বইয়ের নামঃ সারেং বৌ
লেখকঃ শহীদুল্লাহ কায়সার
রেটিংঃ ৩/৫
পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৯
অনুপমা শারমীন অনন্যা (review all credit)
উত্তাল সমুদ্রের নির্ভীক নাবিক কদম সারেং এর সমুদ্রযাত্রার উত্থান-পতন আর তার স্ত্রী নবিতুনের অকংপিত জীবনসংগ্রামকে লেখক শব্দের কুশলতায় তুলে ধরেছেন এই উপন্যাসে। এক ষড়যন্ত্রে ফেঁসে কদমকে জেল খাটতে হয়। যাদের বন্ধুবৎসল ভেবেছিল সে, তাদেরই লোলুপ দৃষ্টি পড়ে নবিতুনের দিকে। স্বামীর কোন খবর না পাওয়ার সাথে সাথে আর্থিক অনটনে পড়তে হয় নবিতুনকে; যেন প্রমত্তা সাগরের মতই তরঙ্গময় এক জীবন শুরু হয় তার। এক দিকে স্বামীর ফেরা নিয়ে আশায় বুক বাঁধে অন্যদিকে পশুদের ভয়াল থাবা থেকে নিজেকে রক্ষা করে চলে। বেশ চমতকার একটি বই, বাংলাদেশের গ্রামীণ জীবনের ছোঁয়া আর দুর্বিষহ অভাবের চিত্র অনুভব করিয়েছে বইকী! শেষে প্রিয়জনের অবহেলা আর অবিশ্বাসের পাত্র হয়েও সহ্য করে যায়, অটল থাকে প্রলয়ঙ্কারী দুর্যোগের সময়েও।
"নারী অনুপমা। কেননা লজ্জা তার ভূষণ। তাই নিষ্ঠুর উলংগ মৃত্যুর মুহূর্তেও আপন আব্রু আর লজ্জা সম্পর্কে বড় সচেতন।"
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....