বইঃ যে আফসোস রয়েই যাবে (review)
লেখক :- আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
মুদ্রিত মূল্য :- ২৮৮ টাকা
ডিসকাউন্ট প্রাইজ = ২৩০ টাকা।
সময় সময়ের মত এগিয়ে যাচ্ছে। এক একটা দিন চলে যাওয়ার অর্থ মৃত্যুর দিকে অগ্রসর হওয়া। প্রতিটা দিন আসলেই কতটা প্রোডাক্টিভ, নতুন কিছু কি সংযোজন করছি নাকি গতানুগতিক জীবন পার করছি? আমার এই গতানুগতিক জীবন যদি বড় আফসোসের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে কতটুকু যৌক্তিক এই দুনিয়ার সাথে তাল মিলিয়ে গতানুগতিক জীবন পার করা?
.
একটা বিষয় নিয়ে কোন মতবিরোধ নেই, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর পর আমাদের আবার পুনরুজ্জীবিত করা হবে কিয়ামতের ময়দানে, যাকে 'ইয়াওমুল হাসরাহ' বা আফসোসের দিন বলা হয়। হিসেব দিতে হবে ক্ষুদ্র থেকে বৃহৎ সবকিছুর।
.
কেয়ামতের ময়দানে সমস্ত মাখলুককে দাঁড় হতে হবে আল্লাহর সামনে। পশুপাখির মধ্যে কোন বেইনসাফি থাকলে তাদের ইনসাফ করে দেওয়া হবে। তারপর তারা মাটি হয়ে যাবে। আর একদল মানুষ বলবে, হায়! আমি যদি মাটি হয়ে যেতাম। তারা বিচার শেষে মাটি হয়ে গেলেও আমাদের জন্যে রয়েছে জান্নাত, জাহান্নাম। আমলনামা ডান হাতে পেলে আনন্দে উল্লসিত হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে আর বাম হাতে পেলে আগুনে জ্বলতে হবে জাহান্নামে যেখানে রয়েছে শুধু আযাব আর আযাব।
.
এই দুনিয়াতে সব কাজের কখনই শতভাগ বদলা বা প্রতিফল পাওয়া যায় না, অপ্রাপ্তি থেকেই যায়। আখিরাত ছাড়া জীবনের হিসেব কখনও মিলবে না।
.
আখিরাতের হিসেব মেলাতে এখনই সাবধান হওয়া উচিত আমাদের। 'যে আফসোস রয়ে যাবে' বইয়ে প্রিয় শায়েখ Abdul Hi Muhammad Saifullah তেরোটি আফসোস সম্পর্কে বর্ণনা করেছেন এবং সেই আফসোস থেকে পরিত্রাণের উপায়ও সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
.
বইটি পড়ে নিজের জীবনের সাথে মেলানোর চেষ্টা করেছি আর আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। জীবনে চলার পথে সঙ্গী বেছে নেওয়া কতটা জরুরী দ্বীনের উপর চলতে, নিজেকে কিভাবে প্রস্তুত করা উচিত আখিরাতের জন্যে, শয়তানের প্রলোভনে কিভাবে ধোঁকায় পড়ে আছি, আর এই নিছক তুচ্ছ দুনিয়ার খেল তামাশা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে সেই পরামর্শ রয়েছে এই বইয়ে।
.
এখনই সাবধান! নাহলে সেদিন শুধু আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। সেদিন আর্তনাদ করতে হবে একবার দুনিয়ায় ফিরে আসার জন্য কিন্তু সে সুযোগ আর দেবে না।
.
আল্লাহ আমাদের হেফাজত করুন। এমন ইলম দান করুন যা আপনার নিকটবর্তী করে এবং এমন কাজ থেকে দূরে রাখুন যা আপনার স্মরণ থেকে দূরে রাখে।
.
"যে আফসোস রয়েই যাবে" বইটির সুন্দর এই পাঠ প্রতিক্রিয়ার লেখক রেজাউল সরকার রনি ভাই। জাযাকাল্লাহু খাইরান। বইটি প্রকাশ করেছে সত্যায়ন প্রকাশন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....