boi:- khomota Media R Manush(ক্ষমতা মিডিয়া আর মানুষ) review with pdf download

বই: ক্ষমতা মিডিয়া আর মানুষ।
লেখক: বাধন অধিকারী।
Ratan Barai (review all credit)
boi:- khomota Media R Manush(ক্ষমতা মিডিয়া আর মানুষ) review with pdf download

বাস্তবতাকে বর্ণনা করা হয় যখন, তখন তা আর
বাস্তবতা থাকে না। বর্ণনা করতে গিয়ে আসলে বাস্তবতাকে নির্মাণ করা হয়। গােলকায়নের বিশ্বায়নের নাম করে পুঞ্জিভূত পুঁজি আর কেন্দ্রীভূত ক্ষমতার আন্তর্জাতিকীকরণের এই
যুগপর্বে, ক্ষমতাশালী গুটিকয়েক রাষ্ট্র আর
কর্পোরেশন মিলে সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা নির্মাণ করে; তাতে জ্ঞান-ক্ষমতা-সত্য পারস্পরিক সম্পর্কে জড়িয়ে থাকে। 

এই সম্পর্কসূত্র বিপন্ন করতে চায় সামগ্রিক মানুষের ভাষা-অধিকার । ছিনিয়ে নিতে চায় তথ্য-অধিকার । মানুষকে করে তুলতে চায় পণ্যমােহাচ্ছন্ন, ক্ষমতা-অনুগত ভােগবাদী। আরসব পরিচয় মুছে ফেলে স্রেফ ক্রেতা-বিক্রেতা পরিচয়ের মাঝে সীমাবদ্ধ করতে চায় তাকে। এভাবেই আমাদের সামনে হাজির হয় মার্কেট-মিডিয়া-মিলিটারি যুগপর্বের ঐতিহাসিক
বাস্তবতা। আবার এরই বিপরীতে থাকে মানুষের
বিদ্রোহী চৈতন্য প্রতিরােধের সহজাত বাসনা ।
নতুন মিডিয়ার গণতান্ত্রিক প্রাযুক্তিক-বৈশিষ্ট্য সেই
প্রতিরােধ-বাসনার গায়ে হাওয়া লাগায়। রচিত হতে
থাকে নতুন দিনের স্বপ্ন-সম্ভাবনা।

মুক্ত মানুষের মুক্ত ভাষার মুক্ত মিডিয়ার মুক্ত সমাজ লেখকের স্বপ্ন। সেই স্বপ্নের পাটাতনে দাঁড়িয়ে লেখক চিহ্নিত করেছেন অবৈধ ক্ষমতাকে। সেই ক্ষমতা হিসেবে এবং সেই ক্ষমতার নির্মাণে মিডিয়ার ভূমিকাকে শনাক্ত করেছেন। খুঁজে দেখেছেন মানুষের উপর তার অভিঘাত। অন্যদিকে নয়া প্রযুক্তির নতুন মিডিয়াকে সাথে নিয়ে নির্দিষ্ট
করেছেন মনুষ্য-প্রতিরােধের জমিন। সবমিলে
ক্ষমতাশালীদের নির্মিত তৃতীয় দুনিয়ার বাংলাদেশ
নামের এই জাতিরাষ্ট্রে বিরাজমান মার্কেট-মিডিয়া-মিলিটারি বাস্তবতা আর প্রতিরােধের পাল্টা বাস্তবতার স্বপ্ন-সম্ভাবনার অনুসন্ধান করা হয়েছে এই বইয়ের ছােট-বড় ১৬টি লেখায় ।

Download Link: Google Drive

(✍️ This article is collected from this book 📚 (All Credit To Go Real Hero The Author of this book 📖) 🙏 Please buy this book hardcopy from anyway.)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ