boi:- orientalism first part by Dr. Mustafa sipayi(ওরিয়েন্টালিজমের প্রথম পাঠ)

ওরিয়েন্টালিজমের প্রথম পাঠ
লেখক : ড. মুস্তফা সিবাঈ
প্রকাশনী : মুভমেন্ট পাবলিকেশন্স
পৃষ্ঠা : 80, কভার : পেপার ব্যাক
ভূমিকা ও ভাষান্তর: কামরুল হাসান নকীব।

boi:- orientalism first part PDF Download by Dr. Mustafa   sipayi all book pdf download (ওরিয়েন্টালিজমের প্রথম পাঠ PDF Download)


ওরিয়েন্টালিজমের প্রথম পাঠ’ বইটি কেন পড়বেন?

পৃথিবীতে পশ্চিমের সাম্রাজ্য ও ক্ষমতার বলয়কে মজবুত করার একটি প্রকল্প হলো প্রাচ্যতত্ত্ব ওরিয়েন্টালিজম। সারা পৃথিবীজুড়ে মুসলিম-অমুসলিম সকলেই এই তত্ত্বের মাধ্যমে পশ্চিমের মানসিক-দাসে পরিণত হয়েছে। পৃথিবী নামক গ্রহে এখন তাই যারা বাস করেন তারা হয়তো পশ্চিম নয়তো পশ্চিমের। এই দুইয়ের বাইরে প্রাচ্যের কোনো সম্মানজনক অস্তিত্ব পশ্চিমের কাছে নেই। প্রাচ্যের সত্য ও তথ্যকে বিকৃত করে সারা পৃথিবীতে প্রাচ্যকে অবান্তর অস্তিত্বের অধিকারী বানানো হয়েছে।

ওরিয়েন্টালিজম ইসলাম ও মুসলিম-সম্পর্কিত যাবতীয় জ্ঞানপরিসরকে নিয়ন্ত্রণ করে। একজন মুসলিম ইসলামকে কেমন করে দেখবে সেটাও সে নিয়ন্ত্রণ করে একজন অমুসলিম ইসলাম নিয়ে কী ভাববে সেটা নিয়ন্ত্রণের দায়িত্বও তার কাঁধেই। পশ্চিম শব্দটি তাই এখন আর কোনো অঞ্চলভিত্তিক ভৌগলিক পরিচয় প্রদান করে না। এখন এটি একটি আদর্শিক পরিচয়। এই আধিপত্যবাদী নারকীয় র্আদশকে বুঝতে হলে ওরিয়েন্টালিজমকে জানা আবশ্যক।

বর্তমান পৃথিবীকে বোঝা তখন আমাদের জন্য সহজ হবে। কারণ প্রাচ্যতত্ত্বের হাত ধরইে পরবর্তী পৃথিবীতে জন্ম নিয়েছে বিপুল বিপর্যয়। ইসলামোফোবিয়া তার একটি।

ড. মুস্তফা সিবাঈ ওরিয়েন্টালিজমের এই সূক্ষ্ম ও বহুমাত্রিক পরচিয়কে আমাদের জন্য তুলে ধরেছেন সহজ ও সাবলীল বর্ণনায়। মোচন করেছেন আমাদের জ্ঞান জগতের অবারিত অন্ধকার। তাই বলা যায়, সিবাঈ’র এই বই বাংলা ভাষায় এক অনন্য ও অপরিহার্য সংযোজন।

প্রাচ্যতত্ত্বের ইতিহাস_______________________
সর্বপ্রথম পশ্চিমের কোন ব্যক্তি প্রাচ্যতত্ত্ব নিয়ে গবেষণা শুরু করেন এবং সেটা কোন সময় ছিল, তা নির্দিষ্ট করে জানা যায় না। তবে এতটুকু নিশ্চিত করে জানা যায় যে, কতিপয় পশ্চিমের সন্ন্যাসী আন্দালুসের শৌর্য- বীর্য ও স্বর্ণযুগে আন্দালুসে আগমন করে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষালাভ করেন। কুরআন ও আরবি গ্রন্থসমূহ তাদের মাতৃভাষায় অনুবাদ করেন এবং মুসলিম বিশেষজ্ঞদের কাছে বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করেন- বিশেষত চিকিৎসাবিজ্ঞান, দর্শনশাস্ত্র ও গণিতশাস্ত্রে।

বইঃ ওরিয়েন্টালিজমের প্রথম পাঠ
প্রকাশনায়ঃ মুভমেন্ট পাবলিকেশন্স।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ