বইয়ের নামঃ কর্পোরেট লিডারশীপ
লেখকঃ তৌফিকুর রহমান।
প্রকাশনীঃ ইত্যাদি গ্রন্থ প্রকাশ
মুদ্রিত মূল্যঃ ২৫০/=
প্রথম প্রকাশঃ অক্টোবর ২০২০
লিডারশীপ নিয়ে খুব বেশি বই পড়া হয়নি আমার। কাজেই কোনো প্রকার আইডিয়া ছিলো না কেমন হবে। কিন্তু বইটা পড়ার পর মনে হলো যে, এই বিষয়ে অনেক কিছুই অজানা ছিলো এতদিন, জানতে পারলাম।
বইটিতে লেখক নেতার সংজ্ঞা দিয়েছেন এভাবে, "যিনি কোনো দলকে সংঘবদ্ধ করে, টেকসই (সাসটেইনেবল) প্রক্রিয়ায়, মূল্যবোধ সহকারে কোনো নির্দিষ্ট ভিশনে পৌছায়ে অগ্রণী ভূমিকা পালন করেন, তিনিই নেতা।"
এরপর বইটিতে ডেভিড ম্যাকলেল্যান্ডের 'এক্সপেন্টেন্সি ভ্যালু থিওরি' এর কথা বলা হয়েছে। এটা আমি যেরকম বুঝেছি নিজের ভাষায় লিখছি।
ধরুন, আপনি এমন কোনো কাজ করছেন যার ফলে আপনার মানসিক প্রশান্তি আসে, যেমনঃ কোনো স্বার্থের কথা বিবেচনা না করে অন্যের উপকার করা, কারো সাহায্যে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসা ইত্যাদি কাজের জন্যে যে মোটিভেটর কাজ করে তার নাম নিড ফর একমপ্লিশমেন্ট।
এরপর ধরা যাক, আপনি কোনো একটা কাজ করছেন, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, কোনো সম্মান পাওয়ার জন্য কিংবা একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কাজ করার জন্য। মোদ্দাকথা, সবার চোখে নিজের একটা পজিশন ক্রিয়েট করার জন্যে আপনার কার্যাবলীর পিছনে যে মোটিভেটর কাজ করে তার নাম নিড ফর এফিলিয়েশন।
এবং ফাইনালি, নিড ফর পাওয়ার যারা নিজেরা নেতা হতে চান কিংবা নেতৃত্ব দিতে চান। তাদের কাছে বেতনের চেয়ে পদবি কিংবা ক্ষমতার আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ।
এরপর বইটিতে লিডারশীপের বিভিন্ন স্টাইলের কথা বলা হয়েছে বইটিতে। যেমনঃ অটোক্রেটিক, এফিলিয়েটিভ, পারটিসিপেটিভ, ট্রানজেকশনাল, ট্রান্সফরমেশনাল, কোচিং, লেইজি ফেরি। প্রত্যেকটির উদাহরণ দিয়ে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন লেখক। তাছাড়াও সেল্ফ লিডারশীপ নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে বইটিতে।
নাহ! বইটি নিয়ে আর বেশি কিছু বলা চলে না। আরো অনেক কিছু রয়েছে বইটিতে যেগুলো বললে রিভিউ হয়ে যাবে বিশাল বড় আর পড়ার আগ্রহ ও হারিয়ে ফেলবেন। কাজেই আপনার লিডারশীপ নিয়ে আগ্রহ থাকলে কিংবা কোনো কিছুতে নিজেকে নেতৃত্বের অবস্থানে তৈরী করতে চাইলে পড়ে ফেলতে পারেন বইটি! কারণ বইটিতে আপনি পাবেন লিডারশীপ সংক্রান্ত অনেক কিছু যেগুলো হয়তো এতদিন আপনার অজানা ছিলো।
লেখক পরিচিতি___________________________________
শেষ করছি বইটি হতে উদ্ধৃত একটি লাইন দিয়ে যা আমার মনে গেথে আছে একদম,
"কথায় আছে, সৃষ্টিকর্তা আমাদের দুটি কান আর একটা মুখ দিয়েছেন যাতে আমরা শুনি বেশি, কথা কম বলি"
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....