিকা আকবর আলফির মাধ্যমে এই হাওয়াই মিঠাই বই টি আমার হাতে আসে। তার মাধ্যমে আপনার বই পড়ার ইচ্ছা টা কিছু টা পুরন হলো। সেই জন্য তার একটা ধন্যবাদ পাওনা রইলো। সব বই পড়ার সুপ্ত অনেক ইচ্ছা মনের মধ্যে বেড়ে উঠতেছে, তার মধ্যে হাওয়াই মিঠাই বই টি পিপাসিত মানুষের কাছে এক ফোঁটা পানির মত লাগলো । যে টা আপনার বই আরো পড়ার অদম্য ইচ্ছা জাগলো। একান্ত নিজেরে মতামতে বলতে পারি আপনার লিখা আমার কাছে সার্থক। আমার মতো অনেক পাঠকের কাছে ও হয়তো আপনার লিখা সফল। এই ধারাবাহিতা আপনি এভাবে নতুন কিছু উপহার দিবেন পাঠকদের। হাওয়াই মিঠাই সবার প্রিয় হোক এই প্রত্যাশা। সবার মুখে মুখে ছড়িয়ে পড়ুক হাওয়াই মিঠাই এর নাম।
পরবর্তী বইয়ের জন্য
শুভ কামনা
। ইনশাল্লাহ একদিন লেখিকার সব বই আমি পড়ে শেষ করব। আপনি আমার প্রিয় লেখিকাদের মধ্যে একজন । এইভাবে লিখে যান।
শুভ কামনা
রইলো প্রিয় লেখিকার জন্য।
যারা যারা এখনো হাওয়াই মিঠাই পড়েন নাই পড়ে নিয়েন সত্যি অসাধারণ একটা বই। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
রেটিং: বই টি মানের দিক দিয়ে ১০/১০ দেবো। নিজের মতামত এটি।
বি.দ্র. রিভিউ টা যদি ভালো লাগে তাহলে রিএক্ট করে ১০ মধ্যে রেটিং দেয়ার জন্য অনুরোধ করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ