বই : কলবুন সালীম
লেখক : মহিউদ্দিন রূপম (উস্তাদ আলী হাম্মুদার লেকচার অবলম্বনে)
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
মুদ্রিত মূল্য : ২৬০ টাকা
কলবুন সালীম পাঠ্যানুভূতি।
یَوۡمَ لَا یَنۡفَعُ مَالٌ وَّ لَا بَنُوۡنَ ﴿ۙ۸۸﴾
অর্থ : যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন কাজে আসবে না।
اِلَّا مَنۡ اَتَی اللّٰہَ بِقَلۡبٍ سَلِیۡمٍ ﴿ؕ۸۹﴾
অর্থ : সেদিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ (কলবুন সালীম) নিয়ে।
[সূরা শু'আরা : ৮৮-৮৯]
.
কিছু কিছু বই থাকে যেগুলো একবার পড়ে ঠিক তৃপ্তি পাওয়া যায় না। কলবুন সালীমও সেরকম একটা বই। বইটা আমি এখন পর্যন্ত ২ বারেরও বেশি এবং কোনো কোনো অধ্যায় ৩-৪ বারও পড়েছি। বিশেষত "সংশয়মুক্ত ঈমান" নামে একটা অধ্যায় আছে। এটা দারুণ লেগেছে।
এখানে সংশয়মুক্ত থাকার ৪ টা উপায় ও যারা সংশয়ে জড়িয়ে গেছেন তাদের মুক্তির ৪ টা উপায় আলোচনা করা হয়েছে। বইটিতে মোট ২৫ টি অধ্যায় রয়েছে। রহমানের পরিচয়, কুরআনের সাথে পথচলা, নেক সুরতে শয়তানের ধোঁকা, মুমিনের জীবনে অবসর অধ্যায়গুলোও ভালো লেগেছে ।
.
আমরা যেহেতু জানলাম যে হাশরের দিনে কলবুন সালীম ব্যতীত মুক্তি পাওয়া যাবে না, তাই কলবুন সালীম গঠনের উপায়গুলো জেনে নিতে ক্ষতি কি?
তাই আপনার বইটি অবশ্যই পড়া উচিৎ ।
.
তবে বইটি যেহেতু অন্তর বিষয়ক, তাই বর্তমানের ব্যাপক মহামারী নীল অন্ধকার বিষয়ক কিছু আলোচনা বইটিতে থাকলে ভালো হতো মনে হয়। আশা করি, পরবর্তীতে রুপম ভাই বিষয়টি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ।
.
সবশেষে লেখক, প্রকাশক ও সংশ্লিষ্ট সকলকে জানাই অসংখ্য শুকরিয়া আমাদের অসাধারণ এই বইটা উপহার দেওয়ার জন্য ।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....