বই: আল্লাহকে মানুন নিরাপদ থাকুন
লেখক: ড. অয়েজ আল কারনী
অনুবাদ: আশরাফুল হক
মুদ্রিত মূল্য: ৫০০/= টাকা
পৃষ্ঠা: ৪৭২ টি ।
প্রকাশনী: হুদহুদ প্রকাশন
প্রারম্ভিকা:
নিরাপত্তার সংজ্ঞা বিভিন্নজনের কাছে বিভিন্নরকম। আপনি যদি মনে করেন যে দুনিয়ার কোন তথাকথিত সুপার পাওয়ার ব্যক্তি বা রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিতে সক্ষম ,তাহলে বইটি আপনার বেশি কাজে আসবে না ।আর আপনিনযদি বিশ্বাস করেন সমস্ত ক্ষমতা আল্লাহর এবং নিরাপত্তা দানের মলিকও তিনিই ,তাহলে বইটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।রাসুল(স.) এর বাণী নিঃসন্দেহে সত্য ।জীবনে সাফল্য লাভের জন্য রাসুল (স.) এর নির্দেশনা হলো ,"ইহফাযিল্লাহ,ইয়াহফাযকা" । তুমি আল্লাহকে মান ,আল্লাহ তোমাকে সুরক্ষা দিবেন।
বিষয়বস্তু:
বইটিতে বিস্তৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে ।প্রথমে আল্লাহর লোবাসা লাভের কিছু উপায় আলোচনা করা হয়েছে ।এরপর সুরক্ষা প্রদানকারী আমল ও সুরক্ষিত থাকার বাস্তব ঘটনা বর্ণিত হয়েছে ।তাক্বওয়া,তাহাজ্জুদ ,সবর,শোকর ও অন্যান্য আলোচনাও স্থান পেয়েছে বইটিতে ।
কেন পড়বেন?
জীবনে বারাকাহ পেতে,রহমতের চাদরে আবৃত থাকতে ,বিপদ থেকে বাচতে ,পরকালীন ও ইহকালীন সুখ লাভ করার নিয়তে বইটি পড়তে পারেন ইন শা আল্লাহ ।উপকৃত হবেন ।সকল মুসলিমেরই পড়া উচিৎ বইটি ।
বিশেষত্ব:
রেফারেন্স পাশেই উল্লেখ করায় ভালো লেগেছে ।আল্লাহর বন্ধুদের পরিচয় নিয়ে আলোচনাটা ভালো ছিল । এ বিষয়ে বাতিল ফেরকার মুখোশ উন্মোচন করা হয়েছে। দোয়ার অধ্যায়টা গুরুত্বপূর্ণ । সাহাবিদের (রা.)ঘটনাগুলো অনেক ভালো লেগেছিল ।পৃষ্ঠা কোয়ালিটি হিসাবে দাম অনেক কম ।
লেখক:
ড. অয়েজ আল কারনী সারা বিশ্বে পরিচিতি দাঈ ইলাল্লহ। জন্ম সোদিতে । দীর্ঘ ৭ বছর হাদিসের উপর অধ্যাপনা করেছেন ইমাম মুহাম্মদ বিশ্ববিদ্যালয়ে। বহু গ্রন্থ প্রণেতা ।বিখ্যাত কিছু: হতাশ হবেন না , আল হাল্লু ,তাফসীরুল মুয়াসসার, আমি যেভাবে পড়তাম ...... ইত্যাদি ।
হালকা অনুযোগ:
কিছু বানানগত ও টাইপিং মিস্টেক খুজে পেয়েছি। লেখকের পরিচয় সংক্ষিপ্ত ।আরেকটু বড় হলে ভাল হতো ।
পাঠ্যানুভূতি ও মন্তব্য:
বইটি পড়ে জানতে পারা গুরুত্বপূর্ণ বিষয় হলো' ইহফাযিল্লাহ ,ইয়াহফাযকা ' । আল্লাহর বিধান রক্ষার পদ্ধতি ও সুফল জেনে বেশ উপকৃত হয়েছি । কাজে লাগবে অনেক ।ইবনে তাইমিয়া রহ. এর উপদেশটা হৃদয়ে শিহরন সৃষ্টি করেছিল ।
আপনিও পড়বেন অবশ্যই ।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....