boi:- Preematal By Mouri Morion(বইঃ প্রেমাতাল, লেখিকাঃ মৌরি মরিয়ম) review

বইঃ প্রেমাতাল
লেখিকাঃমৌরি মরিয়ম
বইয়ের ধরণঃরোমান্টিক উপন্যাস
Parvez Uddin review credit.
boi:- Preematal pdf download By Mouri Morion(বইঃ প্রেমাতাল pdf book download লেখিকাঃ মৌরি মরিয়ম এর সকল বই pdf download) review


প্রারম্ভিক কথাঃ
বইপ্রেমী বলতে সাধারণত উপন্যাসপ্রেমী হয়।সাধারণ পাঠক,লুতুপুতু প্রেমিক-প্রেমিকা বা সম্প্রতি প্রেমে পড়া পাঠকদের ভারী রোমাঞ্চের উপন্যাস পছন্দ যাকে রোমান্টিক উপন্যাস বলি।রোমান্টিক উপন্যাসিকের কথা বললে যে ক'জন লেখক/লেখিকার কথা মাথায় অাসে তার মধ্যে মৌরি মরিয়মক অন্যতম।বর্তমান পাঠক মহলে অালোচিত সমালোচিত এই লেখকের পাঠকমহলে সাড়া জাগানো উপন্যাস প্রেমাতাল।


কাহিনি সংক্ষেপঃ
গল্পের মূল চরিত্র মুগ্ধ ও তিতির বান্দরবান ট্যুরে যাওয়া দিয়ে পরিচয়।সেখানে কিছু ভয়ংকর অভিজ্ঞতা থেকে একে অপরের ভালো লাগা।পাঁচদিনের সহ-অবস্থানে প্রপোজ।জমিয়ে প্রেম।কিছু বছর পর মুগ্ধ তার পরিবারকে তাদের প্রেমের ব্যাপারে জানালে পরিবার হাসিমুখে মেনে নেয়।কয়েকদিনের মধ্যে চট্টগ্রামে অাসে মুগ্ধের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে।সেখান থেকে অাবার বান্দরবান।চট্টগ্রাম থেকে মুগ্ধর পরিবার ঢাকায় চলে অাসে।মুগ্ধর বাবা ও মারা যায়।তিতিরের পরিবারে প্রস্তাব নিয়ে গেলে তিতিরের মা-বাবা মুগ্ধ ও তার পরিবারকে পছন্দ করে।বিয়ে প্রায়ই কনফার্ম এমন সময় তিতিরের ভাই তান্না ভিলেন রূপে অাসে।তিতির আর মুগ্ধর দেখা হওয়ার অাগে তান্নাকে মুগ্ধ মেরেছিলো।

তান্না তাই বিয়ে ভেঙে দেই।সাথে বাবা-মাকে তান্নার সাথে ঘটনা বর্ণনা করে এমনভাবে যাতে মুগ্ধ খারাপ তান্না ভালো ফুটে উঠে।পরে তাদের কিছুদিন যোগাযোগ বন্ধ থাকে।একসময় সিলেটে ঘুরে অাসে।সেখান থেকে অাসার পর তিতির মা-বাবাকে ছেড়ে মুগ্ধকে বিয়ে করতে যায়।বিয়ের দিন বাবার অসুস্থতার খবর শুনে অাবার ফিরে অাসে।বিয়ে অার হয় না।পরে মুগ্ধ যখন তার ফুফাতো বোন ইকরাকে বিয়ে করতে যায় তিতিরের ভাবী, তান্নার বউ মুগ্ধকে নিয়ে যে খারাপ চিন্তা ছিলো ওটা ভেঙে দেয়।তান্নার খারাপ দিকটা তুলে ধরে।তখন তিতিরের বাবা,তিতির,ভাবী গিয়ে বিয়ে অাটকায়।তারপর মুগ্ধ অার তিতিরের বিয়ে হয়।

পাঠ-প্রতিক্রিয়াঃ
বইটার শুরুর দিকটা কাশেম বিন অাবু বক্করের লেখন ধারণ করেছে।বেশ কতগুলো চরিত্র। শেষের দিকে অবশ্যই বর্ণনার ধরণ অনেকটা ভালো ছিলো।তবে রোমাঞ্চ অানতে এমন বর্ননা মোটেও ভালো ছিলো না।কোনো একটা গান ধরলে ওটা পুরা লিরিক লিখে তারপর সমাপ্তি।শুধু শুধু পেইজ সংখ্যা বাড়িয়ে গরিব পাঠকদের বাড়তি টাকা খরচ।৪১ তম পর্বের শেষের পৃষ্ঠাগুলো না থাকলেও চলতো।

৩৬ তম পর্বের শুরুটা সুন্দর ছিলো অনেকটা হুমায়ুনের লেখন।ট্রাভেলার্স অফ বাংলাদেশ ট্যুরে গিয়ে কিভাবে সিঙ্গেল থেকে মিঙ্গেল হবেন তার উপায় হিসেবে নিতে পারেন(😁)।অার লেখিকা বান্দরবান যেভাবে ঘুরেছেন কেউ যদি বান্দরবান ট্যুরে যান উনাকে গাইড হিসেবে নিতে পারেন(😎)।লেখিকার শব্দচয়ন ও বাক্য নির্মানে যথেষ্ট খাদ অাছে।কতগুলো অপ্রয়োজনীয় বর্ণনা,উপমাও ছিলো।অাখতারুজ্জামান ইলিয়াসের চিলেকৌঠার সেপাই বইয়ের একটা অংশ " সিসিলরূপসীর পুরুষ্টু উরুতে শীতল বৃষ্টিপাত ঘটেছে।ঐটা সামনে রেখে কম্বলের নিচে নিজের ঊরুসন্ধি থেকে দিব্যি ঘন প্রস্রবণ বইয়ে দেওয়া যায়"।১৮+ কন্টেট বর্ণনার ধরণ এমন হওয়া উচিত ছিলো।এই বইটি লেখিকার ১ম বই সেই হিসেবে ভুল হতেই পারে।

পড়ার উদ্দেশ্যঃ
প্রেমাতাল নিয়ে অনেক রিভিউ অার সমসাময়িক অালোচিত লেখিকা বলে উনাকে জানার জন্য উনার বই পড়ার অাগ্রহ হয়েছিলো।

★পছন্দসই বাক্যঃ
"একটু বেহায়া হয়েও যদি তোমাকে পাওয়া যায়, তো সেটুকু বেহায়া আমি হাজার বার হতে পারবো তিতির"
"মেয়েরা যার সামনে যত বেশি লজ্জা পাবে বুঝতে হবে তাকে তত বেশি ভালোবাসে"
★রেটিংঃ৭.৫/১০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ