boi :- Islam o quantum method ইসলাম ও কোয়ান্টাম মেথড।লেখকঃ মাওলানা মুহাম্মদ আফসারুদ্দীন

বইয়ের নামঃ ইসলাম ও কোয়ান্টাম মেথড।
লেখকঃ মাওলানা মুহাম্মদ আফসারুদ্দীন।
প্রকাশনা: নাশাত পাবলিকেশন।
ইসলাম ও কোয়ান্টাম মেথড PDF Download। লেখকঃ মাওলানা মুহাম্মদ আফসারুদ্দীন এর সকল বই পিডিএফ ডাউনলোড PDF boi :- Islam o quantum method PDF Download



লিখেছেন: মুহতারাম Saleh Mahmud
**********************************
সময়টা ফিতনার৷ চতুর্মুখি ফিতনা আমাদের জড়িয়ে রেখেছে আষ্টেপৃষ্ঠে৷  কিছু ফিতনাকে আমরা ফিতনা হিসেবে শনাক্ত করতে পারছি,আবার কিছু ফিতনাকে শনাক্ত করতে আমরা হিমশিম খাচ্ছি৷ সেগুলোকে বিজ্ঞান ও নতুন সভ্যতার মোড়কে গোগ্রাসে গিলছি, কল্পনাও করতে পারছিনা তা কত মারাত্মক ফিতনা৷ 

সন্দেহ নেই, "কোয়ান্টাম মেথড" এমনই ভয়ংকর ও সূক্ষ্ম একটি ফিতনা৷ একজন আলেম যখন কোয়ান্টামে গিয়ে বলে "এতে শরীয়ত বিরোধী কিছু নাই" দুঃখে কলিজাটা ফেটে যায়৷ অথচ একটু সচেতনতার দৃষ্টিতে দেখলে পাঠক মাত্রই বুঝতে পারবেন; কোয়ান্টাম হচ্ছে আগাগোড়া পুরোটাই শিরকের আখড়া৷ মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য বিজ্ঞান ও সভ্যতাকে  তারা স্রেফ ঢাল হিসেবে ব্যবহার করছে৷ দারুণ কিছু আবেগি কথামালার ভেতরে সুকৌশলে ঈমান হরণের কঠিন কাজটি তারা খুব সফলতার সাথেই করে যাচ্ছে৷

বিষয়টির গুরুত্ব বুঝার জন্য "ইসলাম ও কোয়ান্টাম মেথড" বই থেকে কিছু টেক্সট তুলে ধরছি,

"কোয়ান্টামের পরিচালক শহীদ আল বোখারীর পরিচয় দেয়া হয়েছে এভাবে..."বরেণ্য ভবিষ্যত দ্রষ্টা,মহাজাতক..." 
অথচ ইসলামের গুরুত্বপূর্ণ আকীদা হলো ভবিষ্যত দ্রষ্টা একমাত্র আল্লাহ তায়ালা৷ এখানে রূপক বা অপব্যাখ্যার কোন সুযোগ নেই৷ 

মহাজতক রচিত "সাফল্যের চাবি কাঠি" বইযের ২২ নং পৃষ্ঠায় আছে..."শুধু পঙ্গুত্ব নয়,শুধু রোগ থেকে মুক্তি নয়,মনের শক্তি ও বিশ্বাস মানুষকে ক্লিনিক্যালি ডেড বা মৃত অবস্থা থেকেও জীবনে ফিরিয়ে আনতে পারে৷ এ জন্য প্রয়োজন শুধু নিজের উপর বিশ্বাস৷(!) আবার পড়ুন, মৃত অবস্থা থেকেও জীবনে ফিরিয়ে আনতে পারে!

একটু সামনে গিয়ে বলা হয়েছে, "কোয়ান্টাম ইসলামকেই একমাত্র গ্রহনযোগ্য ধর্ম হিসেবে বিশ্বাস করেনা,বরং তাদের মতে সব ধর্মই সঠিক ও সত্য" অথচ আল্লাহ তায়ালার নিকট একমাত্র ইসলামই গ্রহনযোগ্য ধর্ম৷ 

আরো সামনে অসাম্প্রদায়িকতার মোড়কে নিরেট একটি কুফরি কথা এভাবে বলা হয়েছে..."কোয়ান্টাম প্রত্যেকের ধর্ম বিশ্বাসকে শ্রদ্ধা করে, প্রত্যেককে উৎসাহিত করে আন্তরিকভাবে নিজ নিজ ধর্ম পালনের" অথচ একজন মুসলিম কখনো কোন মানুষকে অন্য ধর্ম পালনে উৎসাহ দিতে পারেনা৷

শুধু এটুকুই নয়,মুসলমানদের প্রাণাধিক প্রিয় গ্রন্থ পবিত্র আল কোরআনকেও তিনি ছাড়েননি৷ কোয়ান্টাম মেথড "কুরআনের মর্মবাণী" নামে কুরআনুল কারীমের একটি বাংলা অনুবাদ প্রকাশ করেছে৷ মূল আরবি টেক্সট ছাড়া শুধুই অনুবাদ৷ এতে অসংখ্য আয়াতের তরজমা বিকৃত করা হয়েছে, বদলে দিয়েছে আয়াতের মূল আবেদন৷ নিজেদের বিকৃত অনুবাদকে বৈধ করতেই খুব সম্ভবত এর নাম দেয়া হয়েছে "মর্মবাণী"৷ (এর অনুকগুলো উদাহরণ "ইসলাম ও কোয়ান্টাম মেথড" এ বইয়ে দেয়া হয়েছে৷) সেখান থেকে একটি উদাহরণ দিচ্ছি, غير المغضوب عليهم
এর অনুবাদ করা হয়েছে- "অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা কর"  অথচ মূল আয়াতে এমন কোন শব্দ নেই যার অর্থ "অন্ধকার গহ্বর" বা "রক্ষা কর" হতে পারে৷

এরকম অসংখ্য ভুল ও শিরকি বিষয় রয়েছে কোয়ান্টাম মেথডে যার বিস্তারিত আলোচনা "ইসলাম ও কোয়ান্টাম মেথড" এ বইয়ে রয়েছে৷

অনেক মুসলিম ভাই-বোন না জেনে না বুঝে এতে অংশগ্রহন করে ঈমান হারা হচ্ছে আমাদের ঈমানী দায়িত্ব, তাদের সঠিক পথে ফিরিয়ে আনা৷

বস্তুত একজন সাধারণ প্র্যাক্টিসিং মুসলিমের জন্যও কোয়ান্টাম মেথডের তাওহীদ বিরোধী কথাগুলো অনুধাবন করা সত্যিই কঠিন, বরং সাধারণ কোন আলেমও খুব সচেতন না হলে তাদের ঈমান বিধ্বংসী ফাঁদ থেকে রক্ষা পাওয়া মুশকিল৷ সেক্ষেত্রে "ইসলাম ও কোয়ান্টাম মেথড" এ বইটি হতে পারে আমাদের জন্য মূল্যবান পাথেয়৷ কোয়ান্টামের প্রায় সবগুলো বিষয়েই এ বইয়ে চমৎকার ভাবে বিশ্লেষন করা হয়েছে৷ কোরআন সুন্নাহর নুসূস উল্লেখ করে শরীয়তের দৃষ্টিভঙ্গী সুস্পষ্ট করা হয়েছে৷

বইয়ের নামঃ ইসলাম ও কোয়ান্টাম মেথড
লেখকঃ মাওলানা মুহাম্মদ আফসারুদ্দীন
প্রকাশনা: নাশাত পাবলিকেশন 
পৃষ্ঠা সংখ্যা: ১২৭
মুদ্রিত মূল্য: ১৮০
ধরন: হার্ড কভার।

_________Tag__________
বাংলা বই pdf
Mindset bangla pdf
থ্রিলার বই pdf
সংখ্যা সৌভাগ্যের চাবিকাঠি pdf
শুদ্ধাচার বই pdf
মেডিটেশন বই pdf download
শিক্ষনীয় বই pdf
সাফল্যের চাবিকাঠি বই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ