বই: দুআর মহিমা
লেখক: শাইখ আহামদ মুসা জিবরিল।
তারা যখনই আমার কাছে প্রার্থনা করে বা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই এবং তাদের প্রার্থনা কবুল করে নিই।’
সুতরাং নিশিতে, ভরদুপুরে কিংবা রাত-গভীরে তোমার প্রিয়জনকে ডেকে তোমার মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো, চাওয়াগুলোকে শেয়ার করে নিয়ো। তিনি তোমার সব কথা শুনবেন, কবুলও করে নেবেন। তোমার কোনো প্রয়োজন চাওয়া থাকলে দু’আতে হাত উঠিয়ে তাকেই বলে দিয়ো।
মানুষের জীবনে হাজারো কষ্ট থাকে, পাথরচাপা কষ্ট। হরেক রকম কষ্ট। বুকের মধ্যিখানের এই কষ্টগুলো কেউ দেখে না। কেউ জানেও না। একজন দেখেন। একজন জানেন। তিনি হলেন আমাদের রব, মহান আল্লাহ তাআলা।
সুতরাং তুমি তোমার প্রয়োজনের কথা, তোমার কষ্টের কথা তোমার রবকে বলো। তাঁর নিকট দু’আ করে তোমার প্রয়োজন চাও, তিনি তোমার প্রয়োজন পূর্ণ করে দিবেন। তাঁর নিকট হাত তুলে তোমার কষ্ট-মসিবত থেমে মুক্তি চাও, তিনি তোমার কষ্ট-মসিবত দূর করে দিবেন।
বই: দুআর মহিমা
লেখক: শাইখ আহামদ মুসা জিবরিল।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....