বইঃ দণ্ডাধরের রাজ্যে
লেখকঃ Shahed Khan
প্রকাশনীঃ কুহক - Kuhok কমিক্স এন্ড পাবলিকেশন
মূল্যঃ ৩২০ টাকা।
রূপকথার গল্প কার না ভালো লাগে? আমরা যারা বইপ্রেমী আছি, তাদের অধিকাংশের ছোটবেলা কেটেছে রূপকথার জগতে। কখনো সুয়োরাণী-দুয়োরাণীর শত্রুতা দেখেছি, কখনো তিন পূণ্যির ঘাটের পাড়ে রচিত মিলনমেলা দেখেছি। কল্পতরুর কাছে অদ্ভুত ইচ্ছে প্রকাশ করতে দেখেছি রাজপুত্রদের। বড় হয়ে যাওয়ার পর হয়তো এসব জগতে ফিরে যাওয়ার সুযোগ হয়নি আর।
"দণ্ডাধরের রাজ্যে" বইটা আপনাকে সেরকম সুযোগ দেবে। টিকেট টু আ ওয়াক ডাউন দ্যা ফ্যান্টাসি ওয়ার্ল্ড। সুযোগের সদ্ব্যবহার করলে আপনি অদ্ভুত নামের এই দেশের অদ্ভুত কেচ্ছাকাহিনীর অংশ হতে পারবেন। যেখানে হয়তো কোনো বীর ব্যস্ত হারিয়ে যাওয়া হৃৎছেদী বর্শা উদ্ধারে, কিংবা এক রাজকুমারীর আক্ষেপ কেন তাকে কোনো ডাকাত দল উঠিয়ে নেয় না যাতে তাকে কোনো রাজপুত্র উদ্ধার করে। অন্ধকার নামের ঘোড়া-রাজপুত্রের পিঠে চড়ে হয়তো উদ্ধার করতে যেতে পারেন বিশেষ সুত্র, আরশোলা বাহিনীর সাথে হয়তো যুদ্ধও করলেন।
লেখকদের বিশেষত্ব নতুন দুনিয়া সৃষ্টি করাতে, নতুন চরিত্র তৈরী করে তাদের জীবনে পাঠক নামের বেচারাকে পাঠাতেই তাদের নৈপুণ্য। সেটা যে খুব সহজ কাজ, তাও নয়। লেখককে অভিনন্দন এত সুন্দর একটা রাজ্য উপহার দেয়ার জন্য।
বইটাতে অনেকগুলো ছোট ছোট গল্প আছে, সবই দণ্ডাধর নামক রাজ্যকে নিয়ে। গল্পগুলো কোনো নির্দিষ্ট অর্ডারে সাজানো না, কিন্তু একই চরিত্র কয়েকটি গল্পে আমরা খুজে পাই, সাথে একটা বড় গল্প এগোয়।
শেষ গল্প পড়ার পর আমার জানতে ইচ্ছা করতে এই সুত্র সুত্র খেলার শেষ কোথায়, আর সবগুলো সুত্র পেয়ে যাওয়ার পর কী হবে? সেই ইচ্ছা থেকে মনে ক্ষীণ আশা, দণ্ডাধরের রাজ্যের সিক্যুয়েল অবশ্যই পাবো।
শুরুর গল্পগুলো খুব একটা টানেনি, স্টোরিটেলিং দুর্বল মনে হয়েছে, অহেতুক কঠিন শব্দের ব্যবহার মনে হয়েছিল। তবে তৃতীয় গল্প থেকে এমনটা আর লাগেনি, বেশ স্বাচ্ছন্দ্যে তালে তালে গল্প এগিয়ে গেছে শেষ পর্যন্ত।
সবচেয়ে প্রিয় গল্প "অরণ্যকন্যা"। লেখনীটা বেশ লেগেছে।
আপনিও পড়ে ফেলতে পারেন বইটি, গল্পগুলো হাসাবে। দিন শেষে একটু হাসিই তো চাই মাঝেমাঝে, তাই না?
বইঃ দণ্ডাধরের রাজ্যে
লেখকঃ Shahed Khan
প্রকাশনীঃ কুহক - Kuhok কমিক্স এন্ড পাবলিকেশন
মূল্যঃ ৩২০ টাকা।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....