বই : সবর ও শোকর
লেখক : ইমাম ইবনু কায়্যিম রাহিমাহুল্লাহ
অনুবাদ: হামিদ সিরাজী
প্রকাশনি : সত্যায়ন প্রকাশন
পৃষ্ঠা : ১২৮
সব মৌসুম শস্যের সোনায় গোলা ভরে তোলার নয় । কিছু মৌসুম তো পানি সিঞ্চনের; ভূমি কর্ষণের; নিখুঁত নিড়ানির ও পরিচর্যার। এই দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা পরীক্ষার, যখন আল্লাহ আপনাকে ঘিরে সিসি ক্যামেরা ফিট করে রাখেন। তিনি দেখতে চান, যখন আপনার ঘরে শস্যের সৌরভ নেই তখন আপনার মনোভাবটা কেমন? তিনি জানতে চান, আপনার ঈমানের অস্থি কতটা মজবুত, ধৈর্যের ত্বক কতটা টেকসই?
আবার কতক মৌসুম আছে যখন সময় শস্যের সৌন্দর্যে চোখ শীতল করার; গায়ে ফসলের গন্ধ মেখে, চোখের তারায় আনন্দের ঝিলমিল নিয়ে শস্যের সোনায় গোলা ভরে তোলার। কিন্তু ফসল ঘরে তোলা শেষে যখন ক্লান্ত মানুষেরা, উড়ন্ত পাখিরা ঘুমের কোলে মাথা রাখে; রাত আর নীরবতা বাড়ার সাথে সাথে ক্রমে স্পষ্ট হয়ে উঠতে থাকে অদূরে পাহাড়ের গা বেয়ে নামা জলসংগীত, তখন আল্লাহ কী চান আমাদের কাছে? —তখন সময় তাঁর কৃতজ্ঞতার সাজদায় জমিনে মাথা রাখার।
এই যে ধৈর্য আর কৃতজ্ঞতার দুটো মৌসুম—এর উঁচুনিচু পথ ধরেই আমরা রওয়ানা করেছি ওপারের মঞ্জিলে।প্রতিটি মুহুর্তে মনে রাখতে হবে, দুঃখকষ্টের দিনগুলোতে যেমন পরীক্ষায় আছি, তেমনি সুখের দিনগুলোতেও পরীক্ষা থেকে মুক্ত নই আমরা। জীবনকে ঘিরে এই মহাসত্যের বাস্তবতাটুকু না বুঝতে পারলে আমরা নিশ্চিত এবং সম্পূর্ণত ব্যর্থ হবো।
সত্যি বলতে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনটা হচ্ছে এক গভীর ভয়ানক খাদের মতো। মঞ্জিলে পৌঁছার উপায় হলো সবরের রশি আর শোকরের পাটাতনের ঝুলন্ত সাঁকো পেরোনো। আপনার জন্য “সবর ও শোকর” বইটি হতে পারে সেই অদৃশ্য ঝুলন্ত সাঁকো চিনে নেওয়ার প্রাকটিক্যাল গাইডবুক। হিজরী সপ্তম শতকের জ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র ইমাম ইবনুল ক্বাইয়্যিম আল-জাওযিয়্যাহ রহি. বইটিতে একের পর এক ছবি এঁকে এঁকে দেখিয়েছেন সেই সাঁকোর নন্দিত কারুকাজ। ছবির মতো কথা নিয়ে জীবনের মাহফিলে ধৈর্য ও শোকরের তাৎপর্য বর্ণনায় লেখক মুখর হয়ে উঠেছেন পাঠেকের সাথে।
হাসি-কান্না, ভাঙা-গড়া, উত্থান-পতন নিয়েই আমাদের জীবন। জীবনে কখনাে ফাগুনের ধারা বয়। কখনাে-বাকালাে মেঘে ছেয়ে যায় চলার পথ। যখন ফাগুনধারা বইবে আপনার জীবনে তখন শােকর আদায় করবেন। কারণ, এই ধারা আপনার প্রচেষ্টায় বয়নি। স্রষ্টার হুকুমেই বয়েছে। আর যখন কালাে মেঘে ছেয়ে যাবে আপনার আকাশ, তখন সবর করবেন। কারণ, আপনার স্রষ্টা আপনাকে পরীক্ষা করছেন। সত্যি বলতে কী, জীবনটা ভয়ানক খাদের মতাে। এই খাদ পেরিয়ে মঞ্জিলে পৌঁছতে হলে আপনাকে অবশ্যই শােকরের পাটাতনে পা রেখে মজবুত করে সবরের রশি আঁকড়ে ধরতে হবে। নয়তাে নিজের অজান্তেই খাদে পড়ে যাবেন।
◉
সূরা আলে ইমরানের ২০০ নম্বর বা সর্বশেষ আয়াতে বলা হয়েছে-
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (200)
"হে বিশ্বাসীগণ! তোমরা অভ্যন্তরীণ কু-প্রবৃত্তি ও বাইরের শত্রুর মোকাবেলায় ধৈর্য ধারণ কর। ধৈর্য ধারণে প্রতিযোগিতা কর এবং সীমান্তের শত্রুদের মোকাবেলার জন্য সব সময় প্রন্তুত থাক। আল্লাহকে ভয় কর, যাতে তোমরা তোমাদের লক্ষ্য অর্জনে সফল হতে পার।" (৩:২০০)
◉
ধৈর্য এমন একটি গুন, যা ব্যতীত মানুষ দ্বীনি ও দুনিয়াবী কোনো ক্ষত্রেই উন্নয়ন করতে পারে না। তাই একজন মুমিনের জন্য ধৈর্য বিষয়ক নির্ভরযোগ্য জ্ঞান অর্জন করা খুবই জরুরি।
"সবর ও শোকর" বইটি তেরো শতকের জগদ্বিখ্যেত আলিম, মুজতাহিদ ইমাম ইবনুল কাইয়িম আল-জাওযিয়াহ (রহঃ)- এর অমূল্য গ্রন্থ "উদ্দাতুস সাবিরিন ওযাখিরাতুশ শাকিরিন" এর সংক্ষিন্ত বাংলা অনুবাদ। বইটিকে মোট ১২৪ পৃষ্ঠার মধ্যে ১৭ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে।
◉
দীনদার পাঠক মহলে তিনি যথেষ্ট নির্ভরযোগ্য। আর তার লেখার মান অনেক সাবলীল ও স্বভাবসুলভ। আর আমি অনেকটা অবাক হয়েছি তার এতটা স্বভাবসুলভ লেখা পড়ে। বিশেষ করে বইটার ৫০ নং পৃষ্টায় যেই কথাগুলো লেখা আছে তা আমার সাথে একদম মিলে গেছে। আমি ভাবতেও পারিনি এতো বড় একজন আলেম মানুষের কিছু অত্যন্ত কঠিন মানসিক অবস্থা বুঝতে পারবেন।
◉
বইটিতে ধৈর্য এর বিস্তারিত সংজ্ঞা, এর স্তরসমূহ, এর প্রকারভেদ, এর প্রয়োজনীয়তা, কুরআন ও হাদিস এ বিষয়ে কি বলা হয়েছে তা, কিভাবে ধৈর্য ধারণ করবো তা, কিছু কঠিন অবস্থায় করণীয়, এ বিষয়ে কিছু প্রচলিত ভুল ধারণার সঠিক উত্তর, ইত্যাদি। আর শোকর অংশে কুরআন-হাদিসে এ বিষয়ে কি বলা হয়েছে তা, এ বিষয়ে কিছু দৃষ্টান্ত, কেন শোকর করবো তা, বিভিন্ন অবস্থায় শোকর, ইত্যাদি।
◉
বই: সবর ও শোকর
লেখক : আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ
প্রকাশনী : সমর্পণ প্রকাশন
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা: ১৩২
মূল্য: 136 ৳
ছবি: সায়ীদা বিনতে শারাফাত
রিভিউ : Md. Azizur Rahman Aziz
আশা করি ভালো লাগবে এবং আপনার জীবনের চলার পথে অনেক উপকারী হবে।
সবার জন্য শুভকামনা
আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহ
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....