বই| ছায়ামানবী
লেখিকা| মালিহা নামলাহ
জনরা| সামাজিক থ্রিলার
গল্প|
গল্পটি একজন দস্যি মেয়ের। কারো কাছে মেয়েটি সাহসী, কারো কাছে চিন্তাশীল, কারো কাছে সে বেয়াড়া বা বেয়াদব আবার কারো কাছে বুদ্ধিমতি ও পরোপকারী দরদী একটি মেয়ে। এরকম নানা বিশেষণে বিশেষায়িত একটি মেয়ে মাঈশা’র গল্প এটি।
মেয়েটিকে চারপাশের মানুষজন একদমই বুঝতে পারে না। ঠিক তেমনিভাবে মেয়েটাও পারিপার্শ্বিক পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না। সে নিজের মতো করে আলাদা একটা দুনিয়া বানিয়ে নেয়। সেই দুনিয়ায় সে ছাড়া আর কারোরই প্রবেশের অনুমতি নেই। এমনই অদ্ভুত এক দোটানা আর দোলাচলে কাটতে থাকে তার কৈশোর।
একসময় সেই মেয়েটা প্রেমে পড়ে। গভীর প্রেমে প্রজাপতির মতো ভেসে যেতে থাকে তার কিশোরী মন। কিন্তু তার অদ্ভুত স্বভাব আর একগুয়েমির জন্য প্রেমটা টিকে না বেশিদিন। তারপর মেয়েটা সম্পূর্ণ অন্যরকম একটা স্বপ্নে নিজে মাতিয়ে তুলে। সে স্বপ্ন দেখে দেশটাকে বদলে দেবে। সমাজ পরিবর্তনের নানা পরিকল্পনা বুনতে বুনতে কাটে তার দিবস ও রজনী। কৈশোরের খোলস ভেঙে তার ভেতর থেকে বেরিয়ে আসে একজন শক্তিশালী নারীর প্রতিমূর্তি। নিজের সমস্ত চাওয়া পাওয়া আর বিলাসীতাকে বিসর্জন দিয়ে সে তার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে থাকে গর্বিত সম্রাজ্ঞীর মতো।
লেখিকা পরিচিতি|
মালিহা নামলাহ’র জন্ম ২০০০ সালের ডিসেম্বরে, ঢাকায়। আমি যদ্দুর জানি এই বইটিই তার প্রকাশিত প্রথম বই। “কুহক নবীন পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২০” এ সেরা তিনে মনোনীত হয়ে তার এই উপন্যাস প্রেসে ছাপা হওয়ার জন্য মনোনীত হয়েছে। এই উপন্যাসের মাঈশা চরিত্রটির মতোই এই লেখিকাও সমাজ পরিবর্তনকেই নিজের জীবনের লক্ষ্য বানিয়ে এগিয়ে যাচ্ছেন নতুন একটি সূর্যোদয়ের দিকে।
পাঠ প্রতিক্রিয়া|
উপন্যাসটি আমাকে কতটা মুগ্ধ করেছে আমি নিজেও সেটা ঠিকভাবে অনুভব করতে পারছি না। শুধু এতটুকু বলতে পারি, অনেকদিন পর আমি এমন সাবলীল আর ঝরঝরে বর্ণনার কোনো উপন্যাস পড়েছি। প্রতিটি ঘটনা, প্রতিটি চরিত্র চোখের সামনে হলোগ্রাফিক ফটোর মতো ভাসছিল। লেখিকার বর্ণনার হাত এককথায় অসাধারণ। গল্পটাও ছিল দারুণ গতিশীল। একবসায় পড়ে ফেলার মতো একটি উপন্যাস এই “ছায়ামানবী”।
বইয়ের প্রোডাকশন ও বাঁধাইও ছিল দারুণ। বিশেষ করে প্রচ্ছদটা অসাধারণ লেগেছে। বর্তমান প্রজন্মের কাছে ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস’ বলে একটা প্রবাদের প্রচলন আছে। প্রচ্ছদটা সেই প্রবাদেরই জ্বলন্ত দৃষ্টান্ত যেন।
তবে... হ্যাঁ এত প্রশংসার মধ্যেও একটা ‘তবে’ও আছে। দারুণ ছন্দ ও গতি থাকা সত্যেও কিছু কিছু জায়গায় একটু আধটু হোঁচট খেয়েছে এই গল্পটা। ছোটখাটো প্রিন্টিং মিস্টেকও চোখে পড়েছে তবে তা খুবই নগন্য। কিন্তু গল্পটার শেষের পরিণতি আমি একদম ধরতেই পারিনি। যেন তাড়াহুড়ো করে অনেকটা হুট করেই গল্পটাকে শেষ করে দেয়া হয়েছে। ব্যাপারটা পুরো উপন্যাসের সঙ্গে আমি কিছুতেই মেলাতে পারিনি। এই ব্যাপারটা আমার কাছে কেমন যেন খাপছাড়া লেগেছে।
প্রকাশনী| কুহক কমিক্স ও পাবলিকেশন।
প্রকাশক| ইসমাত জেরিন
প্রচ্ছদ| সানজিদা স্বর্ণা।
পৃষ্ঠা| ১৫৭
মূল্য| ২৮০ টাকা (মুদ্রিত মূল্য)
রেটিং| ৪/৫
©রিভিউ| শুভাশীষ বাপ্পী
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....