boi:- Hey Jubok K Tomar Adarsho By Sarmin Jannat(বইঃ হে যুবক! কে তোমার আদর্শ?)

বইঃ হে যুবক! কে তোমার আদর্শ?
সংকলক- শারমিন জান্নাত।

"হে আল্লাহ! আমি জানা অবস্থায় আপনার সাথে শিরক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজানা অবস্থায় শিরক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই। " [মুসনাদুল ইমাম আহমাদ, ১৯৬০৬]
boi:- Hey Jubok K Tomar Adarsho PDF Download By Sarmin Jannat(বইঃ হে যুবক! কে তোমার আদর্শ? PDF download) মুসলিমদের আদর্শ বই PDF new Islamic book pdf



★ভূমিকা-
----------------
আদর্শ একটি ব্যাপক অর্থবোধক শব্দ! মানুষ সৃষ্টির সেরা জীব। শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পৃথিবীতে যা কিছু অনুসরণ করা যায়, যা কিছু অনুকরণযোগ্য, যা সকলের নিকট গ্রহণযোগ্য তাই হওয়া উচিত আমাদের আদর্শ। আর এই সবকিছুর যথার্থ ও পরিপূর্ণ সমাবেশ ঘটেছে মহামানব হযরতে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে। সুবহানাল্লাহ। 
'হে যুবক! কে তোমার আদর্শ?' গ্রন্থটির মূল পটভূমি এই আদর্শকে কেন্দ্র করে রচিত হয়েছে। এর সংযোজন ও সংকলন করেছেন সম্মানিতা লেখিকা শারমিন জান্নাত। আর বইটির প্রকাশের মহান দায়িত্ব পালন করেছে আর রিহাব পাবলিকেশন্স। আলহামদুলিল্লাহ। 

★পাঠ সংক্ষেপ-
------------------------
একজন যুবক পারে একটি সমাজকে পরিবর্তন করতে। আবার তারাই পারে পুরো একটি জাতিকে ধ্বংস করতে। যুবকরা হচ্ছে শক্তি, সূতিকাগার। যুগ যুগ ধরে পৃথিবীতে নেতৃত্ব দিয়ে আসছে এই টগবগে তরুণেরা। সকল নবি- রাসূলকে আল্লাহ যুবক বয়সে প্রজ্ঞা দান করেছেন। জান্নাতেও থাকবে সবাই যুবক অবস্থায় এবং তাদের সর্দারও হবেন দুই যুবক হাসান ও হোসেন রা.।  আলহামদুলিল্লাহ। 
এই বইয়ের কোনো কোনো অংশে লেখিকা দেখিয়েছেন কীভাবে চরিত্র সুন্দর করা যায়। রাসূলের উত্তম চরিত্রের বিভিন্ন দিক উঠে এসেছে সাবলীল ভাষায়। আল্লাহর রহমতের বর্ণনা, সালাতের প্রতি উদ্বুদ্ধ করা, পথভ্রষ্ট আলিমদের ভয়াবহতারস্বরূপ ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। বর্তমান যুবক ও ইসলামের শুরুর দিকের সাহাবি তথা যুবকদের মাঝে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয় উক্ত গ্রন্থে।  

সূচিপত্র থেকে কিছু অংশ--
♦ গুণাহের ক্ষতিপূরণ কীভাবে করবেন?
♦ বোনদের ধর্ষণের খবর শোনার পরও আমরা কীভাবে ঘুমাতে পারি?
♦ জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের গুণাবলি 
♦ যৌবনের ইবাদত যে কারনে শ্রেষ্ঠ 
♦ ঈমান ভঙ্গের কারন
♦ ইসলামের অর্থ 
♦ গুণাহ  মাফের দশটি আমল
♦ লিখতে লিখতে খাবারের কথা ভুলে গিয়েছিলেন যারা।
♦ অনুসরণীয় আলিমদের যেমন হওয়া উচিত 

★পাঠ প্রতিক্রিয়া-
------------------------
হে যুবক! কে তোমার আদর্শ? বইটি পাঠ করে কিছু বিষয় আয়ত্ত করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন- তাগুত কাকে বলে বা কারা? ঈমান ভঙের দশটি কারন, ঐতিহাসিক আসহাবে কাহাফের ঘটনা ও উক্ত ঘটনা থেকে শিক্ষা, রাসূলের ইবাদত পদ্ধতিসহ আরো বহুমুখী ইলম। পাঠের সময় আপনি খুব সহজে নির্ধারণ করতে পারবেন দ্বিনের কোন কোন বিষটি আপনার পালন করা উচিত। 
boi:- Hey Jubok K Tomar Adarsho PDF Download By Sarmin Jannat(বইঃ হে যুবক! কে তোমার আদর্শ? PDF download) মুসলিমদের আদর্শ বই PDF new Islamic book pdf


★ভালো লাগা কিছু লাইন--
------------------------------------
♣ 'শীঘ্রই গুনাহ ছেড়ে দেব, একাগ্রচিত্তে তওবা করবো' এমন মনোভাব রাখা অনেকেই অপ্রস্তুত অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছেন। কারন মৃত্যুর সময়টি নির্ধারিত।  ভবিষ্যতে আমি যতই ভালো হওয়ার ইচ্ছা রাখি-না-কেন, মৃত্যুর নির্ধারিত সময় চলে আসার পর আর একটি সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। 

♣‌ ঈমান আনার পূর্বশর্ত দুটি।
১. তাগুতকে বর্জন করা
২. এক আল্লাহর প্রতি ঈমান আনা।

♣ মাতার ওয়াররাক রাহিমাহুল্লাহ বলেন 'সুন্নত অনুযায়ী সামান্য আমল অনেক বিদআতি আমল করা হতে উত্তম। সুন্নত অনুযায়ী সামান্য আমল করলেও আল্লাহ কবুল করে নেন। আর বিদআত কাজ অনেক করলেও আল্লাহ তা ছুঁড়ে ফেলে দেন।'

★বই পরিচিতি-
-----------------------
বইঃ হে যুবক! কে তোমার আদর্শ?
সংকলক- শারমিন জান্নাত 
প্রকাশন- আর রিহাব পাবলিকেশন্স 
মুদ্রিত মূল্য- ২৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যা - ১২৮ টি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ