Duwa O Monajat Related 45+PDF Download (দোয়া ও মোনাজাত সম্পর্কিত বই)

দুআ কবুল হওয়ার টিপস দিব অনেক দিন ধরে ভাবছিলাম। দুআ কবুলের শর্ত আছে,শর্ত আর টিপ্স কিন্তু এক না। শর্ত হলো যা না মানলে দুআ কবুল হবে না, আর টিপ্স হলো যা ফলো করলে কবুল হওয়ার চান্স বেড়ে যাবে ইন-শা-আল্লাহ।তবে এখন আলোচনা করা যাক।
Duwa O Monajat Related 45+PDF Download (দোয়া ও মোনাজাত সম্পর্কিত বই PDF Download)


♦দুআ করার সময় অবশ্যই হাত তুলে দুআ করা, এটা মাস্ট বি করবেন। কোন ভাবেই বাদ যেন না যায়। কারণ আল্লাহ খালি হাতে তার বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জা পান।

♦দুআ করার শুরুতে আল্লাহ আযযা ওয়া জালের প্রশংসা দিয়ে শুরু করবেন। এখন সেটা নিজের ভাষায় বলেন, আর কোন দোয়ার মাধ্যমে বলেন সেটা আপনার ইচ্ছে। সুবাহানাল্লাহি ওয়াবি হামদিহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ইত্যাদি ইত্যাদি ও বলতে পারেন।

♦দুআর শুরুতে 'আল্লাহু আকবার কাবিরা, ওয়াল হামদুলিল্লাহি কাছিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা' এটাও বলবেন, চেষ্টা করবেন কষ্ট করে হলেও। হাদিসে আছে এ দুআ'র মাধ্যমে আসমানের দরজা খুলে যায়। আপনার দুআ আসমানের মাধ্যমেই আল্লাহ'র কাছে যাবে, আসমানের দরজা খোলা থাকলে আরো সহজ।

♦দুআ করার সময় আল্লাহ'র বিভিন্ন নামের মাধ্যমে স্মরণ করা, কিছু উল্লেখ করি।যেমন:  ইয়া হাইয়্যু-ইয়া কাইয়্যুম, ইয়া আরশেল আযিম, ইয়া যুল যালালি ওয়াল ইকরাম, ইয়া-সাবুর, ইয়া গাফুর, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মুজিব, ইয়া আন নূর, ইয়া আর-রাফি, ইয়া বাসিত,ইয়া মুমিন, ইয়া মুহাইমিন,ইয়া মালিকউল মুলক। সব একবারে বলা লাগবে না,দোয়া করার সময় মাঝে দিয়ে এভাবে ডাকবেন।

♦মাস্ট বি রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করবেন।এটা (খ.) নং পয়েন্টের সাথে পড়ে নিবেন।দুআর শুরুতে মাঝে, শেষে দুরুদ পড়বেনই।

♦যে অবস্থায় ই থাকেন না কেন আল্লাহর কাছে শোকর আদায় করবেন, ভালো হোক কিংবা খারাপ সেটা দেখবেন না। আল্লাহ বলেছে, যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আমাদের নেয়ামত আরো বৃদ্ধি করে দিবেন।

♦দোয়া কাবুলের সময় গুলো কাজে লাগাবেন। যেমন: বৃষ্টির সময়,সফরের সময়, ইফতারের আগের সময় টা, শেষ রাতে। ইকামাতের সময় ও করবেন।

♦কিয়ামুল লাইল আদায়ের ব্যাপারে আরো বেশি জোড় দেয়া যায়। কারণ রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে আসেন।আর তাহাজ্জুদ এমন একটি তীর যা তার লক্ষ্য কখনো ছেদ করে না।

♦প্রতি ওয়াক্তে ফরজ নামাযের পর যিকির শেষে দুআ করবেন। এক ওয়াক্ত ও যেন বাদ না যায় সেটা মাথায় রাখবেন।

♦সেজদায় দুআ করা। কারণ এ সময় বান্দা তার রবের নিকটবর্তী অবস্থায় থাকেন।

♦দুআ মুখস্তের মত করবেন না, কি বলছেন তা মনে প্রাণে বুঝে অনুভব করে তারপর বলবেন। বাচ্চারা যেমন মায়ের কাছে আকুতি মিনতি করে চকলেট চায়, আপনিও আপনার প্রয়োজন আকুতি মিনতি করে বলবেন।

♦সূরা ফাতিহা পড়ে, তারপর সূরাহ বাকারাহ'র শেষ দুই আয়াত পড়ে দুআ করা হাত তুলে।   পয়েন্ট এ কয়টাই থাক। আর হ্যাঁ আপনি যা কিছুর জন্যই দুআ করেন না কেন একটা জিনিস দুআ করার সময় অবশ্যই বলবেন,  'ইয়া আমার রব, এই জিনিস টা জন্য আমার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হয়ে থাকে তবে আমাকে দান করো। যদি কল্যাণ না থাকে তবে তা থেকে আমাকে বিরত রাখো। নিশ্চয়ই তুমি উত্তম ফয়সালাকারী।
💕 article Credit To:- Tamanna Akter.

দোয়ার বই সমূহ: bangla dua book pdf

ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর এবং ও লেখক এর অন্যান্য বই গুলো ডাউনলোড করতে লেখকের নামের উপর ক্লিক করুন।

১। আইনে রাসুল সাঃ দোআ অধ্যায় – আব্দুর রাযযক বিন ইউসুফ
২। আল কুরআনের দু আ – আবদুস শহীদ নাসিম
৭। দু'আ কবুলের শর্ত – মুহাম্মদ মুকাম্মাল হক
৮। দুআ ও যিকির – আব্দুল হামীদ আল মাদানী
৯। দুআ কবুলের গল্পগুলো – রাজিব হাসান
১০। দুআ নিয়ে দুয়ো – উলামায়ে কেরাম
১১। দুআ মুনাজাতঃ কখন কিভাবে – ফায়সাল বিন আলি আল বাদানী
১২। দুআ মুনাজাতে নবী রাসুলের অসীলা দেওয়াঃ একটি পর্যালোচনা – আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
১৩। দৈনন্দিন জীবনে যিকর ও দোয়া  – মুহাম্মদ হাবীবুর রহমান
১৪। দৈনন্দিন মাসনুন দোয়া ও মাসআলা মাসায়েল – আই সি এস পাবলিকেশন
১৫। দোআ মোনাজাতঃ কখন ও কিভাবে – ফায়সাল ইবন আলী আল বাদানী
১৬। দোয়া প্রসঙ্গ – আব্দুল্লাহ বিন আবদুর রহমান
১৭। দোয়ায়ে মাছনুন – মোঃ ছাখাওয়াত উল্লাহ
১৮। নামাযের দোআ ও যিকর – পশ্চিম দীরাহ ইসলামী দাওয়াহ সেন্টার
১৯। পবিত্র আল-কুরআনের দু আ – মোঃ আব্দুর রহীম খান
২০। যিয়ারুল কুবুর বা কবর যিয়ারাত – ইমাম ইবনে তাইমিয়্যাহ
২২। রাসূলুল্লাহর সাঃ নামায ও জরুরি দোয়া – মুহাম্মদ আব্দুল জলিল মিয়া
২৩। রাসূলুল্লাহর সাঃ মোনাজাত – দেলাওয়ার হোসাইন সাঈদী
২৪। রাসূলুল্লাহর সাঃ নামায ও জরুরি দোয়া – মুহাম্মদ আব্দুল জলিল মিয়া
২৫। রাহে বেলায়াত ও রাসুলুল্লাহর সাঃ যিকির-ওযীফা – ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
২৬। শব্দে শব্দে হিসনুল মুসলিম – সাঈদ ইবনে আলী আল-কাহতানী
২৭। শরীয়াহ মানদণ্ডে মুনাজাত – মুযাফফার বিন মুহসিন
২৮। শুধু আল্লাহর কাছে চাই – মুহাম্মদ নুরুল ইসলাম
২৯। সকাল সন্ধ্যার যিকির সমূহ – ইকবাল হোছেন মাছুম
৩০। সহীহ কিতাবুদ দোআ – মুহাম্মদ নুরুল ইসলাম
৩১। সহীহ দোআ শিক্ষা – আবদুর রশীদ
৩২। সহীহ নামায ও দুআ শিক্ষা – মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে ফযল
৩৩। সহীহ মাসনূন ওযীফা – ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
৩৪। হিসনুল মুসলিম অথবা এটা – সাইয়্যেদ বিন আলী বিন ওয়াহাফ আল কাহতানী

অসিলা সম্পর্কিত বইঃ
১। অলি আওলিয়াদের অসিলা গ্রহণঃ ইসলামী দৃষ্টিকোণ – আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায
২। অসীলা গ্রহণঃ বৈধ ও অবৈধ পন্থা – আব্দুল্লাহ ইবন আব্দুল হামীদ আল আসারী
৩। অসীলার মর্ম ও বিধান – ড. সালিহ বিন সাদ আসসুহাইমী
৪। ইসলামী আদব ও দুআ শিক্ষা – মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী
৫। উসীলা গ্রহণঃ বৈধ ও অবৈধ পন্থা – আব্দুল্লাহ বিন আব্দুল হামীদ আল-আসারী
৬। ওয়াসিলা – এ.কিউ.এম আবদুল হাকীম আল মাদানী
৭। বৈধ অবৈধ অসীলা – আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ আল জুহানী
৮। শাফায়ত ও উসিলা – মুহাম্মদ ইকবাল কিলানী
৯। শাফায়ত কুরআন হাদীসের আলোকে – মুহাম্মদ নাজমুল ইসলাম
১০। শাফায়াত মিলবে কি – মাসুদা সুলতানা রুমী
১১। শাফায়ত এবং শাফায়তকারীদের বর্ণনা – ইবরাহীম ইবন আবদিল্লাহ আল হাযেমী


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ