boi:- Sholpo amole Beshi Neki(বইঃ স্বল্প আমলে অধিক নেকি)

বইঃ স্বল্প আমলে অধিক নেকি 
সংকলনঃ ইয়াযিদ ইবন মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আল রাদ'আন
আরবী সম্পাদনাঃ আব্দুল আযীয ইবন মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আস-সাহদান
boi:- Sholpo amole Beshi Neki PDF Download(বইঃ স্বল্প আমলে অধিক নেকি PDF Download) আযান প্রকাশনী এর সকল বই PDF Download



"কেউ জানি না ছোট্ট  জীবনের  আছে ক'টা আর  দিন বাকি,
চাইলেই  অর্জন করতে পারি স্বল্প আমালে অধিক নেকি ।"

আযান প্রকাশনী থেকে প্রকাশিত  অন্যতম একটি নতুন বই " স্বল্প আমলে অধিক নেকি "। বইটির শর্ট পিডিএফ  পড়ে  বুঝতে পেরেছি  বইটি  খুবি সময় উপযোগী  এবং গুরুত্বপূর্ণ  একটি বই। 
আমরা সবাই জানি সময়  মহান আল্লাহর  দেওয়া  একটি  বড় নেয়ামত । আর এই সময়ের সাথে তাল দিয়ে  একাডমিক লেখাপড়া, ক্যারিয়ার, অর্থ উপার্জনের নেশায় মত্ত থাকতে থাকতে আমরা নিজেদের নফসের  জন্য এমন  কিছু  বিশেষ  আমলও  করার সময়ই পাই না, যা আমাদের  দুনিয়া  ও পরকালিন জীবনে  উপকারে আসবে। ঠিক তখনই  যদি  জানতে পারি  কোরআন  ও সুন্নাহর আলোকে এমন কিছু আমল রয়েছে যেগুলোর  মাধ্যমে  অধিক নেকি হাসিল করা যায়।
জীবনের  ব্যস্ততম  সময়ের মধ্যে  থেকেই  স্বল্প আমলের কল্যানে বেশি বেশি  নেকি  অর্জনের জন্য যে  ধরনের বই আমাদের সাহায্য  করতে পারে  " স্বল্প আমলে অধিক  নেকি " ঠিক তেমনই  একটি  বই। আলহামদুলিল্লাহ।

বইটিতে লেখক কোরআন তেলাওয়াত,সালাত,সিয়াম  যিকির - আযকার,দোয়া ( দোয়া করার আদব,দোয়া  কবুলের শর্ত) সহ গুরুত্বপূর্ণ  আরো  একাধিক  অধ্যায় দিয়ে সাজিয়েছেন। যার প্রত্যেকটি  বিষয়  পাঠকবর্গের  জন্য  অনেক উপকারি এবং  মুল্যবান  হবে।

বইটির আরো একটি  ভালো  লাগার বিষয় হল বই টিতে  আলোচ্য বিষয়ের উপর  ভিত্তি  করে মুল হাদিস অর্থসহ যুক্ত  করা হয়েছে। যেটা অধিক প্রশংসনীয়।
"স্বল্প আমলে অধিক  নেকি" বইটি আমার  এবং আমার পরিবারের  সকলের জন্য  অনুপ্ররেণা  প্রদান করবে। কারন মানুষ  হিসেবে  আমরা স্বল্প কষ্টে  অধিক উপার্জন  করতে ভালবাসি। এই ব্যস্ততম  পার্থিব  জীবনে আমাদের সহস্র চাহিদা গুলো পূরনের পাশাপাশি  যদি  স্বল্প আমল  দ্বারা অধিক  নেকি লাভ করতে সক্ষম হই, যেটা কিনা উভয়  জগতে  আলো জ্বালাবে। 

boi:- Sholpo amole Beshi Neki PDF Download(বইঃ স্বল্প আমলে অধিক নেকি PDF Download) আযান প্রকাশনী এর সকল বই PDF Download


প্রচুর কাজের চাপ? ব্যস্ততায় দিন কাটছে? রিযিকের তালাশ করতে গিয়ে আমলের পরিমাণ কমে গেছে? 
কিন্তু মুমিনের জন্য তো প্রত্যেক কাজের মাঝেই আমল ও নেকী বিদ্যমান। এমন অসংখ্য আমল রয়েছে যার দরুন আপনি অধিক নেকী হাসিল করতে পারেন। যা মীযানের পাল্লাতেও ভারী। আপনি কি জানেন আমাদের নেকীর পরিমাণ সংখ্যায় নয়, বরং ওজনে পরিমাপ করা হবে। তাহলে দেরী না করে। হতাশ হয়ে পড়বেন না। বরং আপনার সময়ের প্রতিটি মুহুর্ত সওয়াব হাসিলের মাধ্যমে রুহের পরিচর্যার জন্য আযান প্রকাশনীর নতুন বই ‘স্বল্প আমলে অধিক নেকি’। 

স্বল্প আমলে অধিক নেকি লাভের দুটি পন্থা রয়েছে। সে ব্যাপারে বিস্তারিত আলোচনা তো রয়েছেই। তাছাড়াও বইটিকে সাতটি অধ্যায়ে ভাগ করা হয়েছে, যেন আপনি সহজেই বুঝে নিতে পারেন আপনার চাহিদা মাফিক কর্মপন্থা। সাতটি অধ্যায় হলো- 
১. পবিত্রতা অধ্যায়। 
২. কুরআনুল কারীম তিলাওয়াত অধ্যায়। 
৩. যিকর-আযকার অধ্যায়। 
৪. সালাত অধ্যায়। 
৫. সিয়াম অধ্যায়। 
৬. হজ ও উমরা অধ্যায়। 
৭. বিবিধ সৎকাজ সংক্রান্ত অধ্যায়। 

আল্লাহর ভালোবাসার ও ক্ষমার অন্যতম নিদর্শন হলো, তিনি বান্দার দুয়া কবুল করেন, তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন এবং স্বল্প আমলে অধিক নেকি দান করেন। কিন্তু তবুও আমরা বেখবর। দুনিয়াবি তালাশ করতে গিয়ে, কিংবা রুটি-রুজির ঠিকানা খুঁজতে, রিযিকের পেরেশানিতে কত আমল-আখলাক বিনষ্ট করছি। অথচ আমাদের দৈনিক কাজের পরিকল্পনাই পারে অনেক নিয়মিত কাজকে আমাদের আমল বানিয়ে দিতে। আবার অন্যান্য কাজের মাঝে যিকর-আযকার পারে আমাদের নেকি পাল্লাকে ভারী করে তুলতে। সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় মুমিনের জন্য যেমন ইবাদত হয়ে যায়, তেমনি দুখের সময় ধৈর্য ধারণ হয়ে যায় রহমত। অথচ আমাদের চরম উদাসীনতা ইবাদতে নেকি হাসিলের মাধ্যমগুলোকে ভুলিয়ে দিয়েছে। 

এই কিতাব থেকে পাঠক এই আশা করতে পারেন যে, সাধারণ লোকেরা খুব সহজেই কোন ইবাদতে কী নেকি রয়েছে, তা আমল করতে ও জানতে উৎসাহী হবে। জীবনের অভ্যাসে পরিণত করতে সহজ আমলগুলো অধিক জরুরি। কারণ প্রতিটি মুহুর্ত খুব গুরুত্বপূর্ণ। অথচ হেলায় হারিয়ে ফেলছি যেন! 
আল্লাহ আমাদের সময়ের বরকত দেন তখনি, যখন আমরা সময়ের সঠিক ব্যবহার করি। 

নতুবা আমাদের হাতকে নিয়ে ব্যস্ততায় ভরিয়ে দেন। মূল কিতাবটি সাতটি অধ্যায়ে সীমাবদ্ধ হলেও কর্মচঞ্চলতার যুগে ইমান ও আমল ধরে রাখতে দোয়া, দরুদ ও ইস্তেগফারের মত চমৎকার আরো তিনটি কিতাব এতে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি অধ্যায়ের সাথে মিল রেখে লেখকের সংকলিত হাদিসের সাথে আরো বেশ কিছু হাদিস যুক্ত করে ধারাবাহিক উপস্থাপনায় পেশ করা হয়েছে অনন্য বইটি। 
কুরআন ও সুন্নাহভিত্তিক আমলে আরো একধাপ এগিয়ে যেতে বইটি আপনার জন্য হাদিয়াস্বরুপ। 
boi:- Sholpo amole Beshi Neki PDF Download(বইঃ স্বল্প আমলে অধিক নেকি PDF Download) আযান প্রকাশনী এর সকল বই PDF Download



একনজরে বই পরিচিতঃ
------------------------------------
বইঃ স্বল্প আমলে অধিক নেকি 
সংকলনঃ ইয়াযিদ ইবন মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আল রাদ'আন
আরবী সম্পাদনাঃ আব্দুল আযীয ইবন মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আস-সাহদান
ভাষান্তর ও সংযোজনঃ আব্দুল হাসীব বিন রইস উদ্দীন।
প্রকাশনায়ঃ আযান প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৪
মুদ্রিত মূল্যঃ ২০০৳
প্রি-অর্ডার মূল্যঃ ১৩০৳ (৩৫%ছাড়ে)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ