boi:- Hey amar meye by Dr. Ali Tantabi(হে আমার মেয়ে) review

বইঃ-হে আমার মেয়ে
লেখকঃ- ড. আলী তানতাবী
ভাষান্তরঃ- মাওলানা মুশাহিদ দেওয়ান।
স্বত্বঃ- সরবস্বত্ব সংরক্ষিত
প্রকাশনাঃ-৩৩[ তেতত্রিশ]
প্রকাশকালঃ- মার্চ ২০১৭
প্রকাশকঃ- হুদহুদ প্রকাশন
পৃষ্ঠাঃ-২৩
Amatullah Farhana(review credit)
boi:- Hey amar meye pdf download by Dr. Ali Tantabi all book(হে আমার মেয়ে pdf download) review মাওলানা মুশাহিদ দেওয়ান লেখকঃ- ড. আলী তানতাবী all book

বই থেকে সংক্ষিপ্ত একটা পয়েন্ট,
এই করুন অবস্থার একদিন পরিবর্তন হবে নাঃ-
--------------------------------------------------------------
হে আমার মেয়ে! আমি তোমার থেকে এটা চাই না যে তমরা একলাপে মুসলিম মেয়েদের অবস্থা পরিবর্তন ফেলবে। হঠাৎ উন্নতি স্থায়ী হয় না । বরং তোমরা মসলিম মেয়ে দের ধাপে ধাপে কল্যাণের দিকে নিয়ে যাবে। যেভাবে তারা ধীরে ধীরে পাপের পথে অগ্রসর হয়েছে।
প্রথমে তারা চুল ছোট করেছেন। কাপড় সংক্ষিপ্ত করেছে । হিজাব পাতলা করেছে । এই করুণ অবস্থায় পোস্টে দীর্ঘ দিন সময় লেগে গেছে। পরিবারের সম্ভ্রান্ত পরুষও তা বুঝতে পারে নি।অশ্লীল পত্রিকা ও মিডিয়াতে উৎসাহ দিয়েছেন। আর বখাটে যুবকরা
এই দৃশ্য দেখে আনন্দ উল্লাস করছে।

অথচ মুসলিম নারী সমাজ এত নিকৃষ্ট হয়েছে যা ইসলাম সমথর্ন করেনা।,ইসলাম কেন খ্রিস্টান অগ্নিপূজকরাও সমথর্ন করেনা।
এমন কি নিরীহ পশুও তা দেখে লজ্জা পায়।
দু'টি মোরগ যদি একটি মুরগীর পিছনে লেগে যায়, তাহলে তারা আত্মসম্মান রক্ষার্থে পরস্পর যুদ্ধ করে।কিন্তু হায়! মুসলিম উম্মার কি অবস্থা!!
বৈরুত, ইস্কান্দার শহরের সমুদ্র মুসলিম পুরুষ আছে তারা আপনি স্ত্রীকে পর পুরুষ দেখলে আত্মসম্মান বোধ করে না। পর পুরুষের সামনে তারা অর্ধনগ্ন হয়ে বের হয়।
বিভিন্ন ক্লাব, নৈশ পার্টিতে অনেক মুসলিম তাদের মুসলিমা স্ত্রীকে পর পুরুষের সামনে নাচতে দেয়। পরস্পর আলিঙ্গন করে, গালে চুমু দেয়, শরীরে শুয়ে পড়ে। কিন্তু তাও কেউ অপছন্দ করে না।
মুসলিম ইউনিভার্সিটি গুলোতে সহশিক্ষার বদৌলতে(?) যুবকরা বেপর্দা যুবতী শিক্ষার্থীর পাশে বসে। বেহায়াপনা চালিয়ে যায়। কিন্তু তাও মুসলিম পিতা-মাতা অপছন্দ করে না।
হায়! আফসোস! আমরা আজ কত নীচু হয়েছি!!

হে আমার মেয়ে! মুসলিম মেয়েদের এই করুন অবস্থা একদিনে পরিবর্তন হবে না। এক লাফে সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে না বরং আমাদের সেই ভাবে তাদেরকে ধীরে ধীরে পূর্বের ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করব, যে পর্যায়ক্রমে তারা বর্তমান করুন এই দুঃখজনক অবস্থায় এসে পৌঁছেছে ।
আমাদের সামনের পথ অনেক দীর্ঘ। পথ যদি দীর্ঘ হয়,
আর তার বিকল্প সংক্ষিপ্ত অন্য কোন পথ না থাকলে, যে দীর্ঘপথের অভিযোগ করে যাত্রা শুরু করবে না,
সে কখনো তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেনা।
ব্যক্তিগত অভিমতঃ- "হে আমার মেয়ে" আমাকে শিক্ষা
--------------------------
দিয়ে গেল কিভাবে নিজেকে সংশোধন করা যায় এই কঠিন পরিস্থিতি থেকে। আমাদের সমাজের বর্তমান করুন অবস্থা তিনি এই ছোট্ট বইটাতে আনেক সুন্দর ভাবে তুলে ধরেন ।
যদি কোনো মুসলিম বনের মনে সামান্য এটুও দিনদারিতা থাকে কিন্তু সম্পুন্ন পর্দা করে না।
ইনশা আল্লাহ সেও যদি এই বইটা পড়ে , সেও নিজেকে
সম্পুন্ন পর্দা করতে বাধ্য করবে।।।যদি আল্লাহ চায়।।।।
ছবিঃ- নিজ হাতে তোলা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ